Wednesday, November 12, 2025

রঞ্জি ট্রফির ম‍্যাচে উত্তরাখণ্ডের বিরুদ্ধে তিন পয়েন্ট নিয়েই সন্তুষ্ট থাকতে হল বাংলাকে। যার ফলে উত্তরাখণ্ড ম্যাচ ড্র করে রঞ্জি এলিটের গ্রুপ ‘এ’-তে দ্বিতীয় স্থানেই থাকল বাংলা। চার ম্যাচে তাদের এখন ১৯ পয়েন্ট। এই গ্রুপে উত্তরাখণ্ড শীর্ষে ছিল। তারা তাদের অবস্থান ধরে রাখতে পেরেছে।

সরাসরি জিততে না পারলেও প্রথম ইনিংসে ১৬৩ রানে এগিয়ে থাকার সুবাদে বাংলা এই ম্যাচ থেকে ৩ পয়েন্ট পেয়েছে। চারটি ম্যাচ খেলে মনোজ তিওয়াড়ির দল দুটি জিতেছে, দুটিতে হেরেছে। শুক্রবার সকালে ৪৮-১ নিয়ে খেলা শুরু করেছিল বাংলা। কিন্তু শেষদিনের সকালে দ্রুত রান তুলতে গিয়ে একটা সময় ১৯১-৭ হয়ে গিয়েছিল মনোজের দল। অভিমন্যু ঈশ্বরণ (৮২ নট আউট) ও সুদীপ ঘরামি (৭২) সকালে আরও ৯৬ রান যোগ করেছিলেন। স্বপ্নিল সিং সুদীপকে ফিরিয়ে দেওয়ার পর চারে আকাশ দীপকে পাঠানো হয়েছিল চার-ছয় হাঁকানোর জন্য। তিনি ৯ বলে ১৮ রান করে ফিরে যান। আর এরপরই বাংলা পরপর উইকেট হারিয়েছে। প্রদীপ্ত প্রামানিক ৮, শাহবাজ আমেদ ১, অভিষেক পোড়েল ২ ও মনোজ তিওয়ারি ৪ রান করে আউট হয়ে যান। এঁরা সবাই দ্রুত রান তুলতে গিয়ে উইকেট দিয়ে এসেছেন। শেষপর্যন্ত বাংলা ২০৬-৭ করে দ্বিতীয় ইনিংস ডিক্লেয়ার করে দেয়। এরপর উত্তরাখণ্ড বিনা উইকেটে ৬৯ রান তোলার পর খেলা ড্র হয়ে গিয়েছে। সেইসময় অবনীশ সুধা ৫৪ ও জীয়নজিৎ সিং ১৪ রানে নট আউট ছিলেন।

আরও পড়ুন:পিসিবি চেয়ারম্যান নাজাম শেঠির বক্তব্যকে ভিত্তিহীন বলে অভিহিত করল এসিসি

 

Related articles

দিল্লিকাণ্ডে অধরা ১০টি প্রশ্নের উত্তর, জবাব দিন স্বরাষ্ট্রমন্ত্রী

লালকেল্লার সামনে আই 20 গাড়ি বিস্ফোরণ দিল্লির বিজেপি শীর্ষ নেতৃত্বের সন্ত্রাস ধ্বংস করার ফাঁপা বেলুন চুপসে দিয়েছে। জবাব...

ভোররাতে নিজের বাড়িতে অজ্ঞান গোবিন্দা! দ্রুত ভর্তি করা হল হাসপাতালে

বুধের সকালে খবরের শিরোনামে বলিউড (Bollywood)। একদিকে যখন বর্ষীয়ান অভিনেতা ধর্মেন্দ্র ( Dharmendra) হাসপাতাল থেকে ছাড়া পেলেন তখন...

মুখ্যমন্ত্রীর মুকুটে নয়া পালক, আজ মমতাকে ডি’লিট উপাধি জাপানের ইউকোহামা বিশ্ববিদ্যালয়ের 

বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘ সংগ্রামী জীবন এবং প্রশাসনিক সাফল্যকে কুর্নিশ জানিয়ে রাজ্যের প্রশাসনিক প্রধানকে ডি’লিট উপাধি দিচ্ছে...

আবারও আন্তর্জাতিক মঞ্চে সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি, চিনে ‘ব্রিকস স্কিলস কম্পিটিশন’-এ ভারতের প্রতিনিধিত্ব করবে ছাত্রছাত্রীরা

ফের ইতিহাস গড়ল সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি (এসএনইউ)। গত বছরের পর আবারও এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নির্বাচিত হয়েছে চিনে অনুষ্ঠিত...
Exit mobile version