Thursday, May 15, 2025

রঞ্জি ট্রফির ম‍্যাচে উত্তরাখণ্ডের বিরুদ্ধে তিন পয়েন্ট নিয়েই সন্তুষ্ট থাকতে হল বাংলাকে। যার ফলে উত্তরাখণ্ড ম্যাচ ড্র করে রঞ্জি এলিটের গ্রুপ ‘এ’-তে দ্বিতীয় স্থানেই থাকল বাংলা। চার ম্যাচে তাদের এখন ১৯ পয়েন্ট। এই গ্রুপে উত্তরাখণ্ড শীর্ষে ছিল। তারা তাদের অবস্থান ধরে রাখতে পেরেছে।

সরাসরি জিততে না পারলেও প্রথম ইনিংসে ১৬৩ রানে এগিয়ে থাকার সুবাদে বাংলা এই ম্যাচ থেকে ৩ পয়েন্ট পেয়েছে। চারটি ম্যাচ খেলে মনোজ তিওয়াড়ির দল দুটি জিতেছে, দুটিতে হেরেছে। শুক্রবার সকালে ৪৮-১ নিয়ে খেলা শুরু করেছিল বাংলা। কিন্তু শেষদিনের সকালে দ্রুত রান তুলতে গিয়ে একটা সময় ১৯১-৭ হয়ে গিয়েছিল মনোজের দল। অভিমন্যু ঈশ্বরণ (৮২ নট আউট) ও সুদীপ ঘরামি (৭২) সকালে আরও ৯৬ রান যোগ করেছিলেন। স্বপ্নিল সিং সুদীপকে ফিরিয়ে দেওয়ার পর চারে আকাশ দীপকে পাঠানো হয়েছিল চার-ছয় হাঁকানোর জন্য। তিনি ৯ বলে ১৮ রান করে ফিরে যান। আর এরপরই বাংলা পরপর উইকেট হারিয়েছে। প্রদীপ্ত প্রামানিক ৮, শাহবাজ আমেদ ১, অভিষেক পোড়েল ২ ও মনোজ তিওয়ারি ৪ রান করে আউট হয়ে যান। এঁরা সবাই দ্রুত রান তুলতে গিয়ে উইকেট দিয়ে এসেছেন। শেষপর্যন্ত বাংলা ২০৬-৭ করে দ্বিতীয় ইনিংস ডিক্লেয়ার করে দেয়। এরপর উত্তরাখণ্ড বিনা উইকেটে ৬৯ রান তোলার পর খেলা ড্র হয়ে গিয়েছে। সেইসময় অবনীশ সুধা ৫৪ ও জীয়নজিৎ সিং ১৪ রানে নট আউট ছিলেন।

আরও পড়ুন:পিসিবি চেয়ারম্যান নাজাম শেঠির বক্তব্যকে ভিত্তিহীন বলে অভিহিত করল এসিসি

 

Related articles

বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ! রাজ্য ড্রাগ কন্ট্রোলের পরীক্ষায় ডাহা ফেল ৫১ জীবনদায়ী ওষুধ

রাজ্যের বাজারে ফের মিলল জাল ও নিম্নমানের ওষুধের হদিশ। রাজ্য ড্রাগ কন্ট্রোলের সাম্প্রতিক নমুনা পরীক্ষায় গুণমান পরীক্ষায় উত্তীর্ণ...

অ্যাক্রোপলিস মলে মাতৃত্বের জাদুতে মাতোয়ারা শহর, বিশেষ দিনে সম্মানিত হলেন মা ও সন্তানরা

“মা” শব্দটি শুধু একটিমাত্র ডাক নয়—এ এক অনুভব, এক শক্তি। সেই মাতৃত্বের জাদুকেই সম্মান জানিয়ে মাতৃ দিবস উপলক্ষে...

চেন্নাইকে টেক্কা বাংলার! মৃত্যুর মুখ থেকে রুক্মিণীকে ফিরিয়ে আনল হাওড়ার হাসপাতাল

‘উন্নত চিকিৎসা মানেই দক্ষিণ ভারত’— এই ধারণাকে চ্যালেঞ্জ জানিয়ে নতুন উদাহরণ তৈরি করল হাওড়ার নারায়ণা হাসপাতাল। বাইকের ধাক্কায়...

মরণোত্তর অঙ্গদানে অনন্য দৃষ্টান্ত! চার জনকে নতুন জীবন দিলেন জয়েশ 

মৃত্যুর পরেও চারটি প্রাণে জীবনপ্রদীপ জ্বালিয়ে দিয়ে গেলেন দমদমের কাশিপুরের যুবক জয়েশ লক্ষ্মীশঙ্কর জয়সওয়াল। মাত্র ২৫ বছর বয়সে...
Exit mobile version