Tuesday, November 11, 2025

বেঙ্গালুরু থেকে গ্রেফতার এয়ার ইন্ডিয়া বিমানে প্রস্রাবকাণ্ডে অভিযুক্ত শঙ্কর মিশ্র

Date:

অবশেষে বেঙ্গালুরু থেকে গ্রেুফতার হলেন এয়ার ইন্ডিয়া বিমানে প্রস্রাবকাণ্ডে অভিযুক্ত বহু চর্চিত শঙ্কর মিশ্রকে। গতকাল, শুক্রবার রাতে তাঁকে গ্রেফতার করে দিল্লি পুলিশের একটি স্পেশাল টিম। গতকাল রাতেই তাঁকে দিল্লিতে নিয়ে আসা হয়। ঘটনার পর থেকে অন্তরালেই ছিল শঙ্কর মিশ্র। গ্রেফতারি এড়াতে বারবার নিজের জায়গা বদল করছিল সে। এদিকে পুলিশের কাছে খবর ছিল, তাঁকে শেষবার বেঙ্গালুরুতে দেখা গিয়েছে। তারপরই শঙ্করকে ধরার জন্য জাল পাতে পুলিশ।

সপ্তাহ ছয়েক আগে নিউইয়র্ক থেকে দিল্লি ফেরার পথে মাঝ আকাশে ওই ঘটনা ঘটে। শঙ্কর মিশ্র মদ্যপ অবস্থায় এক বৃদ্ধার গায়ে প্রস্রাব করে দেন বলে অভিযোগ। সম্প্রতি এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষকে লেখা বৃদ্ধার চিঠি প্রকাশ্যে আসে। শুরু হয় শোরগোল। ঘটনার পর পুলিশে অভিযোগ না জানানোয় বিতর্কে জড়িয়েছে এয়ার ইন্ডিয়া। অভিযুক্তের খোঁজে দু’টি টিম মাঠে নামায় পুলিশ। তার মধ্যে একটি টিম ছিল বেঙ্গালুরুতে। অন্য টিমটি মুম্বইয়ে। অবশেষে গতকাল রাতে সাফল্য পায় বেঙ্গালুরুর টিমটি।

এদিকে শঙ্কর যাতে দেশ ছেড়ে পালাতে না পারেন, সেজন্য তাঁর নামে “লুক আউট সার্কুলার” জারি করা হয়েছিল। অভিযুক্তকে গ্রেফতরের দাবিতে ডিজিসিএ, এয়ার ইন্ডিয়া ও পুলিশকে নোটিশও পাঠায় দিল্লি মহিলা কমিশন। পুলিশে দায়ের হওয়া এফআইআর অনুযায়ী, অনিচ্ছা সত্ত্বেও শঙ্করের সঙ্গে বিবাদ মিটিয়ে নিতে তাঁকে বাধ্য করা হয়েছে । যদিও এরই মধ্যে আইনজীবীর মাধ্যমে একটি বিবৃতি প্রকাশ করেছেন গা-ঢাকা দিয়ে থাকা শঙ্কর মিশ্র। তাঁর দাবি, বিষয়টির নিষ্পত্তি আগেই হয়ে গিয়েছে। দাবি মতো ক্ষতিপূরণও পেয়েছেন ওই বৃদ্ধা। পেটিএমের মাধ্যমে সেই টাকা পান তিনি। কিন্তু প্রায় একমাস পর তাঁর মেয়ে সেই টাকা ফিরিয়ে দেন। ইতিমধ্যেই তাঁকে চাকরি থেকে বহিষ্কার করেছে তাঁর সংস্থা, ওয়েলস ফার্গো। শঙ্করের এই বিবৃতির মধ্যেই তাঁকে চাকরি থেকে বহিষ্কার করে তাঁর সংস্থা। ওয়েলস ফার্গো নামে ওই সংস্থার তরফে এদিন বিবৃতি দিয়ে একথা জানানো হয়েছে।

 

Related articles

ধর্মেন্দ্রর অবস্থার অবনতি, রাতেই হাসপাতালে ছুটলেন শাহরুখ-সলমন

বর্ষীয়ান বলিউড অভিনেতা ধর্মেন্দ্রর (Dharmendra) শারীরিক অবস্থার অবনতি। রাতেই ব্রিচ ক্যান্ডি হাসপাতালে গেলেন শাহরুখ-সলমানরা (Shahrukh Khan - Salman...

সলমনই হামলার মাস্টারমাইন্ড? দিল্লি বিস্ফোরণে গ্রেফতার ব্যবহৃত গাড়ির মালিক

সাদা রঙের একটি হুন্ডাই আই–২০ গাড়ি ধীরে ধীরে এসে ট্রাফিক সিগন্যালের সামনে থামতেই মুহূর্তের মধ্যে ঘটে বিস্ফোরণ। সোমবার...

দিল্লি বিস্ফোরণের জের: কলকাতার সব থানাকে সতর্ক করেছে লালবাজার, গুরুত্বপূর্ণ মোড়ে চলছে নাকা চেকিং

দিল্লির লালকেল্লার কাছে মেট্রো স্টেশনের এক নম্বর গেটের সামনে ভয়াবহ বিস্ফোরণের জেরে দেশের রাজধানীর পাশাপাশি হাই অ্যালার্ট (High...

দিল্লির বিস্ফোরণের ঘটনায় শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর! ঘটনাস্থলে স্বরাষ্ট্রমন্ত্রী, গ্রেফতার গাড়ির মালিক

দিল্লির বিস্ফোরণের ঘটনায় গ্রেফতার ১। বিষ্ফোরণ হওয়া গাড়ির মালিককে গ্রেফতার করল পুলিশ। প্রসঙ্গত, শনিবার সন্ধ্যায় লালকেল্লা মেট্রো স্টেশনের...
Exit mobile version