Thursday, December 18, 2025

রাজ্যের সরকারি আধিকারিকের নামে টাকা হাতানোর অভিযোগ! যোগীরাজ্য থেকে গ্রেফতার অভিযুক্ত

Date:

Share post:

খোদ মুখ্যমন্ত্রীর দফতরের সরকারি আধিকারিকের নামে ভুয়ো প্রোফাইল (Fake Profile) তৈরি করে টাকা চাওয়ার (Money Fraud) অভিযোগ। পাশাপাশি রয়েছে আইএএস আধিকারিকদের (IAS Officer) পরিচিতদের কাছে টাকা চেয়ে অনলাইন অ্যাকাউন্ট (Online Account) খোলার অভিযোগও। শনিবার উত্তরপ্রদেশের (Uttar Pradesh) মথুরা (Mathura) থেকে অভিযুক্ত যুবককে গ্রেফতার (Arrest) করল বিধাননগর সাইবার ক্রাইম শাখার পুলিশ (Bidhan Nagar Cyber Crime Police)। জানা গিয়েছে অভিযুক্ত যুবকের নাম বিলাল, বয়স ২১ বছর। এদিকে এই প্রতারণা চক্রের সঙ্গে আর কারা জড়িয়ে রয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ।

বিধাননগর সাইবার ক্রাইম শাখার পুলিশ সূত্রে খবর, আইএএস অফিসার (IAS Officer) এবং মুখ্যমন্ত্রীর দফতরের পাবলিক গ্রিভান্স সেলের (Public Grievance Cell) সেক্রেটারি এবং বিভিন্ন সরকারি দফতরের উচ্চপদস্থ আধিকারিক পি বি সেলিম (P B Selim) অভিযোগ করেন, ছবি ও নাম ব্যবহার করে তাঁর একাধিক বন্ধু মহল থেকে বেআইনি ভাবে টাকা চাওয়া হচ্ছে। পাশাপাশি অনলাইনে সেই টাকা পাঠানোর জন্য অ্যাকাউন্ট নম্বরও দেওয়া হয়েছে।

আর এই খবর কানে আসা মাত্রই দেরি করেননি ওই আধিকারিক। পুরো বিষয়টির কথা বিধাননগর সাইবার ক্রাইম শাখার পুলিশকে জানান। আর সেই অভিযোগের ভিত্তিতেই পুলিশ পুরো বিষয়টির তদন্ত (Investigation) শুরু করে। এরপর আইপি অ্যাডড্রেস (IP Adress) ও বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় খতিয়ে দেখার পর শুক্রবার রাতে উত্তরপ্রদেশের মথুরা থেকে বিলাল নামে এক যুবককে গ্রেফতার করে বিধাননগর সাইবার ক্রাইম শাখার পুলিশ।

পুলিশের দাবি, বিলালই (Bilal) এই চক্রান্তের মূল পাণ্ডা। আর তাকে জিজ্ঞাসাবাদ করেই ঘটনার আসল গতিবিধি সম্পর্কে জানা যাবে। পাশাপাশি ওই যুবক আরও কোনও প্রতারণা চক্রে জড়িত কী না? ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কী না তা খতিয়ে দেখা হচ্ছে। ইতিমধ্যে অভিযুক্তকে গ্রেফতার (Arrest) করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ।

 

 

 

spot_img

Related articles

২০১৬-র SSC-র গ্রুপ সি-ডির যোগ্য তালিকা প্রকাশে হাই কোর্টের রায় কেপ্ট ইন অ্যাবায়েন্সের নির্দেশ সুপ্রিম কোর্টের

স্কুল সার্ভিস কমিশন(এসএসসি)-র ২০১৬ নিয়োগ প্রক্রিয়ায় গ্রুপ সি ও গ্রুপ ডি-র যোগ্য প্রার্থী তালিকা প্রকাশ করার জন্য যে...

দলে একঝাঁক তারকা, আসন্ন আইপিএলে নাইটদের নেতা বদল!

মিনি নিলামে(IPL Mini Auction) খাতায় কলমে শক্তিশালী দল গঠন করেছে কেকেআর(KKR)। অজিঙ্ক রাহানে, রিঙ্কু সিংরা ছিলেন সঙ্গে ক্যামেরন...

মনরেগার পরিবর্তে ‘জিরামজি’ বিল পাশ লোকসভায়! উত্তাল লোকসভা

বিরোধীদের প্রবল আপত্তি ও বিক্ষোভ সত্ত্বেও লোকসভায় সংখ্যাগরিষ্ঠতার জোরে MGNREGA-র নাম বদল বিল লোকসভায় পাশ করাল মোদি সরকার।...

ভিত্তিহীন বিদ্বেষপূর্ণ মন্তব্য মেসি ভক্তের, লালবাজারে অভিযোগ দায়ের সৌরভের

যুবভারতী কাণ্ডে ইচ্ছাকৃত নাম জড়িয়ে কুৎসা, সুনাম নষ্টের অভিযোগে আর্জেন্টিনা ফ্যান ক্লাবের প্রধান উত্তম সাহার বিরুদ্ধে লালবাজারে অভিযোগ...