মাঠে নামতে পারেননি, তবে নতুন দলের জয়ে উচ্চাসে ভাসলেন রোনাল্ডো, ভাইরাল ভিডিও

ম‍্যাঞ্চেস্টার ইউনাইটেডে থাকাকালীন এভার্টনের এক খুদে সমর্থকের হাতে আঘাত দিয়ে ফোন ফেলে দেওয়ার কারণে দুই ম্যাচ নিষেধাজ্ঞা পান রোনাল্ডো।

একেবারে সাড়া জাগিয়ে সৌদি আরবের ক্লাব আল নাসেরে সই করেছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। কিন্তু ইংল্যান্ডের ফুটবল অ্যাসোসিয়েশনের নিষেধাজ্ঞার কারণে নতুন দলের হয়ে এখন মাঠে নামতে পারেননি সিআরসেভেন। আর নিষেধাজ্ঞার কারণে শুক্রবার ঘরের মাঠে আল তাইয়ের বিরুদ্ধে ম্যাচটি ভিআইপি বক্সে দেখতে হয় রোনাল্ডোকে। সেই ম্যাচটি ২-০ ফলে যেতে আল নাসের। আর দল জিততেই উচ্ছ্বাস প্রকাশ করতে দেখা যায় রোনাল্ডোকে।

ম‍্যাচের দ্বিতীয়ার্ধে ভিআইপি বক্স ছেড়ে চেঞ্জিং রুমে এক্সেরসাইজ বাইকে বসে পুরো খেলা দেখেন রোনাল্ডো। আর সেখানে বসেই দলের গোলে উচ্ছ্বাস প্রকাশ করতে দেখা যায় রোনাল্ডোকে। শরীরচর্চা করতে করতেই হাততালি দিতে দেখা যায় রোনাল্ডোকে।

ম‍্যাঞ্চেস্টার ইউনাইটেডে থাকাকালীন এভার্টনের এক খুদে সমর্থকের হাতে আঘাত দিয়ে ফোন ফেলে দেওয়ার কারণে দুই ম্যাচ নিষেধাজ্ঞা পান রোনাল্ডো। আর সেই নিষেধাজ্ঞার কারণই সৌদি আরবেও লাগু রয়েছে। সেই কারণে আল তাই ম্যাচে খেলতে পারেননি রোনাল্ডো।

Previous articleরাজ্যের সরকারি আধিকারিকের নামে টাকা হাতানোর অভিযোগ! যোগীরাজ্য থেকে গ্রেফতার অভিযুক্ত
Next articleতৃণমূলের সমর্থনে মেঘালয়ের নির্বাচনী গান, ট্রেন্ডিং ‘এইবার হবে আসল খেলা’ !