Friday, November 14, 2025

বিড়ি বাঁধার কারিগর আজ আমেরিকার বিচারক, শিরোনামে ভারতীয় বংশোদ্ভূত সুরেন্দর

Date:

ছোটবেলায় জীবন ছিল একেবারে অন্যরকম। সোনা বা রুপোর চামচ মুখে দিয়ে জন্ম হয় নি কেরলের কাসারগড়ের (Kasargarh, Kerala) বাসিন্দা সুরেন্দর কে পাটেলের (Surender K Patel)। পারিবারিক অবস্থা ভাল ছিল না। ছোট থেকেই লড়াই করে বড় হওয়া। কোনও মতে দশম শ্রেণি পর্যন্ত পড়াশোনা, তারপর অভাবের জেরে সেটাও ছেড়ে দিতে হয়। তারপর জীবন যুদ্ধে হার না মেনে বিড়ি বাঁধা এবং দিনমজুরির কাজ শুরু। লেখাপড়া করার ইচ্ছে হারিয়ে ফেলেন নি তিনি, তাই পয়সা জমিয়ে ফের পড়াশোনা শুরু করেন। আর এখন অনুপ্রেরণার প্রতিবেদনে শিরোনামে তিনি। কারণ আমেরিকার ডিস্ট্রিক কোর্টের বিচারক (US District Court Judge) হয়ে নজির গড়লেন সুরেন্দর কে পাটেল (Surender K Patel)।

নির্বাচনের মাধ্যমে আমেরিকার ডিস্ট্রিক বিচারক নির্ধারণ করা হয়ে থাকে। লড়াইটা সহজ ছিল না, টেক্সাসের জেলা আদালতের (District Court of Texas) বিচারক হতে ৫১ জনকে পিছনে ফেলে এই সাফল্য পেয়েছেন সুরেন্দর। এই প্রথম কোনও মালায়ালম ব্যক্তি আমেরিকার কোনও আদালতের বিচারক নির্বাচিত হলেন। তাঁর সাফল্যে অভিভূত তাঁর আত্মীয় থেকে প্রতিবেশী সকলেই। সুরেন্দর জানিয়েছেন তিনি যখন টেক্সারের বিচারক হওয়ার প্রতিযোগিতা শুরু করেন তখন তাঁর সম্পর্কে অনেক মিথ্যে কথা প্রচার করা হয়েছিল।কেউ ভাবেন নি যে তিনি এই পদ পেতে পারেন। ছোটবেলার স্মৃতিচারণায় ফিরে গেছেন সুরেন্দর। তিনি সংবাদমাধ্যমকে জানিয়েছেন ফেলে আসা দিনের কথা। বিড়ি বাঁধা এবং দিনমজুরির কাজ করে টাকা সঞ্চয় করে তিনি স্নাতক কোর্সে ভর্তি হন। কোঝিকোড়ে এলএলবি কোর্সে ভর্তি হন এরপর। সে সময় নিজের খরচ চালানোর জন্য একটি হোটেলেও কাজ করতে হয় তাঁকে। এলএলবি পাশ করে আইনজীবী হিসাবে প্র্যাকটিস শুরু করেন তিনি। স্ত্রীয়ের সুবাদে আমেরিকা গিয়ে এলএলএম কোর্সে ভর্তি হন । ইউনিভার্সিটি অব হাউস্টন ল সেন্টার(University of Houston Law Center) থেকে পাশ করার পর আমেরিকায় আইনজীবী হিসাবে কাজ শুরু করেন তিনি। অবশেষে এল সাফল্য!

Related articles

সরকারি হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানি! গ্রেফতার RG Kar আন্দোলনের ‘বিপ্লবী’ ডাক্তার

উত্তর ২৪ পরগনা জেলার বারাসাতে সরকারি হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানির অভিযোগে। ঘটনায় গ্রেফতার বারাসাত মেডিকেল কলেজ ও হাসপাতালের...

আন্দুল রোডে বিধ্বংসী অগ্নিকাণ্ড! ভস্মীভূত দুই স্পঞ্জ কারখানা 

রাতের হাওড়ায় ভয়াবহ আগুনে কার্যত ছারখার হয়ে গেল আন্দুল রোডের পাশে হাঁসখালি পোল এলাকার দুটি স্পঞ্জ তৈরির কারখানা।...

সোনারপুরে শুরু হচ্ছে প্রবীণদের জন্য বিনামূল্যে নিউমোনিয়া ও ফ্লু টিকাকরণ কর্মসূচি

শীতের আগমনের সঙ্গে সঙ্গেই নিউমোনিয়ার সংক্রমণ বাড়ছে রাজ্যজুড়ে। বিশেষ করে প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে এই রোগ অনেক সময় প্রাণঘাতী...

প্রকাশিত হল আইসিএসই এবং আইএসসি পরীক্ষার সময়সূচি

প্রকাশিত হল আগামী বছরের দশম এবং দ্বাদশ শ্রেণির আইসিএসই এবং আইএসসি পরীক্ষার সময়সূচি। কাউন্সিলের তরফে এদিন বিজ্ঞপ্তি জারি...
Exit mobile version