Friday, November 14, 2025

রাজ্যের মুকুটে নয়া পালক! স্বল্প সঞ্চয় প্রকল্পে দেশের মধ্যে শীর্ষে বাংলা

Date:

করোনাকালে (Covid) আর্থিক সংকটের (Financial Crisis) কারণে বদলেছিল জীবনযাত্রার মান। আর সেকারণেই খরচ কমাতে বাধ্য হয়েছিলেন সাধারণ মানুষ। অনিশ্চিত ভবিষ্যতের আশঙ্কায় সঞ্চয়ে মন দেন মানুষ। আর সেই সঞ্চয়ী পদক্ষেপ এবার বড় সাফল্য এনে দিল রাজ্যকে। হ্যাঁ, খরচে রাশ টেনেই এবার দেশের প্রথম স্থানে উঠে এল পশ্চিমবঙ্গ (West Bengal)। ডাকঘরের স্বল্প সঞ্চয়ে (Short Savings) যোগীরাজ্যকে (Uttar Pradesh) পিছনে ফেলে শীর্ষে মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjeee) বাংলা।

২০২১-২২ অর্থবর্ষে সরকারের কাছে বাংলা থেকে প্রায় ১ লক্ষ ২৫ হাজার ৯৯১ কোটি টাকা জমা পড়েছে। ডাকঘর (Indian Post Office) সূত্রে খবর, বাংলা থেকে এত বিপুল টাকা এর আগে কখনও জমা পড়েনি। তবে সব রাজ্যের নিরিখে এটা সর্বকালীন রেকর্ড (Record)। উল্লেখ্য, গত আর্থিক বছরে বাংলা থেকে স্বল্প সঞ্চয় বাবদ মোট আদায় হয় প্রায় ১ লক্ষ ২৬ হাজার কোটি টাকা। তবে এর মধ্যে প্রায় এক লক্ষ কোটি টাকাই আগে কেনা প্রকল্পগুলির মেয়াদ শেষের পর গ্রাহকদের মিটিয়ে দেওয়া হয়েছে। সেই অঙ্ক বাদ দিয়ে নিট আদায় ২৮ হাজার ৫৪৯ কোটি টাকা। এই মোট এবং নিট আদায়, দু’টি ক্ষেত্রেই সর্বভারতীয় স্তরে শীর্ষে বাংলা।

তবে অঙ্কের হিসেবে অবশ্য দ্বিতীয় স্থানে রয়েছে যোগী আদিত্যনাথের উত্তরপ্রদেশ। সেখানে মোট আদায় প্রায় ৯৫ হাজার ১৮৯ কোটি টাকা এবং নিট আদায় ১৮ হাজার ৩৯৭ কোটি টাকা। তবে নিট আদায়ের নিরিখে দ্বিতীয় স্থান ধরে রেখেছে মহারাষ্ট্র (Maharashtra)। অঙ্কটা ২২ হাজার ৫৬৭ কোটি টাকা। ২০২০-২১ অর্থবর্ষে বাংলায় ডাকঘর সঞ্চয় প্রকল্পগুলি থেকে প্রায় ১ লক্ষ ১০ হাজার কোটি টাকা আদায় হয়েছিল বলে ডাকঘর সূত্রে খবর। তার আগের তিন বছরে সেই অঙ্ক ছিল যথাক্রমে ১ লক্ষ ৪ হাজার, ৮৩ হাজার এবং ৭৭ হাজার ৭০০ কোটি টাকা।

 

 

Related articles

দক্ষিণবঙ্গে শীতের আমেজ চলবে, উষ্ণতা বাড়তে পারে উত্তরে!

পারদ পতনের ট্রেন্ড বজায় রেখে দক্ষিণবঙ্গে (Winter in South Bengal)শীতের আমেজ। শুক্রবার সকালে হিমেল ছোঁয়ায় টুপি সোয়েটার সঙ্গী...

ইডেনে খেলতে এসে ছুটির আবদার! গম্ভীরকে আবেদন কুলদীপের

অবসান ঘটিয়ে ইডেনে প্রথম একাদশে জায়গা করে নিয়েছেন কুলদীপ যাদব , প্রথম সেশনে একটি উইকেটও তুলে নিয়েছেন। কিন্তু...

কৈখালীতে দুর্ঘটনা, সন্তানকে বাঁচাতে ট্রাকের তলায় পিষে গেলেন মহিলা!

বৃহস্পতিবার রাতে কৈখালীতে (Kaikhali accident) পথ দুর্ঘটনা। হাতিয়াড়ার ঝিলবাগানের বাসিন্দা পূজা মণ্ডল তাঁর স্বামী ও সন্তানকে নিয়ে ইলেকট্রিক...

ভূস্বর্গে তল্লাশি, দিল্লি বিস্ফোরণে আত্মঘাতী জঙ্গি উমরের বাড়ি ধ্বংস নিরাপত্তা বাহিনীর!

দিল্লির লালকেল্লার (red fort area blast) সামনে গাড়ি বিস্ফোরণে আত্মঘাতী জঙ্গি উমর নবিরের (Umar Nabi house blown up)...
Exit mobile version