Saturday, August 23, 2025

রাজ্যের মুকুটে নয়া পালক! স্বল্প সঞ্চয় প্রকল্পে দেশের মধ্যে শীর্ষে বাংলা

Date:

করোনাকালে (Covid) আর্থিক সংকটের (Financial Crisis) কারণে বদলেছিল জীবনযাত্রার মান। আর সেকারণেই খরচ কমাতে বাধ্য হয়েছিলেন সাধারণ মানুষ। অনিশ্চিত ভবিষ্যতের আশঙ্কায় সঞ্চয়ে মন দেন মানুষ। আর সেই সঞ্চয়ী পদক্ষেপ এবার বড় সাফল্য এনে দিল রাজ্যকে। হ্যাঁ, খরচে রাশ টেনেই এবার দেশের প্রথম স্থানে উঠে এল পশ্চিমবঙ্গ (West Bengal)। ডাকঘরের স্বল্প সঞ্চয়ে (Short Savings) যোগীরাজ্যকে (Uttar Pradesh) পিছনে ফেলে শীর্ষে মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjeee) বাংলা।

২০২১-২২ অর্থবর্ষে সরকারের কাছে বাংলা থেকে প্রায় ১ লক্ষ ২৫ হাজার ৯৯১ কোটি টাকা জমা পড়েছে। ডাকঘর (Indian Post Office) সূত্রে খবর, বাংলা থেকে এত বিপুল টাকা এর আগে কখনও জমা পড়েনি। তবে সব রাজ্যের নিরিখে এটা সর্বকালীন রেকর্ড (Record)। উল্লেখ্য, গত আর্থিক বছরে বাংলা থেকে স্বল্প সঞ্চয় বাবদ মোট আদায় হয় প্রায় ১ লক্ষ ২৬ হাজার কোটি টাকা। তবে এর মধ্যে প্রায় এক লক্ষ কোটি টাকাই আগে কেনা প্রকল্পগুলির মেয়াদ শেষের পর গ্রাহকদের মিটিয়ে দেওয়া হয়েছে। সেই অঙ্ক বাদ দিয়ে নিট আদায় ২৮ হাজার ৫৪৯ কোটি টাকা। এই মোট এবং নিট আদায়, দু’টি ক্ষেত্রেই সর্বভারতীয় স্তরে শীর্ষে বাংলা।

তবে অঙ্কের হিসেবে অবশ্য দ্বিতীয় স্থানে রয়েছে যোগী আদিত্যনাথের উত্তরপ্রদেশ। সেখানে মোট আদায় প্রায় ৯৫ হাজার ১৮৯ কোটি টাকা এবং নিট আদায় ১৮ হাজার ৩৯৭ কোটি টাকা। তবে নিট আদায়ের নিরিখে দ্বিতীয় স্থান ধরে রেখেছে মহারাষ্ট্র (Maharashtra)। অঙ্কটা ২২ হাজার ৫৬৭ কোটি টাকা। ২০২০-২১ অর্থবর্ষে বাংলায় ডাকঘর সঞ্চয় প্রকল্পগুলি থেকে প্রায় ১ লক্ষ ১০ হাজার কোটি টাকা আদায় হয়েছিল বলে ডাকঘর সূত্রে খবর। তার আগের তিন বছরে সেই অঙ্ক ছিল যথাক্রমে ১ লক্ষ ৪ হাজার, ৮৩ হাজার এবং ৭৭ হাজার ৭০০ কোটি টাকা।

 

 

Related articles

দায় বেসরকারিকরণ নীতির! মোদিরাজে পাঁচ বছরে চাকরি হারিয়েছেন লক্ষাধিক কর্মী

মোদি সরকারের আমলে বিগত পাঁচ বছরে চাকরি হারিয়েছেন লক্ষাধিক সরকারি কর্মী। সম্প্রতি লোকসভায় এমনই চাঞ্চল্যকর তথ্য দিল কেন্দ্র।...

পুজোর আগে প্রায় দ্বিগুণ দুধ উৎপাদনে বাংলার ডেয়ারি 

কলকাতা এবং সংলগ্ন জেলাগুলিতে প্যাকেটজাত দুধের জোগান বাড়াতে রাজ্য সরকারি ব্র্যান্ড বাংলার ডেয়ারি বড় পদক্ষেপ নিতে চলেছে। পুজোর...

পিছনে দৌড়! স্নাতক স্তরে বৈদিক গণিত আনার চেষ্টা UGC-র

গোটা বিশ্ব গণিতের ক্ষেত্রে যেখানে নতুন উদ্ভাবনী ধারণা নিয়ে আসছে, সেখানে ভারতের শিক্ষা ক্ষেত্রে পিছন দিকে হাঁটা শুরু...

হালিশহর ও কাঁচরাপাড়া পেল স্বচ্ছ ভারত মিশনের ‘ওডিএফ প্লাস’ সার্টিফিকেট 

বারাকপুর শিল্পাঞ্চলের প্রান্তিক দুই শহর হালিশহর ও কাঁচরাপাড়া এবার স্বচ্ছ ভারত মিশনের ‘ওপেন ডিফেকেশন ফ্রি প্লাস’ (ওডিএফ প্লাস)...
Exit mobile version