বিদেশ থেকে কলকাতা ফিরেছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন। শনিবার সন্ধ্যাতে কলকাতা বিমানবন্দরে নামেন তিনি।
শারীরিক পরীক্ষা-নিরীক্ষা করাতেই তিনি দেশে ফিরেছেন বলেও জানান অমর্ত্য সেন।
তবে শারীরিকভাবে কিছুটা ভেঙে পড়লেও বর্তমান পরিস্থিতিতে নোবেলজয়ী অর্থনীতিবিদের বার্তা শুনতে উন্মুখ রাজনৈতিক মহল থেকে ওয়াকিবহাল মহল। বিশেষত, যখন ফের দেশে মাথাচাড়া দিয়ে উঠেছে কোভিড, রাজ্যের আসন্ন পঞ্চায়েত নির্বাচনও আসন্ন। তাই এদিন নোবেলজয়ী অর্থনীতিবিদ বিমানবন্দরে নামতেই বর্তমান রাজ্য-রাজনৈতিক পরিস্থিতি এবং আসন্ন পঞ্চায়েত নির্বাচন নিয়ে তাঁর বার্তা জানতে যান সাংবাদিকরা। যদিও কোনও বার্তা মেলেনি।