উদ্বেগেজনক তথ্য, মধ্যপ্রদেশে এক বছরে ৩৪ বাঘের মৃ*ত্যু !

আসলে খাবার, সঙ্গী, ভালো জায়গার খোঁজে জায়গা পরিবর্তন বাঘের অন্যতম স্বভাব

দেশের টাইগার স্টেট বলে পরিচিত মধ্যপ্রদেশ। আর সেই রাজ্যেই উঠে এল উদ্বেগের তথ্য।কারণ, ২০২২ সালে সে রাজ্যে ৩৪টি বাঘের প্রাণ গিয়েছে। তার পরেই রয়েছে কর্নাটক। সেখানে ১৫টি বাঘের প্রাণ গিয়েছে। দেশের বাঘ গণনায় এই পরিসংখ্যান উঠে এসেছে। ২০২৩ সালের শেষ দিকে এই পরিসংখ্যান প্রকাশ করা হবে বলে জানিয়েছে বন মন্ত্রক।

আসলে খাবার, সঙ্গী, ভালো জায়গার খোঁজে জায়গা পরিবর্তন বাঘের অন্যতম স্বভাব। প্রসঙ্গত, বাঘ সংরক্ষণের জন্য রাজ্য সরকার ২৮, ৩০৬.৭০ লাখ টাকা খরচ করেছে ২০১৮-১৯ সালে। ২০২১-২২ এই বরাদ্দ অর্থের পরিমাণ ১২,৮৮২,৮২ লাখ টাকা। এদিকে ন্যাশানাল টাইগার কনসার্ভেশন অথরিটির পরিসংখ্যান অনুসারে ২০১২ সাল থেকে ২০২০ সাল পর্যন্ত ২০২টি বাঘের মৃত্যু হয়েছে। গত বছরে জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত ৩৪টি বাঘের মৃত্যু হয়েছে মধ্যপ্রদেশে।

Previous articleসফল নেতৃত্ব, অধিনায়ক হিসাবে সাফল্যের পিছনে নেহরারকে কৃতিত্ব দিলেন হার্দিক
Next articleবেহালা পশ্চিমে ‘দিদির সুরক্ষা কবচ’ সামলাবে ‘যৌথ নেতৃত্ব’, জানাল তৃণমূল