Sunday, May 4, 2025

বাংলায় বন্দে ভারতে(Bande Bharat Express) কোনও পাথর বা ইট ছোঁড়া হয়নি। সোমবার রেলের(Indian Rail) তরফে স্পষ্ট করে একথা জানিয়ে দেওয়া হল। তারপরও একটি সংবাদমাধ্যমে এদিন বর্ধমান ঢোকার আগে আপ হাওড়া-এনজেপি বন্দে ভারত এক্সপ্রেসে পাথর ছোঁড়া হয়েছে বলে প্রচার করা হয়। যদিও পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক একলব্য চক্রবর্তী সাফ জানিয়ে দেন ‘এদিন আপ বন্দে ভারত এক্সপ্রেসে এমন কোনও ঘটনাই ঘটেনি।’

সোমবার সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক একলব্য চক্রবর্তী বলেন ‘আমি দায়িত্ব নিয়ে বলছি সোমবার শুধু বর্ধমান ঢোকার আগেই নয়, আপ বন্দে ভারত এক্সপ্রেসের যাত্রা পথের কোথাও পাথর ছোঁড়ার ঘটনা ঘটেনি। এদিন স্বাভাবিক সময়েই ট্রেনটি চলছে।’ রেলের তরফে স্পষ্টভাবে এই বিবৃতি দেওয়ার পরও পরিকল্পিতভাবে প্রচার চালানো হচ্ছে বর্ধমান ঢোকার আগে চলন্ত বন্দে ভারত এক্সপ্রেসে পাথর ছোঁড়া হয়। এর নেপথ্যে বিজেপির চক্রান্ত রয়েছে বলে অভিযোগ উঠেছে। এই ঘটনায় সমবায়মন্ত্রী অরূপ রায় অভিযোগ জানিয়ে বলেছেন, ‘বিজেপি বাংলাকে হেয় করার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে এটা রটাচ্ছে। যদিও রেলের তরফে স্পষ্টই জানিয়ে দেওয়া হয়েছে বাংলায় বন্দে ভারতে কোনও পাথর ছোঁড়া হয়নি। এই থেকেই বোঝা যাচ্ছে পুরোটাই চক্রান্ত করে করা হচ্ছে।’

শুধু তাই নয় রবিবার রাতে হাওড়াগামী বন্দে ভারত এক্সপ্রেস বারসই স্টেশন ছাড়তেই সি-১১ বগিতে পাথর ছোঁড়া হয়েছিল বলে যা প্রচার করা হয়েছিল সেটিও যথাযথ কিনা খতিয়ে দেখছে রেল কর্তৃপক্ষ। ওই বগির জানলার কাচের দাগ ও স্ক্র্যাশ্চ আদৌ পাথর ছোঁড়ার জন্য হয়েছে কিনা তা খতিয়ে দেখছে রেল কর্তৃপক্ষ। প্রাথমিকভাবে এটি পাথর ছোঁড়ার জন্য হয়নি বলেই মনে করছে রেল। তবে এই ব্যাপারে আরও নিশ্চিত হতে প্রয়োজনে ফরেনসিক পরীক্ষা করানো হবে। এক্ষেত্রেও পাথর ছোঁড়ার বিষয়টি পরিকল্পিতভাবে ছড়ানো হয়ে থাকতে পারে। উত্তর-পূর্ব ফ্রণ্টিয়ার রেল ডিভিশনের সঙ্গে পূর্ব রেলের আধিকারিকরা কথাবার্তা বলে পুরো বিষয়টি ঠিক কি ঘটেছে তা জানার চেষ্টা করছে। এই ব্যাপারে বিহারের পুলিশ প্রশাসনের সঙ্গেও যোগাযোগ করছেন আরপিএফ অফিসারেরা। ঘটনার তদন্তে বিহার প্রশাসনেয়ও সহযোগিতা চাওয়া হয়েছে। তবে পাথর বা ইট ছোঁড়া না হলেও কেন বারবার এই ধরনের অভিযোগ সামনে আসছে তা গুরুত্ব দিয়ে খতিয়ে দেখছে রেল দফতর। এর নেপথ্যে কি চক্রান্ত রয়েছে তাও তদন্ত করে দেখা হচ্ছে।

Related articles

মোদির অচ্ছে দিন! মানবাধিকারের প্রশ্নে রাষ্ট্রসঙ্ঘে মুখ পুড়ছে ভারতের

মোদির(Narendra Modi) আচ্ছে দিনে বিশ্বমঞ্চে চরম লজ্জার সম্মুখীন ভারত(India)। স্বাধীনতার পর এই প্রথমবার ভারতের আন্তর্জাতিক মান পতনের মুখে...

সাসপেন্ড সামসেরগঞ্জ থানার অপসারিত ওসি-সহ ২ পুলিশ আধিকারিক

মুর্শিদাবাদের ওয়াকফ বিরোধী (Protest against WAQF ammendment act) অশান্তির সময়ে সামসেরগঞ্জ থানার তৎকালীন ওসি শিবপ্রসাদ ঘোষ (Shiboprasad Ghosh)...

জেল থেকে সেনার তথ্য পাকিস্তানে পাচার! পঞ্জাবে গ্রেফতার ২ চর

ভারতীয় সেনার গোয়েন্দা ব্যর্থতা পহেলগাম হামলায় (Pahalgan attack) যেভাবে প্রকাশ্যে এসেছে তাতে নিরাপত্তা নিয়ে কার্যত রাতের ঘুম উড়েছে...

কোটায় নিটের আগেই আত্মঘাতী মেডিক্যাল পরীক্ষার্থী, ভাড়াবাড়িতে উদ্ধার ঝুলন্ত দেহ!

ডাক্তারির প্রবেশিকা পরীক্ষার (National Eligibility cum Entrance Test) আগের রাতে গেরুয়া রাজ্যে উদ্ধার ছাত্রীর ঝুলন্ত দেহ। রাজস্থানের কোটা...
Exit mobile version