আচমকাই বিকট শব্দে কেঁপে উঠল কামারহাটি। মঙ্গলবার বেলা ১১টা নাগাদ পানিহাটি পুরসভার ৭ নম্বর ওয়ার্ডে একটি গ্যাস ফিলিংয়ের দোকানে এই ঘটনা ঘটেছে।বিস্ফোরণের জেরে আহত হয়েছে ২ জন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেতেই ঘটনাস্থলে পৌঁছেছে দমকল। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে কামারহাটি থানার পুলিশ।
আরও পড়ুন:শ্রীলঙ্কার বিরুদ্ধে ম্যাচে নামার আগে একাধিক রেকর্ডের সামনে দাঁড়িয়ে বিরাট
মঙ্গলবার বেলা ১১টায় আচমকাই কামারহাটিতে বিকট আওয়াজ শুনতে পান স্থানীয়রা। প্রাথমিকভাবে পুলিশের অনুমান,, গ্যাস ফিলিংয়ের সময়ই বিস্ফোরণের ঘটনা ঘটেছে। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় খড়দা এবং কামারহাটি থানার পুলিশ। ঘটনায় আহতদের সাগর দত্ত মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।কী ভাবে বিস্ফোরণ হল তা জানতে স্থানীয়দের সঙ্গে কথা বলছে তারা। আহতদের সঙ্গেও কথা বলার চেষ্টা করছে তারা।
