মরণোত্তর দেহদানের অঙ্গীকার করলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। স্বেচ্ছাসেবী সংস্থা গণদর্পণ এর একটি অনুষ্ঠানে এসে মরণোত্তর দেহদানের অঙ্গীকার করেন বিচারপতি। ১৮৩৬ সালে ১০ জানুয়ারি ভারতে প্রথম শব ব্যবচ্ছেদ করেছিলেন পন্ডিত মধুসূদন গুপ্ত। ওই দিনটিকে স্মরেণে রেখে গণদর্পণের সম্পাদকের লেখা একটি বই প্রকাশিত হয়। ওই অনুষ্ঠানে উপস্থিত থেকে বইপ্রকাশের পাশাপাশি মরণোত্তর দেহদানের অঙ্গীকারও করেন বিচারপতি গঙ্গোপাধ্যায়।
প্রসঙ্গত, গণদর্পণ ১৯৮৬ সাল থেকে মরণোত্তর দেহদান আন্দোলনের সঙ্গে যুক্ত। প্রতিবছর ‘চিকিৎসা বিজ্ঞান দিবস’ হিসাবে ১০ জানুয়ারি দিনটিকে পালন করে থাকে তারা।