Thursday, August 21, 2025

বিদেশ থেকে টাকা পাঠানোর খরচে কাটছাঁট! বড় সিদ্ধান্ত জি ২০-এর আর্থিক বিষয়ক কমিটির

Date:

Share post:

এক দেশ থেকে অন্য দেশে টাকা পাঠানোর খরচ কমানোর প্রতিশ্রুতি রক্ষায় জি ২০-এর (G 20) সদস্য দেশগুলি পুনরায় অঙ্গীকারবদ্ধ হয়েছে। বর্তমানে এই হার গড়ে ৬ শতাংশের মতো। তবে আগামী দিনে তা ৩ শতাংশে নামিয়ে আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বুধবার কলকাতায় ৩ দিনের জি ২০-এর প্রথম গ্লোবাল পার্টনারশিপ ফর ফিনান্সিয়াল ইনক্লুসান (Global Partnership For Financial Inclusion) বৈঠকের শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে একথাই জানালেন কেন্দ্রীয় অর্থমন্ত্রকের উপদেষ্টা চঞ্চল চাঁদ সরকার (Chanchal Chand Sarkar)।

এদিন কেন্দ্রীয় অর্থমন্ত্রকের উপদেষ্টা বলেন, এক দেশ থেকে অন্য দেশে টাকা পাঠানোর খরচ বা রেমিটেন্স ফি (Remittance Fee) কমানো জি ২০ বৈঠকের অন্যতম আলোচ্য বিষয়। এ ব্যাপারে আগেই সদস্য দেশগুলি প্রতিশ্রুতিবদ্ধ হয়েছে। আর সেই লক্ষ্যে এখনও পর্যন্ত কতটা এগোনো গিয়েছে তা এবারের বৈঠকে তা পর্যালোচনা করে দেখা হয়।

পাশাপাশি ব্যাঙ্কিং (Banking), বিমা (Insurance) সহ আর্থিক ক্ষেত্রে সুযোগসুবিধা সমাজের প্রান্তিকতম মানুষের কাছে কীভাবে পৌঁছে দেওয়া যায় সেদিকে কড়া নজর রাখা হচ্ছে। এছাড়াও ডিজিট্যাল অর্থনৈতিক পরিকাঠামোকে মজবুত করা, ক্ষুদ্র এবং মাঝারি শিল্পের মূলধন বাড়ানোর মতো গুরুত্বপূর্ণ বিষয়েও তিন দিনের বৈঠকে আলোচনা হয়েছে বলে জানান চঞ্চল চাঁদ সরকার।

এদিনের সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন পিআইবি-এর পূর্বাঞ্চলীয় মহা নির্দেশক ভূপেন্দ্র কান্থলা। জি-টোয়েন্টির বৈঠকের শেষ লগ্নে আগত ভিনদেশী অতিথিদের রাজ্য পর্যটন দফতরের উদ্যোগে ভিক্টোরিয়া মেমোরিয়াল চত্বরে কলকাতার মুখরোচক স্ট্রিট ফুড চেখে দেখানোর ব্যবস্থা করা হয়। ভিক্টোরিয়া মেমোরিয়াল (Victoria Memorial) হলের পাশের জমিতে স্ট্রিট ফুডের মোট ২০টি স্টল দেওয়া হয়।

 

 

spot_img

Related articles

‘নোরা ফাতেহি’ হতে হবে! স্ত্রীকে জোর করে শরীরচর্চা করিয়ে গর্ভপাত শিক্ষকের

যোগীরাজ্যে স্কুলশিক্ষকের ফ্যান্টাসির চূড়ান্ত নমুনা! স্ত্রীকে হতে হবে রোগা ছিপছিপে চেহারার। আর সেই চেহারা বানাতে গিয়েই স্বামীর নির্মম...

গান-কবিতায় সংসদে সরব তৃণমূল! বয়কট রাজ্যসভার চা-চক্র

বৃহস্পতিবার অধিবেশনের শেষ দিনে সংসদ উত্তাল হল বাংলা গান, কবিতা, বিক্ষোভ, প্রতিবাদে। সংসদের অন্দরে যেমন কালাকানুন, এসআইআর, ভাষাসন্ত্রাসের...

নওশাদ-সহ আইএসএফ সমর্থকদের জামিন দিল ব্যাঙ্কশাল আদালত

ধর্মতলার কর্মসূচির নামে অশান্তি পাকানোর চেষ্টা। বুধবার গ্রেফতার করা হয় ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকিকে (Naushad Siddiqui)। বৃহস্পতিবার নওশাদ-সহ...

নোবেল খুঁজতে ব্যর্থ CBI, রাজ্য পুলিশ উদ্ধার করল বুলার পদ্মশ্রী: পুলিশও পদক পাক চান সাঁতারু

হুগলির হিন্দমোটরে সাঁতারু বুলা চৌধুরীর বাড়ি থেকে চুরি যাওয়া পদক অবশেষে উদ্ধার করল রাজ্য পুলিশ। এর মধ্যে রয়েছে...