Wednesday, August 27, 2025

‘দিদির সুরক্ষা কবচ’ কর্মসূচি  নিয়ে হুগলিতে জনসংযোগ শুরু দলীয় নেতা কর্মীদের

Date:

Share post:

সিঙ্গুর বিধানসভার অন্তর্গত বাগডাঙা ছিনামোড় অঞ্চলের নান্দা সন্ন্যাসীঘাটা কালিতলার মন্দিরে প্রণাম করে ‘দিদির সুরক্ষা কবচ’ কর্মসূচি শুরু করলেন রাজ্যের কৃষিজ বিপণন ও পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দফতরের মন্ত্রী বেচারাম মান্না।বুধবার সকালে তিনি প্রথমে মন্দিরে পুজো দেন। তারপর মন্দিরের পাশে একটি চায়ের দোকানে দলীয় কর্মীদের নিয়ে জনসংযোগের পাশাপাশি সাধারণ মানুষের অভাব অভিযোগ শোনেনে মন্ত্রী।

একই সঙ্গে এদিন হরিপাল বিধানসভার বিধায়ক ডাঃ করবী মান্নার নেতৃত্বে হরিপাল আশুতোষ অঞ্চলের রঘুবাটি কালিতলা থেকে  পতাকা উত্তোলন করে ‘দিদির সুরক্ষা কবচ’ কর্মসূচি শুরু হয়।এরপর রঘুবাটী ও শান্তিপুরের মানুষের সাথে জনসংযোগ সারেন বিধায়ক।একই ভাবে আরামবাগে ‘দিদির সুরক্ষা কবচ’ কর্মসূচি শুরু করলেন হুগলি জেলা পরিষদের সভাধিপতি শেখ মেহবুব রহমান।এদিন আরান্ডি ২ নম্বর গ্রামপঞ্চায়েত এলাকার স্থানীয় মন্দিরে পুজো দিয়ে এই কর্মসূচির শুরু করেন।এরপর আরান্ডি ২ নম্বর গ্রামপঞ্চায়েত এলাকার সাধারণ মানুষের বাড়ি বাড়ি গিয়ে জনসংযোগ সারেন শেখ মেহবুব রহমান। স্থানীয় সাস্থ্যকেন্দ্রে গিয়েও জনসংযোগের মাধ্যমে ‘দিদির সুরক্ষা কবচ’ কর্মসূচি পালন করেন হুগলি জেলাপরিষদের সভাধিপতি শেখ মেহবুব রহমান।

এদিন উত্তরপাড়া বিধানসভা এলাকায় ‘দিদির সুরক্ষা কবচ’ কর্মসূচি শুরু করেন হুগলি জেলা শ্রীরামপুর সাংগঠনিক জেলার সভাপতি অরিন্দম গুইন।এদিন কোন্নগরের নবগ্রামের দলীয় কার্যালয়ের সামনে মন্দিরে পুজো দিয়ে এই কর্মসূচি শুরু হয়।এরপর নবগ্রাম অঞ্চল সভাপতি অপূর্ব মজুমদার ও ব্লক সভাপতি নিখিল চক্রবর্তী ও দলীয় কর্মীদের সাথে নিয়ে নবগ্রাম পঞ্চায়েত এলাকার সাধারণ মানুষের বাড়ি বাড়ি গিয়ে জনসংযোগ সারেন তিনি।

পুরশুরা বিধানসভা এলাকায় দিদির সুরক্ষা কবচ কর্মসূচি পালন করলেন আরামবাগ সাংগঠনিক জেলার সভাপতি রামেন্দু সিংহ রায়।এদিন পুরশুরা 1 নম্বর গ্রামপঞ্চায়েত এলাকার স্থানীয় মন্দিরে পুজো দিয়ে এদিনের কর্মসূচি শুরু হয়।এরপর দলীয় কর্মীদের নিয়ে পুরশুরা 1 নম্বর গ্রামপঞ্চায়েত এলাকার সাধারণ মানুষের বাড়ি বাড়ি গিয়ে জনসংযোগ সারেন রামেন্দু সিংহ রায়।এরপর বিডিও অফিসে গিয়ে তদারকি করা হয়।এরপর দলীয় কর্মীর বাড়িতে মধ্যেনোভোজ সেরে আবার সাধারণ মানুষের বাড়ি বাড়ি গিয়ে মানুষের সাথে কথা বলে দিদির সুরক্ষা কবচ কর্মসূচি পালন করেন রামেন্দু সিংহ রায়।

এরই পাশাপাশি, বলাগড় বিধানসভা কেন্দ্রে ‘দিদির সুরক্ষা কবচ’ কর্মসূচি পালন করলেন বিধায়ক মনোরঞ্জন ব্যাপারী।এদিন ডুমুরদহ নিত্যানন্দপুর ১ নম্বর গ্রামপঞ্চায়েত এলাকার স্থানীয় মন্দিরে পুজো দিয়ে কর্মসূচি শুরু হয়।এরপর বিধায়ক দলীয় কর্মীদের নিয়ে সাধারণ মানুষের বাড়ি বাড়ি গিয়ে মানুষের অভাব অভিযোগ শোনেন।এরপর দলীয় কর্মীর বাড়িতে মধ্যাহ্নভোজ সেরে ফের সাধারণ মানুষের বাড়ি বাড়ি গিয়ে জনসংযোগ সারেন বলাগড়ের বিধায়ক মনোরঞ্জন ব্যাপারী।

spot_img

Related articles

নথিভুক্ত অথচ নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে তলব করল কমিশন 

নির্বাচন কমিশনের নির্দেশে ফের সক্রিয় হল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। নথিভুক্ত হলেও কার্যত নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে...

সুখবর! পুজোর আগে পার্ট টাইম কর্মীদের বেতন বাড়াল রাজ্য 

পুজোর আগে রাজ্যের আংশিক সময়ের কর্মীদের জন্য বড় সুখবর দিল নবান্ন। বিভিন্ন দফতর ও সরকার অধীনস্থ সংস্থায় কর্মরত...

অভিষেককে প্রাণনাশের হুমকি! হরিয়ানার আম্বালা থেকে গ্রেফতার মুর্শিদাবাদের যুবক

তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে প্রাণে মারার হুমকি দিয়ে গ্রেফতার হলেন এক যুবক। হরিয়ানার আম্বালা থেকে...

নিউ টাউনে নাবালিকা ধর্ষণ – খুন! অভিযুক্তকে আমৃত্যু কারাদণ্ডের নির্দেশ আদালতের 

নিউ টাউনের নাবালিকা ধর্ষণ ও খুনের ঘটনায় দোষী সাব্যস্ত টোটো চালক সৌমিত্র রায়কে আমৃত্যু যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিল...