আসানসোলে জমজমাট ‘প্রত্যয়ী’র চারদিনব্যাপী নাট্যোৎসব

অনুষ্ঠানের উদ্বোধনেও ছিল বরাবরের মতোই মনকাড়া অভিনবত্ব । চার কৃতি কচিকাঁচা বৈদিক , সুঅর্ঘ্য , সৌমদিত্য ও আর্যমিতার স্বপ্নময় কৈশোরের অপরূপ আলোয় উদ্বোধিত হলো প্রত্যয়ীর ‘ ডায়লগ ফেস্টিভ্যাল’।

মুখবন্ধে ছিল দেবযানী দত্ত ও উৎপল সিনহার কণ্ঠে নাটকের গান । মঞ্চ উৎসর্গ করা হয়েছিলো সম্প্রতি প্রয়াত নাট্যব্যক্তিত্ব প্রদীপ সেনগুপ্ত ও সঙ্গীত শিল্পী অভিনন্দা বন্দ্যোপাধ্যায়ের নামে ।

à§« , ৬,à§­,ও à§® জানুয়ারির নাট্যসন্ধ্যাগুলির অন্যতম আকর্ষণ ছিল রবীন্দ্র নৃত্যনাট্য ‘ শ্যামা ‘ । প্রত্যয়ীর নিজস্ব প্রযোজনা শ্যামার সফল ও সার্থক মঞ্চায়ণ দর্শকবৃন্দের তুমুল প্রশংসা অর্জন করে ।

হালিশহর ইউনিটি মালঞ্চের নাটক ‘ স্বপ্নের এক ফেরিওয়ালা ‘ , চিত্তরঞ্জন নাট্যরূপার ‘ নিষাদ ‘ এবং দোমহানী বাজার নাট্যসেনার প্রযোজনা ‘ সামনে এসো ‘ সাফল্যের সঙ্গে পরিবেশিত হয় প্রথম সন্ধ্যায় ।
দ্বিতীয় সন্ধ্যায় পরিবেশিত হয় বারাসাত কাল্পিক প্রযোজিত নাটক ‘ আমার ডাকঘর ‘ ।

সংলাপ নির্ভরতা অতিক্রম করা গভীর মননের এই নাটকটি নাট্যোৎসবের অন্যতম সেরা । এর পরেই মঞ্চস্থ হয় প্রত্যয়ীর অসাধারণ প্রযোজনা ‘ দ্য পারফেক্ট মার্ডার ‘ । উৎপল দত্তের ‘ মেঘ ‘ নাটক অবলম্বনে উদয়ন চট্টোপাধ্যায় রচিত এই নাটকে অসামান্য অভিনয় করেন রাণা শর্মা , দীপঙ্কর সরকার , কল্লোল চন্দ , পায়েল শর্মা , পলি চট্টোপাধ্যায় , বিজয় ভট্টাচার্য, নাট্যকার উদয়ন এবং এই নাটকের নির্দেশক অর্ঘ্য চক্রবর্তী ।

এই সন্ধ্যার শেষ নাটক ছিল আসানসোল কথাভাষ্যের প্রযোজনা ‘ আত্মপক্ষ ‘ ।
তৃতীয় দিন অভিনীত হয় সতীর্থ শিল্পী সংসদের নাটক ‘ বয়স যখন ১২০ ‘ । এই সন্ধ্যায় শিল্পাঞ্চলের দুই গুণী সঙ্গীত শিল্পী মন্দিরা চট্টোপাধ্যায় ও পার্থ চক্রবর্তীকে সম্বর্ধনা জ্ঞাপন করা হয় । পরে মঞ্চস্থ হয় প্রত্যয়ীর অসামান্য নিবেদন ‘ শ্যামা ‘।

ডায়লগ ফেস্টিভ্যালের সমাপনী সন্ধ্যায় অভিনীত হয় রুদ্র প্রসাদ চক্রবর্তীর নির্দেশনায় আসানসোল চর্যাপদের অসাধারণ প্রযোজনা ‘ আমি শুধু ফোন করতে এসেছিলাম ‘ ।

অভিনীত হয় ফেস্টিভ্যালের অন্যতম সেরা আরেকটি নাটক অরিন্দম সেনগুপ্তের রচনা ‘ দহনকাল ‘। উত্তরপাড়া উত্তরায়ণের এই নাটকটি দর্শকদের মন জয় করেছে ।
উৎসবের শেষ নাটকটি অভিনয় করেন ‘ বিকল্প ‘ রূপনারায়ণপুরের শিল্পীবৃন্দ । নাটক : মাভৈঃ মাঝি তোরেই খুঁজি ।

চারদিনব্যাপী এই নাট্যোৎসব সাফল্যের সঙ্গে সম্পন্ন হওয়ার জন্য দর্শকবৃন্দকে অকুণ্ঠ ধন্যবাদ জানান প্রত্যয়ীর দুই শীর্ষকর্তা অর্ণব মুখোপাধ্যায় ও সুমিত মুখোপাধ্যায় ।

আরও পড়ুন- ‘দিদির সুরক্ষা কবচ’ এর আওতায় সবাইকে নিয়ে আসতে হবে, পাঁশকুড়ায় মন্তব্য কুণালের