Friday, November 14, 2025

স্বামীজির ১৬১-তম জন্মদিনে টুইট করে শ্রদ্ধা নিবেদন মমতা-অভিষেকের

Date:

স্বামী বিবেকানন্দের জন্মদিনে (Swami Vivekananda Birth Anniversary) রাজ্যজুড়ে নানা অনুষ্ঠানের আয়োজন। বৃহস্পতিবার স্বামীজির জন্মদিনে টুইট (Tweet) করে শ্রদ্ধা নিবেদন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) এবং তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন লেখেন, ‘আমি স্বপ্নদর্শী আধ্যাত্মিক নেতা স্বামী বিবেকানন্দের জন্মবার্ষিকীতে আমার বিনম্র শ্রদ্ধা নিবেদন করছি। তাঁর শিক্ষা প্রজন্মকে অনুপ্রাণিত করেছে মানবজাতির সেবা ও ভক্তির পথে চলতে। তাঁর দেখানো আলো যেন আমাদের সকলকে আধ্যাত্মিক মুক্তির পথ দেখায়। ’

স্বামীজির ১৬১ তম জন্মদিনে টুইট করেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। তিনি লেখেন, ‘আমি স্বামী বিবেকানন্দের জন্মবার্ষিকীতে শ্রদ্ধায় মাথা নত করছি। একজন সন্ন্যাসী যিনি আমাদের মধ্যে ঐক্য ও মানবতার মূল্যবোধ প্রতিষ্ঠার জন্য সংকীর্ণ সীমানা অতিক্রম করেছিলেন। তাঁর শিক্ষা আমাকে প্রতিদিন উঠতে, জাগ্রত হতে এবং আমার লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত না থামার নির্দেশ করে।’

যুবদিবস উপলক্ষে সকাল থেকেই জায়গায় জায়গায় বর্ণাঢ্য শোভাযাত্রা দেখা যায়। বিভিন্ন স্কুলের পড়ুয়া অংশ নেন সেই শোভাযাত্রায়। বেলুড়মঠে (Belur Math) সকাল থেকেই স্বামী বিবেকানন্দের ঘরে বিশেষ পুজো, মন্ত্রসঙ্গীতের অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিবেকানন্দের (Swami Vivekananda) জীবনবাণী স্মরণ করে একাধিক জায়গায় স্বামীজির ছবিতে মাল্যদানের ব্যবস্থাও করা হয়েছে। উত্তর কলকাতার সিমলা স্ট্রিটে (Simla Street) স্বামীজির বাড়িতে (Ancestral House of Swami Vivekananda)গিয়ে শ্রদ্ধা জানান তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। সেখানে তিনি বলেন, আজ রাজনীতির কারণে আসিনি। বীর সন্ন্যাসী, তরুণ প্রজন্মের আদর্শ। আমি স্বামীজির দেখানো পথের পথিক, ভক্ত। সেই হিসেবেই শ্রদ্ধা জানাতে এসেছি। স্বামীজির জন্মদিনেও রাজনীতি থেকে দূরে সরে থাকতে পারল না ভারতীয় জনতা পার্টি (BJP)। ওয়াকিবহুল মহলের একাংশ মনে করছেন, ফ্লেক্স লাগানো থেকে শুরু করে বিবেকানন্দের জন্মদিনের অনুষ্ঠান পালন, সবেতেই রাজনৈতিক শত্রুতাই প্রাধান্য পেল বিজেপি নেতৃত্বের নানা মন্তব্যের মাধ্যমে।

Related articles

সরকারি হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানি! গ্রেফতার RG Kar আন্দোলনের ‘বিপ্লবী’ ডাক্তার

উত্তর ২৪ পরগনা জেলার বারাসাতে সরকারি হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানির অভিযোগে। ঘটনায় গ্রেফতার বারাসাত মেডিকেল কলেজ ও হাসপাতালের...

আন্দুল রোডে বিধ্বংসী অগ্নিকাণ্ড! ভস্মীভূত দুই স্পঞ্জ কারখানা 

রাতের হাওড়ায় ভয়াবহ আগুনে কার্যত ছারখার হয়ে গেল আন্দুল রোডের পাশে হাঁসখালি পোল এলাকার দুটি স্পঞ্জ তৈরির কারখানা।...

সোনারপুরে শুরু হচ্ছে প্রবীণদের জন্য বিনামূল্যে নিউমোনিয়া ও ফ্লু টিকাকরণ কর্মসূচি

শীতের আগমনের সঙ্গে সঙ্গেই নিউমোনিয়ার সংক্রমণ বাড়ছে রাজ্যজুড়ে। বিশেষ করে প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে এই রোগ অনেক সময় প্রাণঘাতী...

প্রকাশিত হল আইসিএসই এবং আইএসসি পরীক্ষার সময়সূচি

প্রকাশিত হল আগামী বছরের দশম এবং দ্বাদশ শ্রেণির আইসিএসই এবং আইএসসি পরীক্ষার সময়সূচি। কাউন্সিলের তরফে এদিন বিজ্ঞপ্তি জারি...
Exit mobile version