Monday, January 12, 2026

বাস্তবের চরিত্ররাই উঠে আসে লেখায়: ‘গল্পের জন্মকথা’-য় জানালেন বিশিষ্ট সাহিত্যিকরা

Date:

Share post:

‘একটি গল্পের জন্মকথা।’ বাংলা অ্যাকাডেমিতে আলোচনা। শেখর বসুর সঞ্চালনায় অনুষ্ঠানে গল্প তৈরির নেপথ্য কাহিনীর কথা জানালেন জয়ন্ত দে, কুণাল ঘোষ, বিশ্বদীপ দে, গৌর বৈরাগী, শুভময় সরকার প্রমুখ বিশিষ্ট ব্যক্তিত্ব।ছিলেন সাম্প্রতিক সময়ের সেরা লেখক প্রচেত গুপ্ত।

সাহিত্যিক জয়ন্ত দে জানান, তাঁর গল্পের চরিত্রগুলোর সঙ্গে বাস্তবের চরিত্রের অনেক সময় মিল পাওয়া যায়।জীবনের নান টানা পোড়েনের ওঠাপড়া অনেক সময়েই গল্পের জন্ম দেয়।আবার অনেক সময় গল্পের চরিত্র নিজের মতো করে গড়ে ওঠে।

সাংবাদিক তথা সাহিত্যিক কুণাল ঘোষ বলেন, খবর করতে গিয়ে খবরের স্বার্থে অনেক কিছু লেখা যায় আবার অনেক কথা, কিছু কিছু জায়গা, কিছু কিছু চরিত্র মনের মধ্যে দাগ কেটে যায়। পরে মনে হয় ওটা যদি এমন হতো তাহলে বোধ হয় ভালো হতো। কুণাল বলেন, প্রচেত গুপ্তর মতো গল্পকাররা গল্পকে তৈরি করে নেন। কিন্তু আমার মধ্যে এখনো পর্যন্ত সেই ক্ষমতা আসেনি। আমার চারপাশে যেগুলো আছে সেখান থেকে আমি গল্প তৈরি করে নেওয়ার চেষ্টা করি।এ প্রসঙ্গে তিনি উল্লেখ করেন, আনন্দ পাবলিশার্স থেকে প্রকাশিত তার উপন্যাস রানি সাহেবা বইটির কথা।

তিনি বলেন, যে দুটি নারী চরিত্র আছে উপন্যাসে সেগুলো কিন্তু আমার নিজের তৈরি করা কোনও চরিত্র নয়। ইতিহাসের পাতা থেকে উঠে আসা দুটি চরিত্রকে আমি মেলানোর চেষ্টা করেছি মাত্র। কুণালের স্বগোক্তি, আমার বন্দিদশাই বলুন আর সাংবাদিকতাই বলুন। সেখান থেকেই এই চরিত্রগুলো আমার লেখার মধ্যে জায়গা পেয়েছে।

লেখক বিশ্বদীপ দে বলেন, আমি যেগুলো বিশ্বাস করি যেটা দেখি সেটাই আমার চরিত্রের মধ্যে প্রকাশ করার চেষ্টা করি। এ প্রসঙ্গে তিনি হারিয়ে যাওয়া মামাবাড়ির কথা উল্লেখ করেন। যা তাঁর অনেক লেখাতেই জায়গা করে নিয়েছে বলে জানান তিনি। বলেন,গল্পের জন্ম হয় আর তারপর সেই গল্পের হাত বদল হয়। লেখকের কাছ থেকে তা পাঠকের কাছে যায়।

গল্পকার গৌর বৈরাগী বলেন, চাকরি সূত্রে আমাকে অনেক জায়গায় যেতে হতো। আমার গল্পের জন্ম বাস্তব চরিত্র থেকে। শুভময় সরকার বলেন, আমার গল্পের চরিত্র দৈনন্দিন ঘটনা থেকে উঠে আসে। কিন্তু একজন গল্পকার কখনও সেফ ল্যান্ডিং চাইতে পারেন না বলে তিনি মতপ্রকাশ করেন।

spot_img

Related articles

স্বামী বিবেকানন্দের জন্মজয়ন্তীতে কাজের মধ্যেই শ্রদ্ধা: সোশ্যাল মিডিয়ায় তুলে ধরলেন মুখ্যমন্ত্রী

তিনিই বলেছিলেন গীতাপাঠের চেয়ে ফুটবল খেলা ভালো। যার অন্তর্নিহিত অর্থ কর্মই অনেক বেশি কাঙ্খিত, ধর্মের আলোচনার থেকে। আর...

ভেনেজুয়েলার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প: ট্রুথ হ্যান্ডেলে ঘোষণা করে দিলেন মার্কিন রাষ্ট্রপতি!

জোর করে দেশে ঢুকে অপহরণ করে নিয়ে গিয়েছেন দেশের রাষ্ট্রপতিকে। তার জন্য নিজের দেশের কংগ্রেসে প্রবল সমালোচিত। কংগ্রেস...

সাত সকালে আগুন: বাঘাযতীন স্টেশন লাগোয়া আগুনে সাময়িক বিপর্যস্ত ট্রেন পরিষেবা

শীতের সকালে ফের আগুন আতঙ্ক শহরের রেলস্টেশন লাগোয়া এলাকায়। শিয়ালদহ দক্ষিণ শাখার বাঘাযতীন স্টেশন লাগোয়া দোকানগুলিতে আগুন (shop...

প্রয়াত সমীর পুততুণ্ড, আন্দোলনের ‘সঙ্গী’কে হারিয়ে শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর

মধ্যরাতে প্রয়াত পিডিএস নেতা সমীর পুততুণ্ড। দীর্ঘদিন রোগে শয্যাশায়ী ছিলেন তিনি। বাম আদর্শ নিয়ে রাজনীতি করলেও সিপিআইএম-এর (CPIM)...