কিংবদন্তি বিপ্লবী চে গুয়েভারার (Che Guevara) কন্যা কিউবার (Cuba) বিশিষ্ট চিকিৎসক অ্যালেইদা গুয়েভারা (Dr. Aleida Guevara) এবং তাঁর কন্যা এস্তেফানিয়া মাচিন গুয়েভারার (Estefania Machin Guevara) কলকাতা সফরের প্রাক্কালে সারা ভারত শান্তি ও সংহতি সংস্থা (AIPSO)এবং অন্যান্য গণ সংগঠনের তরফে শুক্রবার ১৩ জানুয়ারি কলকাতার প্রেস ক্লাবে (Press Club Kolkata) একটি সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। আগামী ২০ এবং ২১ জানুয়ারি অর্থাৎ শুক্রবার- শনিবার কলকাতায় সমাজতান্ত্রিক কিউবার (Cuba) প্রতি সংহতি জানিয়ে আয়োজিত একগুচ্ছ কর্মসূচিতে তাঁরা অংশগ্রহণ করবেন। অ্যালেইদা গুয়েভারা (Dr. Aleida Guevara) এবং তাঁর কন্যা এস্তেফানিয়া মাচিন গুয়েভারার (Estefania Machin Guevara) দুদিনের কর্মসূচি সম্পর্কে এদিনের সাংবাদিক সম্মেলনে বিস্তারিত জানান সারা ভারত শান্তি ও সংহতি সংস্থার সাধারণ সম্পাদক অঞ্জন বেরা (Anjan Bera)। উপস্থিত ছিলেন অশোকনাথ বসু ,সভাপতি মণ্ডলীর সদস্য প্রবীর দেব , ছিলেন বিশিষ্ট ব্যক্তিত্ব বিনায়ক ভট্টাচার্য, শ্যামল সেনগুপ্ত, অভিনেতা নাট্য ব্যক্তিত্ব এবং সংস্থার পৃষ্ঠপোষক বিমল চক্রবর্তী (Bimal Chakraborty) , দেবদূত ঘোষ (Debdut Ghosh), কাজী কামাল নাসের সহ অন্যান্য বিশিষ্টরা।
সারা ভারত শান্তি ও সংহতি সংস্থার তরফ থেকে এই অনুষ্ঠানে সকলের উপস্থিতির আহ্বান করা হয়েছে। বিভিন্ন গণনাট্য সংগঠন, শিক্ষক সংগঠন, সামাজিক ও সাংস্কৃতিক সংস্থা, শিল্পী, সাহিত্যিক, চিকিৎসক, ক্রীড়াবিদ সহ বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্ট জনেরাও এই অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন বলে মনে করা হচ্ছে। এদিকে অনুষ্ঠানে বারবার চে গুয়েভারার বলিষ্ঠ নেতৃত্বের কথা, ফিদেল কাস্ট্রোর (Fidel Castro) যুগান্তকারী ভাবনার কথা বারবার উঠে আসে। চে – ফিদেল- কিউবা গোটা বিশ্বের বিস্ময় বলে মন্তব্য করেন উপস্থিত বিশিষ্টরা। এই ভাবনাকে আরো বেশি করে সকলের মধ্যে ছড়িয়ে দেওয়ার লক্ষ্য নিয়ে আগামী ২০ এবং ২১ তারিখের অনুষ্ঠানে যুব সমাজকে অংশগ্রহণের আবেদন জানানো হয় সারা ভারত স্বাধীন ও সংহতি সংস্থার তরফ থেকে।চে গুয়েভারা ছিলেন স্বপ্নের কারিগর তাই সাম্রাজ্যবাদী পৃথিবীর ভয়কে দূরে সরিয়ে স্বপ্নের ভোর আনার কথাই সুরে সুরে কাজী কামাল নাসেরের কন্ঠে ফুটে ওঠে অনুষ্ঠানের শেষ লগ্নে।