Bratya Basu: পঞ্চায়েতের আগেই রাজ্যে ছাত্র ভোট? কী জানালেন শিক্ষামন্ত্রী

পঞ্চায়েত ভোটের আগেই কি রাজ্যে ছাত্র ভোট (Students’ Union Election) হতে চলছে? এই জল্পনার মধ্যে শুক্রবার ছাত্র ভোট নিয়ে মুখ খুললেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু (Bratya Basu)। তিনি এদিন পরিষ্কার করেনই বলেছেন, এ নিয়ে তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সঙ্গে কথা বলবেন। এর জন্য তাঁর সময়ও চেয়েছেন বলে জানান শিক্ষামন্ত্রী। এদিন সাংবাদিকদের প্রশ্নের জবাব শিক্ষামন্ত্রী বলেন, ছাত্রভোট করা নিয়ে আমরা আশাবাদী। ছাত্রভোট হবেই। তবে বেশ কিছু প্রোটোকল রয়েছে। অতিমারীর প্রভাব এখনও পুরোটা কাটিয়ে উঠতে পারিনি আমরা। এগুলি বিশ্ববিদ্যালেয়র উপর নির্ভর করে না। নির্বাচন কবে হবে তা শিক্ষা দফতর ও স্বাস্থ্য দফতর যৌথভাবে সিদ্ধান্ত নেবে। মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে তা চূড়ান্ত হবে। তবে নির্দিষ্ট করে দিনক্ষণ না জানালেও, পঞ্চায়েতের আগে ছাত্রভোটের সম্ভাবনা আছে বলেই জানান তিনি।

আরও পড়ুন- দেশভাগের যন্ত্রণায় মিশেছে গ্রিক ট্র্যাজেডির ছবি: আর্ট একরে আলোচনা সভায় মত ব্রাত্য মিলিন্দের

 

Previous articleস্বামীজীর জন্মদিনে বর্ণাঢ্য শোভাযাত্রা দেগঙ্গায়
Next articleজয় দিয়ে হকি বিশ্বকাপ শুরু ভারতের