Thursday, August 28, 2025

খু*নের চেষ্টার মামলায় ১০ বছরের সাজা, সাংসদ পদ খোয়ালেন NCP নেতা

Date:

১৪ বছরের পুরানো খুনের চেষ্টা মামলায়(Attemt to Murder) ১০ বছরের শাস্তি হল লাক্ষাদ্বীপের এনসিপি(NCP) সাংসদ মহম্মদ ফয়জলের(Md Faijal)। একইসঙ্গে তিনি খোয়ালেন সাংসদ পদ। রীতিমতো গেজেট নোটিফিকেশন জারি করে তাঁর লোকসভার সদস্যপদ(Membar of Parliament) খারিজ করল লোকসভা সচিবালয়।

১৪ বছরের পুরনো ওই খুনের চেষ্টার মামলায় মহম্মদ ফয়জলকে দোষী সাব্যস্ত করে লাক্ষাদ্বীপের কাভারত্তির আদালত। বুধবার তাঁকে ১০ বছরের কারাদন্ডের নির্দেশ দেওয়া হয়। একইসঙ্গে ১ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। ফয়জল ছাড়াও এই মামলায় দোষী সব্যস্ত হয়েছে আরও ৩ জন। এই তালিকায় রয়েছে ফয়জলের ভাইও। এদের প্রত্যেককে ১০ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। সুপ্রিমকোর্টের নির্দেশ অনুযায়ী, কোনও জনপ্রতিনিধি অপরাধের জন্য আদালতে দোষী সাব্যস্ত হলে এবং একটানা দু’ বছরের বেশি কারাদণ্ডে সাজাপ্রাপ্ত হলে তাঁর সদস্যপদ খারিজ হবে। সেক্ষেত্রে অবিলম্বে তাঁকে পদত্যাগ করতে হবে। নচেৎ সদস্যপদ বাতিল করবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এক্ষেত্রে ঠিক তাই হয়েছে। সাজাপ্রাপ্ত হওয়ার পর অবশ্য উচ্চ আদালতে যেতে পারবেন ফয়জল।

উল্লেখ্য, ২০০৯ সালের লোকসভা নির্বাচনের প্রচারের সময় মহম্মদ ফয়জল-সহ তাঁর আত্মীয় ও ঘনিষ্ঠ মোট ২৩ জনের বিরুদ্ধে লাক্ষাদ্বীপের বেশ কয়েকবারের সাংসদ কংগ্রেস নেতা তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী পিএম সঈদের জামাই পদনাথ সালিহকে ব্যাপক মারধর এমন কি খুনের চেষ্টার অভিযোগ ওঠে। রাজনৈতিক কারণে তাঁর উপরে হামলা চালানো হয়েছিল বলে অভিযোগ। সেইসময় আশঙ্কাজনক অবস্থায় সাহিলকে কেরালায় নিয়ে যাওয়া হয়। সেখানে কয়েকমাস তাঁর চিকিৎসা চলে। মামলা রুজু হয়‌। পুলিশ তদন্তে নামে। সেই মামলাতেই বুধবার ১০ বছরের কারাদণ্ড হল ফয়জলের। একইসঙ্গে গেল সাংসদ পদও।

Related articles

সাত লুকের ‘বহুরূপ’ সোহমের, চ্যালেঞ্জ নিয়ে চমকে দিলেন অভিনেতা

যা কখনও হয়নি তা এখন হবে, এবার হবে। সেলিব্রেটিদের রিল - রিয়েলের আলাদা রূপ আর লুক নিয়ে কম...

উন্মুক্ত শৌচমুক্ত ৯৪ পুরসভা, স্বচ্ছতার শংসাপত্র বাংলাকে

শহরাঞ্চলে আর খোলা শৌচের দৃশ্য নেই। পুরসভাগুলির উদ্যোগ এবং পুর দফতরের তদারকিতে উন্মুক্ত শৌচমুক্ত হয়েছে কলকাতা সহ রাজ্যের...

ফাঁকা কেন্দ্রগুলিতে দ্রুত ইআরও–এইআরও নিয়োগের নির্দেশ কমিশনের 

ফাঁকা পড়ে থাকা একাধিক বিধানসভা কেন্দ্রে দ্রুত ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (ইআরও) এবং অ্যাসিসটেন্ট ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (এইআরও) নিয়োগের...

নথিভুক্ত অথচ নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে তলব করল কমিশন 

নির্বাচন কমিশনের নির্দেশে ফের সক্রিয় হল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। নথিভুক্ত হলেও কার্যত নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে...
Exit mobile version