ভারত জোড়ো যাত্রা চলাকালীন হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত কংগ্রেস সাংসদ সন্তোখ সিং

এই ঘটনার পরই এ দিনের মতো ভারত জোড়ো যাত্রা স্থগিত করে দেওয়া হয়। শোক প্রকাশ করেছেন রাহুল গান্ধী সহ জাতীয় কংগ্রেসের অন্যান্য নেতৃত্বরা।

রাহুল গান্ধীর (Rahul Gandhi) ভারত জোড়ো যাত্রার সঙ্গী ছিলেন তিনি। পাঞ্জাবে (Punjab) পদযাত্রা চলাকালীন হঠাৎ বিপত্তি। আচমকাই হৃদরোগে আক্রান্ত হন কংগ্রেস সাংসদ সন্তোখ সিং (Santokh Singh)। যাত্রা থামিয়ে তাঁকে হাসপাতালে নিয়ে যান রাহুল গান্ধী (Rahul Gandhi), কিন্তু শেষ রক্ষা হয়নি। শনিবার সকালে পাঞ্জাবের ফিলৌরে এই ঘটনা ঘটেছে বলে জানা যাচ্ছে।

সন্তোখ সিং জলন্ধর (Jalandhar Constituency) কেন্দ্রের সাংসদ ছিলেন। ২০১৪ এবং ২০১৯- দু’ বারই লোকসভা নির্বাচনে কংগ্রেসের টিকিটে জয়ী হয়েছিলেন তিনি। পাঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রী (Former CM) পদেও আসীন ছিলেন সন্তোখ সিং। গান্ধী পরিবারের অত্যন্ত ঘনিষ্ঠ ছিলেন তিনি এমনটাই কংগ্রেস সূত্রে খবর। এই ঘটনার পরই এ দিনের মতো ভারত জোড়ো যাত্রা স্থগিত করে দেওয়া হয়। শোক প্রকাশ করেছেন রাহুল গান্ধী সহ জাতীয় কংগ্রেসের অন্যান্য নেতৃত্বরা।

Previous articleএক ধাক্কায় পাঁচ ডিগ্রি বাড়ল পারদ, সংক্রান্তির সকাল সন্ধ্যায় ‘ভ্যানিশ’ শীত
Next articleআদিবাদী মহিলাদের শ্লীলতাহানি, বিজেপি নেতার হয়ে মধ্যস্থতা করতে গিয়ে বিক্ষোভের মুখে অগ্নিমিত্রা