Sunday, November 16, 2025

মোদির রোড শো দিয়ে শুরু বিজেপির জাতীয় কর্মসমিতির বৈঠক

Date:

মোদি সরকার নয় বছর পূর্ণ করতে চলেছে। সেই কারণে এদিন জাতীয় কর্মসমিতির বৈঠকের আগে প্রধানমন্ত্রী মোদি দিল্লিতে একটি রোড শো করবেন। সোমবার থেকে শুরু হয়েছে দলের দু’দিনের জাতীয় কর্মসমিতির বৈঠক। এই বৈঠক থেকেই চব্বিশের লড়াইয়ের সুর বেঁধে দেবেন BJP-র কেন্দ্রীয় নেতৃত্ব। বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ছাড়াও যোগ দেবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, BJP-র সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা সহ BJP শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রী ও শীর্ষ নেতৃত্বরা। প্রায় সাড়ে তিনশোর মতো পদাধিকারী ২ দিনের বৈঠকে যোগ দিতে চলেছেন। গুজরাটের বিধানসভা নির্বাচনে ল্যান্ড স্লাইড ভিক্ট্রির পরে এই প্রথম উচ্চ পর্যায়ের কোনও বৈঠকে বসতে চলেছে কেন্দ্রের শাসক দল।

লোকসভা নির্বাচনের কথা মাথায় রেখে এবারের বৈঠকে যে আসগুলিতে দল শক্তিশালী নয়, সেই আসনগুলির দিকে বেশি নজর দেওয়া হবে। এ ব্যাপারে গ্রহণ করা হতে পারে বিশেষ পরিকল্পনাও। এছাড়া, লোকসভা ভোটের আগে চলতি বছরে বেশ কয়েরকটি রাজ্যে বিধানসভা নির্বাচন। ভোটগ্রহণ করা হবে ত্রিপুরা, নাগাল্যান্ড, মেঘালয়, কর্নাটক, মিজোরাম, ছত্তিশগড়, রাজস্থান, মধ্যপ্রদেশ এবং তেলেঙ্গানায়। ভোটগ্রহণ করা হতে পারে জম্মু ও কাশ্মীর কেন্দ্রশাসিত অঞ্চলেও। জাতীয় কর্মসমিতির বৈঠকে সে ব্যাপারেও রূপরেখা তৈরি হতে পারে বলে খবর।

আগামী ২০ জানুয়ারি শেষ হচ্ছে BJP-র সর্বভারতীয় সভাপতি হিসেবে জেপি নাড্ডার কার্যকালের মেয়াদ। জাতীয় কর্মসমিতির বৈঠকে নাড্ডার মেয়াদ আরও ১ বছর বাড়ানো হতে পারে বলে দলীয় সূত্রে এমনই ইঙ্গিত মিলেছে। এদিকে, জাতীয় কর্মসমিতির বৈঠকের আগে কংগ্রেস ও আপ-কে নিশানা করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তুলে ধরেছেন গুজরাট বিধানসভা নির্বাচনের ফলাফল।

আরও পড়ুন- মিড ডে মিল কেন্দ্র পরিদর্শনে রাজ্যের প্রতিনিধি দল! বরখাস্ত মালদহের প্রধান শিক্ষক

 

 

Related articles

অসাংবিধানিক মন্তব্য! রাজ্যপালকে ধুয়ে দিলেন কল্যাণ, দিলেন পাল্টা চ্যালেঞ্জ

চূড়ান্ত অসাংবিধানিক এবং কুরুচিকর মন্তব্য বিজেপির ‘দলদাস’ রাজ্যপাল বোসের! একজন রাজ্যপাল কীভাবে এমন কুরুচিকর মন্তব্য করতে পারেন? শ্রীরামপুরের...

ডিসেম্বরের মধ্যেই সম্পন্ন হবে শিক্ষক নিয়োগ, মঙ্গলবার শুরু এসএসসির ইন্টারভিউ 

স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) ইতিমধ্যেই প্রকাশ করেছে প্রায় ২০ হাজার নামের প্রার্থী তালিকা। আগামীকাল, ১৮ নভেম্বর থেকে শুরু...

অবাস্তব কাজের চাপ: বাংলার পর কেরল, আত্মঘাতী BLO, কাঠগড়ায় কমিশন

দেশের ১২ টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে এক অবাস্তব পদ্ধতিতে এসআইআর প্রক্রিয়া চালু করেছে কেন্দ্রীয় নির্বাচন কমিশন (Election...

শহর-কেন্দ্রে এমুনারেশন ফর্ম বিতরণে বিপত্তি! ‘নিখোঁজ’ ৩০ শতাংশ ভোটার 

রাজ্যে বিশেষ নিবিড় সংশোধনী কর্মসূচিতে মোট ভোটারদের প্রায় ৯৯.৬ শতাংশকে এমুনারেশন ফর্ম বিতরণ করা গেলেও শহরাঞ্চলের বেশ কয়েকটি...
Exit mobile version