Wednesday, August 27, 2025

রানিগঞ্জের পরিস্থিতিও বিপদসংকুল: যোশীমঠের প্রসঙ্গ তুলে কেন্দ্রকে তুলোধনা মুখ্যমন্ত্রীর

Date:

যোশীমঠের সঙ্গে রানিগঞ্জের (Raniganj) কয়লাখনি অঞ্চলের তুলনা টেনে কেন্দ্রকে তুলোধনা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। মঙ্গলবার, তিনদিনের মেঘালয় সফরে যাওয়ার আগে বিমানবন্দরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন মমতা। বলেন, “ওখানকার পরিস্থিতি খুবই বিপজ্জনক। আগে থেকে তথ্য থাকলেও কেন ব্যবস্থা নেয়নি?” এরপরেই রাজ্যের খনি শিল্পাঞ্চল রানিগঞ্জের প্রসঙ্গ তোলেন মুখ্যমন্ত্রী। তাঁর মতে, রানিগঞ্জও বিপদসঙ্কুল।

এদিন যোশীমঠের পরিস্থিতি নিয়ে প্রশ্ন করা হলে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন মুখ্যমন্ত্রী। বলেন, “আমি মনে করি না এর জন্য মানুষ দায়ী। এর দায়িত্ব প্রশাসনকেই নিতে হবে। যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধার কাজ করতে হবে এখনই।“ এরপরেই রানিগঞ্জের প্রসঙ্গ টেনে মুখ্যমন্ত্রী বলেন, “আমি আপনাদের বলে রাখছি, রানিগঞ্জের কলিয়ারি এলাকার পরিস্থিতিও একই রকম বিপদসংকুল। যখন তখন ধস নামছে। ১০ বছর ধরে আমরা লড়াই করছি কেন্দ্রের সঙ্গে। যে টাকা দেওয়ার কথা সেই টাকা কোল ইন্ডিয়াকে দেওয়া হচ্ছে না। এখনই ২০ হাজার মানুষকে বাড়ি না করে দিলে তাঁরা বিপদে পড়বেন।“

মুখ্যমন্ত্রী জানান, তাঁদের যতটুকু দেওয়ার করেছেন। কিন্তু কেন্দ্রীয় সরকার টাকা দিচ্ছে না। ইসিএলকে রাজ্য জমি, জায়গা দিয়ে রেখেছে। তারপরেও কেন্দ্রীয় সরকার টাকা দিচ্ছে না। ধস নামলে ৩০ হাজার মানুষ বিপদে পড়বেন। যোশীমঠের বিপজ্জনক ছবির মধ্যেই রানিগঞ্জ নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী।

 

 

Related articles

তিনিই নিয়োগ করেছিলেন, এবার গৌড়বঙ্গের উপাচার্যকে সরালেন রাজ্যপালই

রাজ্যের তালিকা অগ্রাহ্য করে বাংলার বিশ্ববিদ্যালয়গুলির উপর কার্যত এক নায়কতন্ত্র চালানোয় অভিযুক্ত রাজ্যপাল সি ভি আনন্দ বোস (C...

ভারতে বসছে দাবা বিশ্বকাপের আসর, কী বললেন প্রধানমন্ত্রী মোদি?

চলতি বছরে ভারতে বসছে দাবা বিশ্বকাপের আসর। ২০০২ সালের পর আবারও দাবা বিশ্বকাপ আয়োজন করতে চলেছে ভারত। ২৩...

একসঙ্গে গণেশ পুজোয়! সুনিতা বললেন ‘আমার গোবিন্দা শুধুই আমার’

বিচ্ছেদের যাবতীয় গুঞ্জন উড়িয়ে এক সঙ্গে গোবিন্দা-সুনিতা (Govinda-Sunita)। বুধবার বাড়ির গণেশ পুজোয় (Ganesh festival) ভেস্তে দিলেন নিন্দুকদের সব...

আমার ইতিহাস জড়িয়ে রয়েছে: মহারাষ্ট্র নিবাসের গণেশপুজোয় মন্তব্য মমতার

১০১ বছরে পড়ল কলকাতার মহারাষ্ট্র নিবাসের গণেশপুজো (Ganesh Pujo)। বুধবার, সেই পুজোর উদ্বোধন করলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়...
Exit mobile version