Sunday, August 24, 2025

ভারত জোড়ো যাত্রায় আলিঙ্গনের চেষ্টা! রাহুলের নিরাপত্তা বাড়াল কেন্দ্র

Date:

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) পর এবার কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীর (Rahul Gandhi) নিরাপত্তা বলয় (Security) ভেঙে ঢুকে তাঁকে জড়িয়ে ধরলেন এক ব্যক্তি। রাহুল গান্ধীর ভারত জোড়ো যাত্রা ইতিমধ্যে সারা দেশে সাড়া ফেলেছে। ঘটনাটি ঘটেছে পাঞ্জাবের হোসিয়ারপুরে (Punjab)। আর এমন ঘটনার জেরেই এবার সোনিয়া তনয়কে জেড প্লাস ক্যাটাগরির (Z+) নিরাপত্তা দিল কেন্দ্র। ঘটনার ভিডিও ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। ঘটনার ভিডিও প্রকাশ করেছে কংগ্রেস (Congress)।

মঙ্গলবার সকালে পাঞ্জাবের হোসিয়ারপুর থেকে ভারত জোড়ো যাত্রা (Bharat Jodo Yatra) শুরু করেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। এদিন সকাল দশটা নাগাদ আচমকাই নিরাপত্তা বলয় ভেঙে ঢুকে পড়েন এক ব্যক্তি। কোনও কিছু বুঝে ওঠার আগেই রাহুলকে জড়িয়ে ধরেন তিনি। সঙ্গে সঙ্গেই অবশ্য ওই ব্যক্তিকে সরিয়ে দেন নিরাপত্তা রক্ষীরা। তবে বিষয়টিতে প্রথমে খানিকটা হকচকিয়ে গেলেও পরে নিজেকে সামলে নেন রাহুল। পরে অবশ্য একইভাবে এগিয়ে যায় ভারত জোড়ো যাত্রা।

ভাইরাল হওয়া ভিডিয়োটিতে দেখা যাচ্ছে হলুদ রঙের জ্যাকেট এবং মাথায় পাগড়ি পরা জনৈক এক ব্যক্তি আচমকাই ভারত জোড়ো যাত্রার একেবারে সামনে চলে আসেন এবং কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীকে আলিঙ্গন করেন। তবে রাহুল গান্ধীর পাশে থাকা কংগ্রেস কর্মীরা তাঁকে ঠেলে সরিয়ে দেন বলে জানা গিয়েছে। উল্লেখ্য, দিন তিনেক আগে একইভাবে কর্ণাটকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির রোড শোয়ে ঢুকে পড়েছিলেন এক ব্যক্তি। রাস্তার দু’পাশে ভিড় জমিয়ে ছিলেন অসংখ্য মানুষ। তখনই আচমকা এক যুবক নিরাপত্তা বলয় টপকে প্রধানমন্ত্রীর গাড়ির কাছে পৌঁছে যায়। সে নিজে হাতে মোদিকে মালা পরানোর চেষ্টা করে।

এদিকে রাহুলকে আলিঙ্গন করার ঘটনা প্রকাশ্যে আসতেই যথাযথ পদক্ষেপ নিল কেন্দ্র। এবার থেকে রাহুল জেড ক্যাটেগরির নিরাপত্তা পাবেন অর্থাৎ ২৪ ঘণ্টা ৮-৯ জন কম্যান্ডো তাঁর সঙ্গে থাকবেন। তবে কংগ্রেস নেতার নিরাপত্তা সুনিশ্চিত করতে তাঁর আশপাশে যাঁরা থাকবেন, তাঁদের পরিচয়পত্র সঙ্গে রাখতে হবে। পাশাপাশি কাশ্মীরে রাহুল গান্ধী যাতে নিরাপত্তা লঙ্ঘন না করেন, সে ব্যাপারে তাঁকে অনুরোধও জানানো হয়েছে।

 

 

Related articles

যোগীরাজ্যে দলিত ইঞ্জিনিয়ারকে জুতোপেটা বিজেপি নেতার! ভাইরাল ভিডিও

সংবিধান রক্ষার বুলি আওড়ালেও বাস্তবে দলিত–আদিবাসীদের প্রতি ঘৃণা আর বৈষম্যই প্রকাশ পাচ্ছে বিজেপির শাসনে। যোগীরাজ্যে বিদ্যুৎ দফতরের এক...

বিশ্বের ২০ লক্ষ মানুষকে বাঁচানোর চ্যালেঞ্জ: সাপের বিষের ওষুধও এবার বানাবে AI

স্কুল জীবনে বিজ্ঞানের সুফল ও কুফল সকলেই কম বেশি পড়ে থাকি। তারপরেও বিজ্ঞানের কোনও প্রযুক্তি হাতে এলে তার...

চিকিৎসায় গাফিলতির জেরে একবালপুরের নার্সিংহোম বন্ধের নির্দেশ স্বাস্থ্য কমিশনের

আরএমও সেজে অন্তঃসত্ত্বা মহিলাকে ভুল ইঞ্জেকশন দিয়েছিলেন চিকিৎসকের সহকারী, এবার অভিযুক্ত একবালপুরের ওই নার্সিংহোম বন্ধের নির্দেশ দিল স্বাস্থ্য...

‘মেরেই জেলে যাবো’, হুমকির পর স্ত্রীকে পিটিয়ে খুন স্বামীর

দাম্পত্য অশান্তি শেষমেশ রক্তাক্ত পরিণতির দিকে গড়াল। হুগলির দাদপুর থানার বিলাতপুর এলাকায় স্বামীর হাতে খুন হলেন স্ত্রী। ঘটনার...
Exit mobile version