টেস্ট দলে সুযোগ পেয়ে আপ্লুত ইশান, ভিডিও পোস্ট বিসিসিআইয়ের

এদিন বিসিসিআই যে ভিডিও পোস্ট করেছে, সেখানে শুভমন গিলকে ইশান বলেন," টেস্ট দলে সুযোগ পেয়ে দারুণ খুশি।

অস্ট্রেলিয়া বিরুদ্ধে টেস্ট সিরিজে ভারতীয় দলে সুযোগ পেয়েছেন ইশান কিষান। ইতিমধ্যেই জাতীয় দলের হয়ে টি-২০ দলে এবং একদিনের দলে নিজের পরিচিতি গড়ে তুলেছেন ঈশান। আর এবার টেস্ট দলে সুযোগ। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আসন্ন সিরিজের প্রথম দুই টেস্ট দলে রয়েছেন এই বাঁহাতি ব্যাটার-উইকেটরক্ষক। আর এই  সুযোগ পেয়ে আপ্লুত টিম ইন্ডিয়ার এই তরুণ ক্রিকেটার। সেটাই সতীর্থ শুভমন গিলকে জানালেন ঈশান। সেই ভিডিও নিজেদের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছে বিসিসিআই।

এদিন বিসিসিআই যে ভিডিও পোস্ট করেছে, সেখানে শুভমন গিলকে ইশান বলেন,” টেস্ট দলে সুযোগ পেয়ে দারুণ খুশি। সাদা বলের ক্রিকেটে ভালো পারফরম্যান্স করলেও বাবা সবসময় বলতেন, ‘টেস্ট ক্রিকেটই আসল। সেখানে পারফর্ম করাই হল আসল চ্যালেঞ্জের।’ সেইজন্য টেস্ট দলের সুযোগ পেয়ে বাড়তি আনন্দ হচ্ছে। কারণ আমরা ছাড়া সাধারণ ক্রিকেটপ্রেমীরাও টেস্ট ক্রিকেট দেখতে ভালোবাসে। দল ঘোষণা হওয়ার পর আমি বাবা-কে ফোন করেছিলাম। খবরটা শুনে বাবা খুবই উত্তেজিত ছিলেন। এবং আমাকে একইরকমভাবে পরিশ্রম করতে বলেছেন।”

ভিডিওটিতে দেখা যায়, শুভমন ইশানকে জিজ্ঞেস করেন, “সীমিত ওভারের ফরম্যাটে আপনি মারকুটে মেজাজে ব্যাট করেন। টেস্ট দলে সুযোগ পেলে সেই একই ধরনের মেজাজে ব্যাট করবেন?” এর জবাবে ঈশান বলেন, “সাদা বলের ক্রিকেটে আমি সাধারণত যে জায়গায় ব্যাট করার সুযোগ পাব, সেখানে অনেক মাথা ঠাণ্ডা রেখে ব্যাট করতে হবে। দলের প্রয়োজনে যদি ডিফেন্স করতে হয়, তাহলে আমি সেভাবে ব্যাট করব। কিন্তু দ্রুত রান তোলার সুযোগ থাকলে, সেটা হাতছাড়া করব না।”