গান্ধীজির শহিদ দিবসে দেশজুড়ে ২ মিনিট নীরবতা পালনের কর্মসূচি মোদি সরকারের

আগামী ৩০ জানুয়ারি জাতির জনক মহাত্মা গান্ধীর শহিদ দিবস। তাই গান্ধীজির পাশাপাশি দেশের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে প্রতিটি শহিদের স্মৃতিতে ২ মিনিট নীরবতা পালন করার সিদ্ধান্ত নিল কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকার। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের পক্ষ থেকে ইতিমধ্যে রাজ্যগুলিকে ৩০ জানুয়ারি সকাল ১১টা থেকে ২ মিনিট নীরবতা পালন করার জন্য চিঠি দেওয়া হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, ৩০ জানুয়ারি বেলা ১১টায় সাইরেন বাজিয়ে দেশজুড়ে নীরবতা পালনের কর্মসূচি শুরু হবে। শেষ হবে সাইরেন বাজিয়ে অথবা সেনাবাহিনীর ফায়ারিং-এর মাধ্যমে।



কেন্দ্রের এমন ঘোষণার পর নীরবতা পালন কর্মসূচির প্রস্তুতিও শুরু করে দিয়েছে রাজ্য বিজেপি। গেরুয়া শিবিরের কর্মী-সমর্থক থেকে শুরু করে নেতা-নেত্রীরা আগামী ৩০ জানুয়ারি এলাকাবাসীদের নিয়ে এই কর্মসূচি পালন করবেন বলে জানিয়েছেন।

 

Previous articleBreakfast news :. ব্রেকফাস্ট নিউজ
Next articleনেপালের বিমান দুর্ঘটনাতে প্রাণ হারান ইয়েতি এয়ারলাইন্সের মালিকও