নেপালের বিমান দুর্ঘটনাতে প্রাণ হারান ইয়েতি এয়ারলাইন্সের মালিকও

নেপালের ভয়াবহ বিমান দুর্ঘটনার পর ইয়েতি এয়ারলাইন্স নিয়ে উঠে আসছে পুরনো তথ্য।পোখরায় যে বিমানটি ভেঙে পড়েছে, সেই বিমান সংস্থার ইতিহাসেও রয়েছে দুর্ঘটনার ছায়া। বছর তিনেক আগে ঠিক এভাবেই ইয়েতি এয়ারলাইন্সের মালিক আকাশপথে মারা গিয়েছিলেন।

আরও পড়ুন:গান্ধীজির শহিদ দিবসে দেশজুড়ে ২ মিনিট নীরবতা পালনের কর্মসূচি মোদি সরকারের

ইয়েতি এয়ারলাইন্সের মালিকের ছিলেন অ্যাং শেরিং শেরপা। ইয়েতির পাশাপাশি নেপালের আরও এক জনপ্রিয় বিমান সংস্থা তারা এয়ারলাইন্সের মালিকানা ছিল তাঁর। ২০১৯ সালে একটি হেলিকপ্টার দুর্ঘটনায় প্রাণ হারান তিনি।

২০১৯ সালের ফেব্রুয়ারিতে নেপালের অসামরিক বিমান পরিবহণ মন্ত্রী রবীন্দ্র অধিকারী অন্য কয়েক জন মন্ত্রীকে নিয়ে তেরথুম জেলায় নতুন বিমানবন্দর পরিদর্শনে যাচ্ছিলেন। তাঁদের সঙ্গে হেলিকপ্টারে ছিলেন অ্যাং শেরিংও।

৬ জনকে নিয়ে ভোর ৬টা নাগাদ হেলিকপ্টারটি আকাশে ওড়ে। গন্তব্য থেকে ফেরার পথে বেলা দেড়টা নাগাদ একটি পাহাড়ের উপর ভেঙে পড়ে কপ্টার। পাইলট-সহ কপ্টারে থাকা সকল যাত্রী এই দুর্ঘটনায় মারা যান।ঘটনার পর দাবি করা হয় কপ্টারে পাঁচ জনের বসার জায়গা ছিল। তাতে উঠেছিলেন ছ’জন। যদিও এর পরবর্তী তদন্ত নিয়ে কিছু জানা যায়নি।

 

Previous articleগান্ধীজির শহিদ দিবসে দেশজুড়ে ২ মিনিট নীরবতা পালনের কর্মসূচি মোদি সরকারের
Next articleউত্তরবঙ্গে মুখ্যমন্ত্রী,কাল মেঘালয়ে সভা