Friday, November 14, 2025

অমর্ত্য সেনকে নিয়ে শুভেন্দুর মন্তব্যকে কুৎসিত-কুরুচিকর-নিন্দনীয় বলে তোপ কুণালের

Date:

নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনকে নিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বক্তব্যকে চূড়ান্ত কুরুচিকর, নিন্দনীয় বলে মন্তব্য করলেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ।বুধবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, অমর্ত্য সেন একজন নোবেলজয়ী অর্থনীতিবিদ। তিনি ভারতের গর্ব, তিনি বাঙালির গর্ব। তাঁর সমস্ত পর্যবেক্ষণই যে আমাদের পছন্দ হবে তা হতে পারে না। তার অর্থ কিন্তু এই নয় যে, যে কোনও ভাষায় তাঁকে আক্রমণ করা যায়। শুভেন্দু বলছেন, পোস্ট পোল ভায়োলেন্সের সময় তিনি কোথায় ছিলেন ! তালিবানদের পরামর্শ দেওয়ার কথা বলছেন! এটা অত্যন্ত কুৎসিত এবং নিন্দনীয়।
এদিন কুণাল বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রী হবেন কি না এটা অত্যন্ত চর্চিত একটি রাজনৈতিক বিষয়। এ নিয়ে অধিকাংশই ‘হ্যাঁ’ বলেন। আবার কেউ কেউ ‘না’ বলেন। অমর্ত্য সেন তাঁর নিজস্ব পর্যবেক্ষণে এই বিষয়ে একটি মন্তব্য করেছেন। সেটা আপনার পছন্দ নাও হতে পারে। তা বলে এই ভাষায় আক্রমণ ? এরপরই কুণালের কটাক্ষ, অমর্ত্য সেনকে ভারতে এলে অত্যন্ত সাবধানে থাকতে হবে। এ প্রসঙ্গে তিনি উল্লেখ করেন, সাকেত গোখলেকে পুলিশের গ্রেফতারের কথা।
সাকেতের মতো অমর্ত্য সেনকে গুজরাট পুলিশ গ্রেফতার করতে পারে এয়ারপোর্ট থেকে। আবার শুভেন্দু অধিকারী অমিত শাহকে গিয়ে বলতে পারে এখনই ইডি- সিবিআই পাঠান অমর্ত্য সেনের কাছে। নিদেন পক্ষে তাঁর বাড়ির সামনে দুটো পটকা ফাটিয়ে এনআইএ চাইতে পারেন।এমনকী অমর্ত্য সেন যেন সীমান্ত এলাকায় না যান। সেক্ষেত্রে আবার বিএসএফ গ্রেফতার করতে পারে।
কুণালের সাফ কথা, শুভেন্দু পাগলের প্রলাপ বকছেন।ওর রুচি, চিন্তাভাবনা যে কতটা কুৎসিত, নিম্নমানের, নিজেই সেই পরিচয় রেখেছে।

Related articles

সরকারি হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানি! গ্রেফতার RG Kar আন্দোলনের ‘বিপ্লবী’ ডাক্তার

উত্তর ২৪ পরগনা জেলার বারাসাতে সরকারি হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানির অভিযোগে। ঘটনায় গ্রেফতার বারাসাত মেডিকেল কলেজ ও হাসপাতালের...

আন্দুল রোডে বিধ্বংসী অগ্নিকাণ্ড! ভস্মীভূত দুই স্পঞ্জ কারখানা 

রাতের হাওড়ায় ভয়াবহ আগুনে কার্যত ছারখার হয়ে গেল আন্দুল রোডের পাশে হাঁসখালি পোল এলাকার দুটি স্পঞ্জ তৈরির কারখানা।...

সোনারপুরে শুরু হচ্ছে প্রবীণদের জন্য বিনামূল্যে নিউমোনিয়া ও ফ্লু টিকাকরণ কর্মসূচি

শীতের আগমনের সঙ্গে সঙ্গেই নিউমোনিয়ার সংক্রমণ বাড়ছে রাজ্যজুড়ে। বিশেষ করে প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে এই রোগ অনেক সময় প্রাণঘাতী...

প্রকাশিত হল আইসিএসই এবং আইএসসি পরীক্ষার সময়সূচি

প্রকাশিত হল আগামী বছরের দশম এবং দ্বাদশ শ্রেণির আইসিএসই এবং আইএসসি পরীক্ষার সময়সূচি। কাউন্সিলের তরফে এদিন বিজ্ঞপ্তি জারি...
Exit mobile version