Thursday, August 28, 2025

আজ বুধবার মেঘালয়ের গারো পাহাড়ের মেন্দিপাথারে প্রথম নির্বাচনী প্রচার সভা করবেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। থাকবেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। আলিপুরদুয়ারের হাসিমারা থেকে সরাসরি আসবেন গারোতে। নেত্রীর প্রচারসভাকে কেন্দ্র করে সবরকম প্রস্তুতি সারা। বেশ কয়েকদিন হল মেঘালয়ে ঘাঁটি গেড়ে রয়েছেন সাংসদ ডেরেক ও’ব্রায়েন। ১৫ জানুয়ারি থেকে রয়েছেন মন্ত্রী মানস ভুঁইয়াও।  ৬০ আসনের মেঘালয় বিধানসভার নির্বাচন হবে ফেব্রুয়ারিতেই। যে কোনওদিন নির্বাচনের ঘোষণা হয়ে যাবে। শাসক এনপিপি-বিজেপি জোট যেখানে এখনও প্রার্থীদের নামই ঠিক করে উঠতে পারেনি সেখানে অনেক আগেই তৃণমূল কংগ্রেস ৫২টি আসনে প্রার্থীদের নাম ঘোষণা করে দিয়ে মাঠে নেমে পড়েছে। আজ নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জনসভার মধ্যে দিয়ে মেঘালয়ে প্রচারে ঝড় তুলতে চলেছে। দলনেত্রীর সভাকে কেন্দ্র করে দলীয় নেতা-কর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা তুঙ্গে। মেঘের রাজ্যের কড়া ঠান্ডাতেও উপচে পড়বে মেন্দিপাথারের দিলমা আপাল প্লেগ্রাউন্ড। মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায় ছাড়াও সভায় বলবেন ডাঃ মুকুল সাংমা, মেঘালয় তৃণমূল রাজ্য সভাপতি চার্লস পিনগ্রোপ ও মেন্দিপাথারের প্রার্থী পারদিনান্দ ডি শিরা। মমতা বন্দ্যোপাধ্যায় বহু আগে তুরায় এসেছেন সভা করতে।  স্বাভাবিক ভাবেই নেত্রীর কাছে এ এক নস্টালজিক মুহূর্ত।



আরও পড়ুন:মাঘের শুরুতেই বঙ্গে বৃষ্টির পূর্বাভাস! ফের জাঁকিয়ে ঠান্ডা কবে?


গারো এলাকা তৃণমূল কংগ্রেসের শক্ত ঘাঁটি বলেই পরিচিত। মেন্দিপাথারের তৃণমূল প্রার্থী পারদিনান্দ ডি শিরার এলাকাতেই আজকের সভা।  থাকবেন উত্তর গারো পাহাড়ের আরও চার প্রার্থীও।  দলনেত্রী ও দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক প্রচার সভায় দলের সকল প্রার্থীদের জন্য ফলে খাসি – জয়ন্তীয়া থেকেও প্রার্থী,  নেতা –  কর্মীরা আসবেন। মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দোপাধ্যায় বলবেন, কেন মেঘালয়বাসীর সার্বিক উন্নয়নের জন্য তৃণমূল কংগ্রেসকে দরকার। উই কার্ড ও মাই ই কার্ড মেঘালয়ে ব্যাপক সাড়া ফেলেছে মহিলা ও যুব সম্প্রদায়ের মধ্যে।  সবমিলিয়ে আজ মেঘালয়বাসী স্বাক্ষী হতে চলেছেন মেগা রাজনৈতিক ইভেন্টের।

 

Related articles

উন্মুক্ত শৌচমুক্ত ৯৪ পুরসভা, স্বচ্ছতার শংসাপত্র বাংলাকে

শহরাঞ্চলে আর খোলা শৌচের দৃশ্য নেই। পুরসভাগুলির উদ্যোগ এবং পুর দফতরের তদারকিতে উন্মুক্ত শৌচমুক্ত হয়েছে কলকাতা সহ রাজ্যের...

ফাঁকা কেন্দ্রগুলিতে দ্রুত ইআরও–এইআরও নিয়োগের নির্দেশ কমিশনের 

ফাঁকা পড়ে থাকা একাধিক বিধানসভা কেন্দ্রে দ্রুত ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (ইআরও) এবং অ্যাসিসটেন্ট ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (এইআরও) নিয়োগের...

নথিভুক্ত অথচ নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে তলব করল কমিশন 

নির্বাচন কমিশনের নির্দেশে ফের সক্রিয় হল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। নথিভুক্ত হলেও কার্যত নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে...

সুখবর! পুজোর আগে পার্ট টাইম কর্মীদের বেতন বাড়াল রাজ্য 

পুজোর আগে রাজ্যের আংশিক সময়ের কর্মীদের জন্য বড় সুখবর দিল নবান্ন। বিভিন্ন দফতর ও সরকার অধীনস্থ সংস্থায় কর্মরত...
Exit mobile version