Tuesday, May 20, 2025

ভাষার প্রতি টান, রাশিয়ান-ভিয়েতনামি জানা মমতা চান মেঘালয়ের ভাষা শিখতে

Date:

ভাষা শেখার ক্ষেত্রে বরাবরই আগ্রহী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বাংলা-হিন্দি-ইংরাজি ছাড়াও বহু দেশি-বিদেশি বহু ভাষা জানেন তিনি। কথা বলতে পারেন অনর্গল। সেই তালিকায়, পাঞ্জাবি, মরাঠি, উর্দুর পাশাপাশি আছে রাশিয়ান, ভিয়েতনামির মতো ভাষাও। তবে, আপশোস খাসি, গারো বা পাঁর- যে তিনভাষা মেঘালয়ে (Meghalaya) প্রচলিত- সেগুলি তিনি জানেন না। তবে, বুধবার মেঘালয়ের উত্তর গারোর মেদিপাথর জনসভায় মমতা বলেন, ‘‘পরের বার যখন আপনাদের এলাকায় আসব, আপনাদের ভাষা শিখতে চাই। আমায় প্লিজ শেখান! এর মধ্যে আমি ইউটিউব থেকে শিখতে আরম্ভ করব।’’ তবে, তৃণমূল (TMC) নেতা মুকুল সাংমার (Mukul Sangma) থেকে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) স্থানীয় ভাষা বেশ কিছুটা শিখে নিয়েছেন বলে জানান মমতা।

দেশের যে প্রান্তেই গিয়েছেন, সেখানকার স্থানীয় ভাষায় অন্তত কয়েক লাইন বলতে শোনা গিয়েছে বাংলার মুখ্যমন্ত্রীকে। স্থানীয় ভাষা শেখার আগ্রহও প্রকাশ করেছেন বারবার। নিজেই জানিয়ে ছিলেন, ‘‘আমি গুজরাতি ভাষা জানি। ভিয়েতনামি ভাষা জানি। যখন ভিয়েতনামে গিয়েছিলাম, শিখেছিলাম। রাশিয়ান জানি। সেখানে তিন বার গিয়েছিলাম, তখন শিখেছি। আমি নাগামিজ জানি, মণিপুরী জানি, আসামিজ জানি, ওড়িয়া জানি, পাঞ্জাবি জানি, মরাঠি জানি, উর্দু জানি, গোর্খা জানি, নেপালি জানি। তবে এটা নিয়ে গর্ব করি না।’’ তৃণমূল সুপ্রিমো যে রাজ্যে যান সেখানকার ভাষাতেই কথা বলতে পছন্দ করেন। তবে, এদিন মেঘালয়ে স্থানীয় ভাষায় কথা বলতে পারেননি। তা নিয়ে আক্ষেপও করেন মমতা। বলেন, ‘‘মেঘালয়কে কুর্নিশ জানাতে চাই। পরের বার যখন আসব আপনাদের এলাকায়, আপনাদের ভাষা শিখতে চাই। আমায় প্লিজ শেখান! এর মধ্যে আমি ইউটিউব থেকে শিখতে আরম্ভ করব।’’ তাঁর কথায়, ‘‘আমি খুব খুশি হব, আপনাদের কাছ থেকে আপনাদের ভাষা শিখলে।’’ পাশাপাশিই মমতা জানান, মেঘালয়ের তৃণমূল নেতা মুকুল সাংমার কাছ থেকে তাঁদের ভাষা অনেকটাই শিখেছেন অভিষেক। ওই ভাষায় তিনি কথাও বলেছেন। এবার নিজে মেঘালয়ের স্থানীয় ভাষা শিখবেন মমতা।

 

 

Related articles

দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে তমলুক ও দুর্গাপুরে নয়া কোর কমিটি আইএনটিটিইউসির

পূর্ব মেদিনীপুরের তমলুক ও পশ্চিম বর্ধমানের দুর্গাপুরে আইএনটিটিইউসির কোর কমিটি গঠন করল তৃণমূল। সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের চেয়ারপার্সন মমতা...

ভারী বৃষ্টিতে ফুঁসছে তিস্তা, আজ উত্তরবঙ্গের একাধিক জেলায় কমলা সর্তকতা!

প্রাক বর্ষার মরশুমে উত্তরবঙ্গের বিপর্যয়ের আশঙ্কা। গত কয়েকদিনের ভারী বর্ষণে ইতিমধ্যেই বিপদসীমার উপর দিয়ে বইতে শুরু করেছে তিস্তার...

আজ ডাবগ্রামের ভিডিয়োকন গ্রাউন্ডে সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী 

উত্তরবঙ্গ সফরের দ্বিতীয় দিনে মঙ্গলবার ঠাসা কর্মসূচি বাংলার মুখ্যমন্ত্রীর মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। আজ শিলিগুড়ি (Siliguri), জলপাইগুড়ি ও...

আজ ওয়াকফ সংশোধনী আইনের বৈধতা নিয়ে সুপ্রিম শুনানি

বিতর্কিত ওয়াকফ সংশোধনী আইনে স্থগিতাদেশ দেওয়া হবে কি, আজ সুপ্রিম সিদ্ধান্তের দিকে তাকিয়ে গোটা দেশ। কেন্দ্রীয় সরকার সংসদের...
Exit mobile version