Sunday, November 16, 2025

ভাষার প্রতি টান, রাশিয়ান-ভিয়েতনামি জানা মমতা চান মেঘালয়ের ভাষা শিখতে

Date:

ভাষা শেখার ক্ষেত্রে বরাবরই আগ্রহী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বাংলা-হিন্দি-ইংরাজি ছাড়াও বহু দেশি-বিদেশি বহু ভাষা জানেন তিনি। কথা বলতে পারেন অনর্গল। সেই তালিকায়, পাঞ্জাবি, মরাঠি, উর্দুর পাশাপাশি আছে রাশিয়ান, ভিয়েতনামির মতো ভাষাও। তবে, আপশোস খাসি, গারো বা পাঁর- যে তিনভাষা মেঘালয়ে (Meghalaya) প্রচলিত- সেগুলি তিনি জানেন না। তবে, বুধবার মেঘালয়ের উত্তর গারোর মেদিপাথর জনসভায় মমতা বলেন, ‘‘পরের বার যখন আপনাদের এলাকায় আসব, আপনাদের ভাষা শিখতে চাই। আমায় প্লিজ শেখান! এর মধ্যে আমি ইউটিউব থেকে শিখতে আরম্ভ করব।’’ তবে, তৃণমূল (TMC) নেতা মুকুল সাংমার (Mukul Sangma) থেকে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) স্থানীয় ভাষা বেশ কিছুটা শিখে নিয়েছেন বলে জানান মমতা।

দেশের যে প্রান্তেই গিয়েছেন, সেখানকার স্থানীয় ভাষায় অন্তত কয়েক লাইন বলতে শোনা গিয়েছে বাংলার মুখ্যমন্ত্রীকে। স্থানীয় ভাষা শেখার আগ্রহও প্রকাশ করেছেন বারবার। নিজেই জানিয়ে ছিলেন, ‘‘আমি গুজরাতি ভাষা জানি। ভিয়েতনামি ভাষা জানি। যখন ভিয়েতনামে গিয়েছিলাম, শিখেছিলাম। রাশিয়ান জানি। সেখানে তিন বার গিয়েছিলাম, তখন শিখেছি। আমি নাগামিজ জানি, মণিপুরী জানি, আসামিজ জানি, ওড়িয়া জানি, পাঞ্জাবি জানি, মরাঠি জানি, উর্দু জানি, গোর্খা জানি, নেপালি জানি। তবে এটা নিয়ে গর্ব করি না।’’ তৃণমূল সুপ্রিমো যে রাজ্যে যান সেখানকার ভাষাতেই কথা বলতে পছন্দ করেন। তবে, এদিন মেঘালয়ে স্থানীয় ভাষায় কথা বলতে পারেননি। তা নিয়ে আক্ষেপও করেন মমতা। বলেন, ‘‘মেঘালয়কে কুর্নিশ জানাতে চাই। পরের বার যখন আসব আপনাদের এলাকায়, আপনাদের ভাষা শিখতে চাই। আমায় প্লিজ শেখান! এর মধ্যে আমি ইউটিউব থেকে শিখতে আরম্ভ করব।’’ তাঁর কথায়, ‘‘আমি খুব খুশি হব, আপনাদের কাছ থেকে আপনাদের ভাষা শিখলে।’’ পাশাপাশিই মমতা জানান, মেঘালয়ের তৃণমূল নেতা মুকুল সাংমার কাছ থেকে তাঁদের ভাষা অনেকটাই শিখেছেন অভিষেক। ওই ভাষায় তিনি কথাও বলেছেন। এবার নিজে মেঘালয়ের স্থানীয় ভাষা শিখবেন মমতা।

 

 

Related articles

ফের মেট্রো বিভ্রাট, ময়দান থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত আংশিক ব্যাহত পরিষেবা!

রবিবাসরীয় সকালেও মেট্রো ভোগান্তি (Metro Service Interrupted)। সিগন্যালিং রক্ষণাবেক্ষণের কাজের জেরে এদিন প্রথম মেট্রো থেকেই ব্যাহত হয় পরিষেবা।...

বঙ্গোপসাগরে ফের ঘূর্ণাবর্ত, আগামী সপ্তাহের গোড়াতেই ঊর্ধ্বমুখী পারদ

সকালে শীতের (Winter) অনুভূতি বেলা বাড়লে হালকা গরম, কার্তিক মাসের শেষ লগ্নে এভাবেই হিমেল আবহাওয়া উপভোগ করছে বঙ্গবাসী।...

টাটা সুমো-ডাম্পারের সংঘর্ষ, জম্মু-কাশ্মীরে পথ দুর্ঘটনায় মৃত ৪ আহত একাধিক

শ্রীনগরের নওগ্রামে বিস্ফোরক থেকে বিস্ফোরণের ঘটনা নিয়ে যখন শোরগোল পড়ে গেছে ঠিক সেই আবহে ভূস্বর্গে ভয়াবহ সড়ক দুর্ঘটনার...

শ্যুটিং করতে গিয়ে রক্তাক্ত ছোটপর্দার নায়িকা তিয়াসা, চিন্তায় অনুরাগীরা!

টেলিভিশন দুনিয়ার জনপ্রিয় মুখ তিয়াসা লেপচা ফের খবরের শিরোনামে। এবার শ্যুটিং করতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়েছেন তিনি (Tiyasha...
Exit mobile version