১১ হাজার কর্মী ছাঁটাইয়ের পথে মাইক্রোসফট!

গুগল, টুইটার, অ্যামাজন, ফেসবুকের পথ অনুসরণ করে এবার কর্মী ছাঁটাইয়ের পথে বহুজাতিক সংস্থা মাইক্রোসফট। ধনকুবের বিল গেটস প্রতিষ্ঠিত সংস্থাটি এখনও এ বিষয়ে মুখ না খুললেও সংবাদ সংস্থার তরফে বিষয়টি প্রকাশ্যে এনেছে। জানা গিয়েছে, আজ, বুধবার থেকেই সংস্থায় কর্মী ছাঁটাই শুরু করা হবে।


সংবাদ সংস্থাগুলির তরফে জানানো হয়েছে, সারা বিশ্বে মাইক্রোসফটের মোট কর্মী সংখ্যার অন্তত ৫ শতাংশের কাজ যেতে চলেছে। ওই সূত্র মারফতই জানা গিয়েছে, এ যাত্রায় মূলত কোপ পড়তে চলেছে ইঞ্জিনিয়ারিং এবং মানবসম্পদ বিভাগে কাজ করা কর্মীদের উপরেই।



এর আগে ২০২২ সালেও ১ হাজার কর্মীকে ছাঁটাই করেছিল মাইক্রোসফট। সংস্থার ২ লক্ষ কর্মীদের মধ্যে সে যাত্রায় কাজ খুইয়েছিলেন ১ শতাংশ কর্মী। কিন্তু সাম্প্রতিক কালের মধ্যে এত কর্মীকে ছাঁটাই করার পরিকল্পনা আগে নেয়নি মাইক্রোসফট। অর্থনৈতিক মহলের একাংশের অনুমান, বিশ্বের রাজনৈতিক ডামাডোল এবং ইউরোপ-আমেরিকায় মুদ্রাস্ফীতির কারণে ২০২৩ সালে সংস্থাগুলি আবার বড় সংখ্যক কর্মীকে ছাঁটাইয়ের পথে হাঁটতে পারে।

 

Previous articleএক সপ্তাহ পেরোয়নি, ফের অস্ট্রেলিয়ায়  হিন্দু মন্দিরে ভাঙচুরের ঘটনা
Next articleনিয়োগ দুর্নীতি নিয়ে এবার কুন্তল ঘোষকে তলব সিবিআই-এর