Monday, August 25, 2025

ফেক নিউজ যাচাইয়ের ক্ষমতা শুধুই কেন্দ্রের! নয়া খসড়ার বিরোধিতায় সরব এডিটর্স গিল্ড

Date:

ফেক নিউজ(Fake NEWS) নিয়ে সম্প্রতি কেন্দ্রের(Central) তরফে নয়া খসড়া তৈরি করা হয়েছে। যেখানে বলা হয়েছে, ভুয়ো খবর চিহ্নিত করার ক্ষমতা থাকবে শুধু মাত্র কেন্দ্রের হাতে। ফেক নিউজ সংক্রান্ত সরকারের নয়া এই খসড়া নিয়ে তীব্র আপত্তি জানালো এডিটর্স গিল্ড অফ ইন্ডিয়া(Editors Gild of India)। তাঁদের অভিযোগ, ফেক নিউজ নিয়ে নয়া নির্দেশিকা জারি করে আসলে সংবাদমাধ্যমের স্বাধীনতা ছিনিয়ে নিতে চাইছে সরকার।

কেন্দ্রের ইলেকট্রনিক এবং তথ্যপ্রযুক্তি মন্ত্রকের ওয়েবসাইটে সম্প্রতি ফেক নিউজ নিয়ে এক খড়সা প্রকাশ করা হয়েছে। তাতে বলা হয়েছে, কেন্দ্র সরকার সংক্রান্ত যে কোনও খবর সঠিক কিনা সেটা যাচাই করার অধিকার থাকবে শুধু প্রেস ইনফরমেশন ব্যুরোর হাতে। যার অর্থ এই নীতি কার্যকর হলে যে কোনও খবরকে ভুয়ো বলে দাগিয়ে দিতে পারবে পিআইবি(PIB)। এক্ষেত্রে জবাবদিহি করতে হবে না কাউকে। আর ভুয়ো বলে কোনও খবরকে একবার দাগিয়ে দেওয়া হলে সঙ্গে সঙ্গে সেটা মুছে দিতে বাধ্য থাকবে সংশ্লিষ্ট সংবাদমাধ্যম।

কেন্দ্রের এহেন বিজ্ঞপ্তির বিরুদ্ধে তীব্র আপত্তি জানিয়ে গিল্ডের তরফে জানানো হয়েছে, কোনটা ভুয়ো খবর সেটা নির্ধারণ করার ক্ষমতা শুধুমাত্র কেন্দ্র সরকারের অধীন PIB-র হাতে থাকতে পারে না। সেটা হলে সংবাদমাধ্যমের স্বাধীনতা খর্ব হবে। গিল্ড বলছে, এটা হলে কেন্দ্র সরকারের যথাযথ সমালোচনাতেও বাধা দেওয়া হবে। কোনও কিছুর জন্য সরকারকে কাঠগড়ায় তোলার অধিকারও হারাবে সংবাদমাধ্যম (Press Media)। গিল্ডের আরও বক্তব্য, ফেক নিউজ নির্ধারণ করার জন্য ইতিমধ্যেই দেশে বেশ কয়েকটি আইন আছে। যে আইনের মাধ্যমে কোনও খবর ভুয়ো বা আংশিকভাবে ভুল হলে, সেটা শনাক্ত করে দেওয়া যায়। নতুন এই খসড়া কার্যকর হলে সংবাদমাধ্যমকে নিয়ন্ত্রণ করা সরকারের পক্ষে সহজ হয়ে যাবে। এর ফলে অনলাইন নিউজ পোর্টালগুলির সংবাদ পরিবেশনে সরাসরি হস্তক্ষেপ করার অধিকার পেয়ে যাবে সরকার।

Related articles

কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি: দু-মলাটে বাংলার দুর্গোৎসবের ৪৩৪ বছরের ইতিহাস

রবিবাসরীয় সন্ধেয় গড়িয়াহাটের একটি ব্যাঙ্কয়েটে আড্ডার আবহে প্রকাশিত হল সাংবাদিক-লেখক সম্রাট চট্টোপাধ্যায়ের বই 'কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি'। উপস্থিত...

তৃণমূল–সমাজবাদী পার্টির পথে এবার আম আদমি পার্টি! জেপিসিতে থাকছে না আপও 

সংবিধান সংশোধনী বিল খতিয়ে দেখতে গঠিত যৌথ সংসদীয় কমিটি (জেপিসি) থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিল আম আদমি পার্টি।...

মোদির বিরুদ্ধে সরব! হিটলারি কোপে লাদাখের সোনম ওয়াংচু

দফা এক দাবি এক। লাদাখের জন্য একই দাবিতে আজও অনড় সমাজকর্মী সোনম ওয়াংচু (Sonam Wangchuk)। লাদাখের জমি, যা...

শান্তিপুরে মহিলা স্বয়ম্ভর গোষ্ঠীর ভোটে গোহারা বিজেপি! ২৬-৪-এ জয়ী তৃণমূল 

এসআইআর ইস্যু নিয়ে রাজ্যে বিজেপির মাতামাতির মধ্যে নদিয়ার শান্তিপুরে মহিলা স্বনির্ভর গোষ্ঠীর ক্লাস্টার কমিটির নির্বাচনে বড় সাফল্য পেল...
Exit mobile version