Monday, August 25, 2025

‘মডেলার বেছে ক্রিকেট খেলান’ সারফারাজকে দলে না নেওয়ায় চেতন শর্মাদের এক হাত নিলেন গাভাস্কর

Date:

বর্তমানে ঘরোয়া ক্রিকেটে দুর্ধর্ষ ফর্মে রয়েছেন সারফারাজ খান। রঞ্জি ট্রফিতে একের পর এক শতরান হাঁকিয়ে চলেছেন তিনি। তবুও খুলছে না ভারতীয় দলের দরজা। আর এতেই ক্ষুব্ধ ভারতের প্রাক্তন ক্রিকেটার সুনীল গাভাস্কর। আর সেই কারণেই এবার জাতীয় দলের নির্বাচকদের এক হাত নিলেন ভারতের প্রাক্তন ক্রিকেটার।

এদিন এক সাক্ষাৎকারে গাভাস্কর বলেন, “সারফারাজ যখন শতরান করছেন তখন তিনি মাঠের বাইরে থাকছেন না, মাঠে থেকেই শতরান করছেন। এর থেকেই বোঝা যায় যে সারফারাজ ক্রিকেটের জন্য একদম ফিট। আপনারা যদি শুধুমাত্র পাতলা এবং সুঠাম চেহারার ছেলেদেরই খোঁজেন, তাহলে আপনাদের উচিত ফ্যাশন শোতে যাওয়া এবং কিছু মডেলদের নিয়ে এসে তাদের হাতে ব্যাট ও বল দিয়ে তাদের দলে যোগ করানো। আপনার কাছে সব ধরনের আকৃতির ক্রিকেটার রয়েছে। খেলোয়াড়ের চেহারা দিয়ে বিচার না করে, তাদের রান এবং উইকেট দিয়ে বিচার করা উচিৎ।”

এর আগে সারফারাজ নিজে জানিয়েছিলেন আসন্ন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দুটি টেস্ট ম্যাচে দলে সুযোগ না পেয়ে কেঁদেছিলেন তিনি। সারফারাজ বলেন, “যখন দল ঘোষণা হল এবং সেখানে আমার নাম ছিলনা, আমি সারা দিন বিষণ্ণ ছিলাম। আমরা যখন গুয়াহাটি থেকে দিল্লিতে যাচ্ছিলাম আমি সারাদিন একাকিত্ব অনুভব করছিলাম এবং আমি কেঁদেছিলাম।”

সারফারাজ বর্তমানে ঘরোয়া ক্রিকেটে দুর্ধর্ষ ফর্মে রয়েছেন। রঞ্জি ট্রফিতে মুম্বইয়ের হয়ে একের পর এক শতরান করে চলেছেন তিনি। কিন্তু নিজের সেরা ফর্মে থেকেও জাতীয় দলে সুযোগ পাচ্ছেন না সারফারাজ। অনেকের মতে সারফারাজের জাতীয় দলে সুযোগ না পাওয়ার অন্যতম কারণ তাঁর বাড়তি ওজন। এবার সেই ইস্যুতেই সারফারাজের সমালোচকদের একহাত নিলেন গাভাস্কর। ধুয়ে দিলেন চেতন শর্মাদের।


Related articles

কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি: দু-মলাটে বাংলার দুর্গোৎসবের ৪৩৪ বছরের ইতিহাস

রবিবাসরীয় সন্ধেয় গড়িয়াহাটের একটি ব্যাঙ্কয়েটে আড্ডার আবহে প্রকাশিত হল সাংবাদিক-লেখক সম্রাট চট্টোপাধ্যায়ের বই 'কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি'। উপস্থিত...

তৃণমূল–সমাজবাদী পার্টির পথে এবার আম আদমি পার্টি! জেপিসিতে থাকছে না আপও 

সংবিধান সংশোধনী বিল খতিয়ে দেখতে গঠিত যৌথ সংসদীয় কমিটি (জেপিসি) থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিল আম আদমি পার্টি।...

মোদির বিরুদ্ধে সরব! হিটলারি কোপে লাদাখের সোনম ওয়াংচু

দফা এক দাবি এক। লাদাখের জন্য একই দাবিতে আজও অনড় সমাজকর্মী সোনম ওয়াংচু (Sonam Wangchuk)। লাদাখের জমি, যা...

শান্তিপুরে মহিলা স্বয়ম্ভর গোষ্ঠীর ভোটে গোহারা বিজেপি! ২৬-৪-এ জয়ী তৃণমূল 

এসআইআর ইস্যু নিয়ে রাজ্যে বিজেপির মাতামাতির মধ্যে নদিয়ার শান্তিপুরে মহিলা স্বনির্ভর গোষ্ঠীর ক্লাস্টার কমিটির নির্বাচনে বড় সাফল্য পেল...
Exit mobile version