Tuesday, November 25, 2025

অবরোধ-বিক্ষোভে ঠেকাতে রাজ্যে আরও নতুন ৫টি থানা

Date:

Share post:

দিনের পর দিন অবরোধ-বিক্ষোভে নাজেয়াল হতে হয়েছে হাওড়া জেলার সাঁকরাইল ও ডোমজুড় থানা এলাকাকে। রাজনৈতিক বা অন্যান্য কারণে গুরুত্বপূর্ণ ১৬ নম্বর জাতীয় সড়ক অবরুদ্ধ হয়েছে। থানা পর্যন্ত ভাঙচুর হয়েছে। পুলিশের গাড়িতে অগ্নিসংযোগ হয়েছে। পুলিশ কর্মীদের উপর আক্রমণ হয়েছে। স্পর্শকাতর এই দুই এলাকায় নজরদারি বাড়াতে এবার বড়সড় পদক্ষেপ নিল নবান্ন। সাঁকরাইল ও ডোমজুড় থানাকে ভেঙে আরও অন্তত পাঁচটি থানা করা হয়েছে।

নবান্ন সূত্রে খবর, কঠোর হাতে আইনশৃঙ্খলা ব্যবস্থা নিয়ন্ত্রণের জন্যই এই পদক্ষেপ। ইতিমধ্যেই এই প্রস্তাব অর্থদফতরের কাছে গিয়েছে। সবুজ সঙ্কেত পেলেই নতুন আরও তিনটি থানা তৈরির কাজ শুরু হয়ে যাবে।

২০২২ সালের জুন মাসে বিজেপি নেত্রী নূপুর শর্মার বক্তব্যকে ঘিরে উত্তাল হয় সাঁকরাইল এলাকা। দীর্ঘ সময় জাতীয় সড়ক অবরোধ করে রাখে স্থানীয় জনতা। রাস্তায় রীতিমতো তাণ্ডব চালানো হয়। অবরোধ তুলতে গেলে পুলিশকে ইট ছোড়া হয়। জ্বালিয়ে দেওয়া হয় পুলিসের গাড়ি। বিক্ষোভ ছড়িয়ে পড়ে পাঁচলা, ডোমজুড়, সলপ এলাকায়। ডোমজুড় থানায় ভাঙচুর চালায় উত্তেজিত জনতা। এই ঘটনার পর বদলি হন হাওড়ার পুলিস কমিশনার সি সুধাকর।

তারও আগে ২০১৬ সালে ধূলাগড়ে গোষ্ঠী সংঘর্ষের ঘটনায় বেশ কয়েকটি বাড়ি ভাঙচুর করা হয়। পোড়ানো হয় পুলিশের গাড়ি। দায়িত্ব নেওয়ার ১৫ দিনের মধ্যে বদলি হয়ে যান তদানীন্তন এসপি (গ্রামীণ) সব্যসাচী রমণ মিশ্র। ২০২০ সালেও ধূলাগড়ে একটি গোলমালের ঘটনাকে ঘিরে উত্তপ্ত হয় এলাকা।

বারবার সাঁকরাইল ও জোমজুড় থানা এলাকা উত্তপ্ত হচ্ছে কেন, তা নিয়ে রিভিউ করেন হাওড়া সিটি পুলিশের কর্তারা। দেখা যায়, সাঁকরাইল থানার সীমানা হল ৯৬ বর্গ কিলোমিটার। আর ডোমজুড় থানার অধীনে রয়েছে ৯৭.৩০ বর্গ কিলোমিটার এলাকা। এই দুই থানার সঙ্গে সীমানা রয়েছে পাঁচলা, জগাছা, দাশনগর ও জেবিপুর থানার। এলাকা দু’টি বড় হওয়ায় সর্বত্র সমানভাবে নজরদারি চালানো যাচ্ছে না। দুষ্কৃতীদের দৌরাত্ম বাড়ছে। সবমিলিয়ে দুটি থানা এলাকাকে মোট ৫টি থানায় বিভক্ত করা হবে।


 

spot_img

Related articles

নিয়ম ভেঙে পরীক্ষা নিলে শো-কজ! সাসপেনশনও হতে পারে প্রধান শিক্ষকদের, কড়া নির্দেশ পর্ষদের 

এসআইআর সংক্রান্ত কাজের জন্য বহু স্কুলে শিক্ষক পাঠানো হচ্ছে। ফলে ক্লাসরুমের পড়াশোনা ব্যাহত হচ্ছে, সময়মতো সিলেবাস শেষ করাও...

পড়ে গিয়ে পা ভাঙল কুণালের: মঙ্গলে অস্ত্রোপচার, চোট মাথাতেও

পড়ে গিয়ে ফের পা ভাঙল তৃণমূলের (TMC) রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের (Kunal Ghosh)। সোমবার, সকালে বাথরুমে (Bathroom)...

জিতুর সঙ্গে সমস্যার জের, শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে সিরিয়াল ছাড়লেন দিতিপ্রিয়া!

অনেক রটনা আর অনেক জল্পনার শেষে পাকাপাকিভাবে বিচ্ছেদ হয়ে গেল। মনে করা হচ্ছিল পারস্পারিক মনোমালিন্য আর তিক্ততার জেরে...

SIR-এর কাজে টপ-ব্যাক বিধানসভা: তালিকা তৈরি করে দিলেন অভিষেক

রাজ্যে এসআইআর প্রক্রিয়া চলাকালীন যে শাসকদল তৃণমূল কংগ্রেস পুরদস্তুর নির্বাচনের প্রস্তুতিতে নেমে পড়ল তা স্পষ্ট করে দিলেন দলের...