Tuesday, August 26, 2025

নিয়োগ দুর্নীতিতে অভিযুক্তদের পাসপোর্টে নজর, OMR Sheet মূল্যায়ন সংস্থার হলফনামা তলব আদালতের

Date:

শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় এবার অভিযুক্তদের পাসপোর্টে নজর হাইকোর্টের। শুক্রবার, শুনানিতে কলকাতা হাইকোর্টের (Calcutta) বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Abhijit Ganguly) প্রশ্ন তোলেন, কিছু অভিযুক্তের কি একাধিক থাকতে পারে? CBI-এর তদন্তকারী অফিসারকে তিনি জিজ্ঞাসা, ‘‘এঁদের পাসপোর্ট পরীক্ষা করেছেন, এঁরা কত বার বিদেশে গিয়েছেন, তা জানেন?’’ এরপরেই বিচারপতি মন্তব্য করেন, ‘‘এ বিষয়ে আমি রিপোর্ট চাইতে পারি।’’

এদিন, প্রাথমিকের নিয়োগ সংক্রান্ত মামলার তদন্তে সিবিআই কত দূর এগিয়েছে, তা জানতে চান বিচারপতি গঙ্গোপাধ্যায়। সেই সময়েই অভিযুক্তদের পাসপোর্ট নিয়ে এই প্রশ্ন করেন তিনি। যদিও কোন কোন অভিযুক্তর বিষয়ে তিনি জানতে চান- তা স্পষ্ট করেননি বিচারপতি। শুধু বলেন, ‘‘অনেক সময় জাল করে এক ব্যক্তি দুটো পাসপোর্ট (Passport) ব্যবহার করেন। এমন কিছু হয়েছে কি না খোঁজ নিন।’’

এর পাশাপাশি, এবার প্রাথমিক শিক্ষক দুর্নীতিতে OMR মূল্যায়নকারী বরাতপ্রাপ্ত সংস্থার কাছে হলফ নামা চাইল আদালত। এদিন, আদালতকে সংস্থার তরফে জানানো হয়, পর্ষদের দেওয়া তথ্য অনুযায়ী ২২০৮ জনের একটা অতিরিক্ত প্যানেলও তারা তৈরি করে। কমপক্ষে ১২ বার এই প্যানেল তৈরি করা হয়েছে। এই তথ্য তারা পর্ষদকে পাঠায়। ২০১৭ সালে এই অতিরিক্ত প্যানেল তৈরি করা হয়। এরপরেই বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এই বিষয় নিয়ে সিবিআই-এর আইও সোমনাথ বিশ্বাসকে কটাক্ষ করেন। বলেন, “কী যে করেন? ১ ঘণ্টা লাগল এটা বুঝতে, আপনার তো আরও আগেই বুঝতে পারেন। এই বিষয়ে ৩১ জানুয়ারির মধ্যে OMR Sheet মূল্যায়নের বরাত প্রাপ্ত সংস্থার কাছ থেকে হলফনামা তলব করেছে আদালত।

আরও পড়ুন- প্রস্রাব কাণ্ডের জের! এয়ার ইন্ডিয়াকে ৩০ লক্ষ জরিমানা, সাসপেন্ড পাইলটের লাইসেন্সও

 

 

Related articles

সিবিআই-এর Gallery Show নয়, খেজুরির জোড়ামৃত্যুতে CID তদন্তের নির্দেশ আদালতের, গঠন হবে SIT

খেজুরির দুই বিজেপি কর্মী সুজিত দাস ও সুধীর পাইকের রহস্যমৃত্যুতে রাজ্যের তদন্তকারী সংস্থাতেই আস্থা রাখল কলকাতা হাই কোর্ট...

জনপ্রিয় ওটিটিতেই আসছে ধূমকেতু: বলে ফেললেন প্রযোজক মহেন্দ্র

হৈ হৈ করে হলে গিয়ে ধূমকেতু যারা দেখে ফেলেছেন তাঁরা অনেকেই চাইছেন ফের দেশুর ঝলক দর্শনের। তাঁদের জন্য...

ব্রাজিল দলে ফের ব্রাত্য নেইমার, জায়গা হল না ভিনিসিয়াসের

২০২২ সালের ৯ ডিসেম্বর কাতার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ক্রোয়েশিয়ার বিরুদ্ধে শেষবার ব্রাজিলের(brazil) জার্সিতে ম্যাচ খেলেছিলেন নেইমার(neymar)।  আরও একটা...

যশের সঙ্গে আর নয়, ছেলেকে নিয়ে আলাদা নুসরত!

'অর্ডার ছাড়া বর্ডার ক্রস' না করার ওয়ারনিং দিয়ে আপাতত চর্চার শিরোনামে রক্তবীজ টু-এর (Raktabeej 2) আইটেম ডান্স গার্ল।...
Exit mobile version