বৃহস্পতিবার রাতে ছিল ফুটবল বিশ্বের মহারণ। রিয়াধে সৌদি অলস্টারের সঙ্গে এক প্রীতি ম্যাচে খেলতে নেমেছিল পিএসজি। সৌদি অলস্টারের নেতৃত্ব দেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। শুধু নেতৃত্ব দিলেনই না সৌদি আরবের হয়ে অভিষেক ম্যাচে নেমে করলেন জোড়া গোল। আর রোনাল্ডোর এই পারফরম্যান্সে উচ্ছসিত ভারতের তারকা ক্রিকেটার বিরাট কোহলি। নিজের সোশ্যাল মিডিয়ায় দিলেন এক বিরাট বার্তা।

এদিন নিজের সোশ্যাল মিডিয়ায় বিরাট লেখেন,”৩৮ বছর বয়সেও সর্বোচ্চ পর্যায়ে দাপিয়ে বেড়াচ্ছে। বসে বসে লোকের নজর কাড়া ও খবরে থাকার জন্য প্রতি সপ্তাহে ওর সমালোচনা করা ফুটবল বিশেষজ্ঞরা এখন মুখে কুলুপ এঁটেছেন। বিশ্বের অন্যতম সেরা ক্লাবের বিরুদ্ধে এমন পারফরম্যান্স দেখে মুখ বন্ধ তাদের। এর পরেও বলা হয় ও নাকি ফুরিয়ে গিয়েছে।”
আরও পড়ুন:প্রতারণার শিকার আইসিসি, অ্যাকাউন্ট থেকে উধাও কয়েক কোটি টাকা: রিপোর্ট
