Friday, December 19, 2025

সংগঠনের বেহাল দশা বিজেপির, পঞ্চায়েতে কেন্দ্রীয় বাহিনী চায় শুভেন্দু-সুকান্তরা

Date:

Share post:

গোষ্ঠীদ্বন্দ্বে রাজ্যে বেহাল দশা বিজেপির(BJP)। পঞ্চায়েতের আগে দলের সংগঠনের হাল অত্যন্ত শোচনীয়। রাজ্যে এসে নেতৃত্বকে বারবার সমন্নয়ের বার্তা দিচ্ছেন কেন্দ্রীয় নেতৃত্বরা। এদিকে সামনেই পঞ্চায়েত নির্বাচন(Panchayet Election), এই অবস্থায় নিজেদের ব্যর্থতা ঢাকতে পঞ্চায়েতে কেন্দ্রীয় বাহিনী(Central Force) দিয়ে ভোট করানোর দাবিতে সরব হল শুভেন্দু-সুকান্তরা। দুর্গাপুরে রাজ্য বিজেপির প্রদেশ কার্যকারিণী বৈঠকে এই বিষয়ে লিখিত প্রস্তাব পেশ করা হয়েছে।

শনিবার বিজেপির প্রদেশ কার্যকারিণী বৈঠকের শেষ দিনে বঙ্গ বিজেপির (BJP) লিখিত প্রস্তাবে একাধিক বিষয় তুলে ধরা হয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য হল কেন্দ্রীয় বাহিনী দিয়ে পঞ্চায়েত ভোট করানো দাবি। বিজেপির অভিযোগ, রাজ্যের আইনশৃঙ্খলা ভেঙে পড়েছে। রাজ্য নির্বাচন কমিশন তৃণমূলের হয়ে কাজ করছে। ২০১৮ সালের পঞ্চায়েত ভোটের প্রসঙ্গও টেনে আনা হয়েছে। এর প্রেক্ষিতে বঙ্গ বিজেপির দাবি কেন্দ্রীয় বাহিনী দিয়ে হোক পঞ্চায়েত ভোট। এপ্রসঙ্গে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী জানান, “২০ মাসে রাজ্যের আইনশৃঙ্খলা ভেঙে পড়েছে। রাজ্যে লাভ জেহাদের মত ঘটনা, শিশুরা আক্রান্ত, বোমা উদ্ধার, নারী নির্যাতন, মুসলিম মহিলাকে পুড়িয়ে মারার মত ঘটনা ঘটছে। সরকারি কর্মসূচি থেকে মুখ্যমন্ত্রীর কেন্দ্রকে নিশানা করা থেকে প্রমাণ হয় মুখ্যমন্ত্রী তথা স্বরাষ্ট্রমন্ত্রীর নিজের পুলিশের ওপরেই আস্থা নেই।” তবে শুভেন্দু যতই কেন্দ্রীয় বাহিনীর জিগির তুলুক রাজনৈতিক মহলের দাবি, নিজেদের সাংগঠনিক ব্যর্থতা ঢাকতেই বারবার কেন্দ্রীয় বাহিনীর দাবি তুলছে বঙ্গ বিজেপি।

কারণ সাম্প্রতিক সময়ে একাধিক গোষ্ঠীতে ভাগ হয়ে ছন্নছাড়া অবস্থা বিজেপির। সুকান্ত গোষ্ঠী, শুভেন্দু গোষ্ঠী, দিলীপ গোষ্ঠী, লকেট গোষ্ঠীর মতো টুকরো টুকরো গোষ্ঠী তৈরি হয়েছে বিজেপিতে। নেতৃত্বের স্বেচ্ছাচারিতার বিরুদ্ধে সরব হয়েছেন বিজেপির জাতীয় মুখপাত্র ভারতী ঘোষ। গোষ্ঠীদ্বন্দ্বে জর্জরিত বিজেপির সংগঠনিক হাল যা তাতে বিজেপি যে পঞ্চায়েতে লড়ার জন্য তৈরি নয় তা মেনে নিচ্ছেন নাম প্রকাশে অনিচ্ছুক বিজেপি শিবিরের একাধিক শীর্ষ নেতা। এই পরিস্থিতিতে নিজেদের ব্যর্থতা ঢাকতেই পঞ্চায়েতে কেন্দ্রীয় বাহিনীর জিগির তুলছে বিজেপি।

spot_img

Related articles

গায়ের জোরে ‘জি রাম জি’ পাশ, MGNREGA-র হত্যা! সংসদ ভবনের সিঁড়িতে রাতভর ধর্নায় তৃণমূল সাংসদরা

ব্যাপক ঠান্ডা দিল্লিতে (Delhi)। এর মধ্যেই ‘জি রাম জি’ বিলের বিরোধিতায় পুরোনো সংসদ ভবনের সিঁড়িতে রাতভর ধর্নায় তৃণমূল...

শীতের স্পেলে ব্রেক, বড়দিনের আগে জাঁকিয়ে ঠান্ডা পড়ার সম্ভাবনা কম 

বছরের শেষ মাসের শুরুর দিকে লম্বা ইনিংস খেলার আশা জাগিয়েও ডিসেম্বরের মাঝামাঝিতে খানিকটা হাঁপিয়ে উঠেছে শীত (Winter), অন্তত...

বাংলাদেশে ভারতীয় উপদূতাবাসে হামলা! চিন্তা বাড়ছে নয়াদিল্লির 

ফের উত্তপ্ত প্রতিবেশী রাষ্ট্র। বাংলাদেশের দুই সংবাদপত্রের দফতরে ভাঙচুর আগুন লাগিয়ে দেওয়ার ঘটনার পর হামলা চট্টগ্রামের ভারতীয় উপদূতাবাসে...

হিজাব বিতর্কে নয়া মোড় ,সরকারি চাকরিতে যোগ দিচ্ছেন না মহিলা চিকিৎসক!

বিহারের সরকারি অনুষ্ঠানে মহিলা চিকিত্‍সকের মুখ থেকে হিজাব টেনে নামিয়ে দিয়ে বিতর্কের জন্ম দিয়েছেন সে রাজ্যের মুখ্যমন্ত্রী নীতীশ...