Thursday, August 21, 2025

বছর দেড়েক আগে শেষ দেখা হয়েছিল মায়ের সঙ্গে। মা থাকতেন ভারতে (India) আর দুই মেয়ে বিয়ের পর চলে গিয়েছিলেন পড়শি দেশ বাংলাদেশে (Bangladesh)। বছর দেড়েক আগে ভারতে বাপের বাড়ি এসেছিলেন দুজনেই। সেখানে কিছুদিন থেকে ফের শ্বশুরবাড়ি ফিরে যান দুজনেই। তখনই মায়ের সঙ্গে শেষ সাক্ষাৎ। এরপরই দুই সংসারের মধ্যে কাঁটাতারের বেড়া মাথা তুলে দাঁড়ায়। মা বেঁচে থাকাকালীন সেই সীমানা আর পেরনো হয়নি। এরই মধ্যে শুক্রবার আচমকাই নদীয়ার (Nadia) শক্তিনগর জেলা হাসপাতালে মৃত্যু হয় মা ফজিলা বিবির। মায়ের এমন মর্মান্তিক খবর পেয়ে কেঁদে ভাসান দুই মেয়ে। মাথায় তখন একটাই চিন্তা ঘুরপাক খাচ্ছিল তবে কী শেষ দেখাটুকুও হবে না? তবে মুশকিল আসান করল বিএসএফ (BSF) ও বিজিবির (BGB) যৌথ বাহিনী। এরপরই বাংলাদেশের বাসিন্দা দুই মেয়ে রাবিয়া বিবি ও সখের বানু দেখতে পেলেন তাঁদের মাকে।

তবে পরিবার সূত্রে খবর, ফজিলা বিবির মৃত্যুর পর উপায় না দেখে তাঁর ছেলেরা বিএসএফ কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেন। বিষয়টি শোনার পর বিএসএফ যোগাযোগ করে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি বা বর্ডার গার্ড বাংলাদেশ কর্তৃপক্ষের সঙ্গে। দুই সীমান্তরক্ষী বাহিনীর কর্তারা নিজেদের মধ্যে আলোচনার পর সিদ্ধান্ত নেওয়া হয়, ফজিলা বিবির মৃতদেহ নিয়ে যাওয়া হবে জিরো লাইনে। এরপরই খবর দেওয়া হয় রাবিয়া বিবি ও সখেরা বানুকে।

শুক্রবার হাটখোলা গ্রামে কাঁটাতারের গেট সংলগ্ন ৯৩ নম্বর পিলারের কাছে ফজিলা বিবির মৃতদেহ রাখা হয়। এরপর বিএসএফ জওয়ানরা পরিবারের লোকেদের সেখানে নিয়ে যান। কাঁটাতারের ওপারে দুই মেয়ে দাঁড়িয়ে মাকে শেষবারের মতো দেখেন। এরপর সকলের উপস্থিতিতে কাফন তুলে শেষ বারের মতো মায়ের মুখ দেখেন দুই মেয়ে।

 

 

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...
Exit mobile version