Sunday, November 9, 2025

BSF-BGBর যৌথ উদ্যোগ! মৃ*ত মাকে শেষবারের মতো ‘জিরো লাইনে’ দেখলেন মেয়েরা

Date:

বছর দেড়েক আগে শেষ দেখা হয়েছিল মায়ের সঙ্গে। মা থাকতেন ভারতে (India) আর দুই মেয়ে বিয়ের পর চলে গিয়েছিলেন পড়শি দেশ বাংলাদেশে (Bangladesh)। বছর দেড়েক আগে ভারতে বাপের বাড়ি এসেছিলেন দুজনেই। সেখানে কিছুদিন থেকে ফের শ্বশুরবাড়ি ফিরে যান দুজনেই। তখনই মায়ের সঙ্গে শেষ সাক্ষাৎ। এরপরই দুই সংসারের মধ্যে কাঁটাতারের বেড়া মাথা তুলে দাঁড়ায়। মা বেঁচে থাকাকালীন সেই সীমানা আর পেরনো হয়নি। এরই মধ্যে শুক্রবার আচমকাই নদীয়ার (Nadia) শক্তিনগর জেলা হাসপাতালে মৃত্যু হয় মা ফজিলা বিবির। মায়ের এমন মর্মান্তিক খবর পেয়ে কেঁদে ভাসান দুই মেয়ে। মাথায় তখন একটাই চিন্তা ঘুরপাক খাচ্ছিল তবে কী শেষ দেখাটুকুও হবে না? তবে মুশকিল আসান করল বিএসএফ (BSF) ও বিজিবির (BGB) যৌথ বাহিনী। এরপরই বাংলাদেশের বাসিন্দা দুই মেয়ে রাবিয়া বিবি ও সখের বানু দেখতে পেলেন তাঁদের মাকে।

তবে পরিবার সূত্রে খবর, ফজিলা বিবির মৃত্যুর পর উপায় না দেখে তাঁর ছেলেরা বিএসএফ কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেন। বিষয়টি শোনার পর বিএসএফ যোগাযোগ করে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি বা বর্ডার গার্ড বাংলাদেশ কর্তৃপক্ষের সঙ্গে। দুই সীমান্তরক্ষী বাহিনীর কর্তারা নিজেদের মধ্যে আলোচনার পর সিদ্ধান্ত নেওয়া হয়, ফজিলা বিবির মৃতদেহ নিয়ে যাওয়া হবে জিরো লাইনে। এরপরই খবর দেওয়া হয় রাবিয়া বিবি ও সখেরা বানুকে।

শুক্রবার হাটখোলা গ্রামে কাঁটাতারের গেট সংলগ্ন ৯৩ নম্বর পিলারের কাছে ফজিলা বিবির মৃতদেহ রাখা হয়। এরপর বিএসএফ জওয়ানরা পরিবারের লোকেদের সেখানে নিয়ে যান। কাঁটাতারের ওপারে দুই মেয়ে দাঁড়িয়ে মাকে শেষবারের মতো দেখেন। এরপর সকলের উপস্থিতিতে কাফন তুলে শেষ বারের মতো মায়ের মুখ দেখেন দুই মেয়ে।

 

 

Related articles

‘ভূত বিড়াল’ কি শুধুই কল্পনার কাহিনী? বাস্তবে কোথায় দেখা গেল চাঁদনি রাতের বিড়াল

কালো নয়। ডোরা কাটাও নয়। বন বিড়াল। তবে সাদা। দেখা যায় শুধুই চাঁদনি রাতে। মানুষের থেকে ভূতের সঙ্গেই...

ইডেনে ব্যাটিংয়ে জোর দিতে চান গম্ভীর! ভাবনায় দুই কিপার

চলতি সপ্তাহে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজ খেলতে নামছে ভারত। ইডেনের প্রথম ম্যাচে ভারতীয় দলের প্রথম একাদশ কেমন...

SIR আতঙ্কে সন্তানকে নিয়ে বিষ খেলেন মা! পরিবারের পাশে তৃণমূল

নির্বাচন কমিশনের ভোটার তালিকায় নাম রয়েছে, না নেই। রাজ্যজুড়ে সাধারণ মানুষের মধ্যে সেই আতঙ্ক ক্রমশ স্পষ্ট। বিহারের উদাহরণ...

জাত-পাতের ভাগ করে রাজনীতিকরা! জাতিভেদ তুলে দিতে সরব মোহন ভাগবত

ভারতে রাজনৈতিক কারণে জাত-পাত নিয়ম বর্তমান। এবার সরব আরএসএস প্রধান মোহন ভাগবত। আদতে দেশের রাজনীতিতে মানুষের সমান অধিকার...
Exit mobile version