অভিষেক প্যান্ডোরার বাক্স খুললে বিজেপির পতাকা ধরার লোক থাকবে না: কেন বললেন মদন!

রবিবার, খড়গপুর সদরের বিজেপি বিধায়কের দলবদল জল্পনার পারদ তুঙ্গে তুলে মদন মিত্র বলেন, কে যোগ দেবেন আর কে দেবেন না, এটা নেতৃত্বের ব্যাপার।

বিজেপি বিধায়ক হিরণ চট্টোপাধ্যায় (Hiran Chatterjee) ছবি নিয়ে যখন রাজ্য রাজনীতিতে জোর জল্পনা, তখন তাতে আরও ধোঁয়া দিলেন তৃণমূল (TMC) বিধায়ক মদন মিত্র (Madan Mitra)। রবিবার, এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মদন বলেন, “অভিষেকের কাছে রাখা খামে অনেক হরিণ ধরা পড়ে গিয়েছে।“

রবিবার, খড়গপুর সদরের বিজেপি বিধায়কের দলবদল জল্পনার পারদ তুঙ্গে তুলে মদন মিত্র বলেন, “কে যোগ দেবেন আর কে দেবেন না, এটা নেতৃত্বের ব্যাপার। অভিষেকের কাছে রাখা খামে অনেক হরিণ ধরা পড়ে গেছে। অভিষেকের প্যান্ডোরার বাক্স খুলে দিলে বাংলায় পতাকা তোলার লোক পাবে না বিজেপি।“

গত কয়েকদিন হিরণের একটি ছবি নিয়ে রাজ্য রাজনীতি তোলপাড়। বিজেপি বিধায়কের তৃণমূলে যোগে জল্পনা ছড়ায়। এই পরিস্থিতিতে কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্রের কথায় সেই জল্পনা নতুন মাত্রা পায়।