Wednesday, December 3, 2025

মার্কিন মুলুকে ফের বন্দুকবাজের হা*মলা, মৃ*ত ১০

Date:

Share post:

বছরের শুরুতেই ফের বন্দুকবাজের হামলায় রক্তাক্ত মার্কিন মুলুক। শনিবার ছিল চিনা নববর্ষ। সেই উপলক্ষে আমেরিকার ক্যালিফোর্নিয়ার মন্টেরে পার্কে জড়ো হয়েছিলেন বহু মানুষ। সেই অনুষ্ঠান শেষ হতেই বন্দুকবাজের তাণ্ডব শুরু হয়ে যায়। স্থানীয় সময় শনিবার রাত ১০টার পরে বন্দুকবাজের হামলা শুরু হয়।

তবে এখনও পর্যন্ত বন্দুকবাজকে গ্রেফতার করা গিয়েছে কি না, তা স্পষ্ট নয়। ঠিক কত জনের মৃত্যু হয়েছে তা-ও স্পষ্ট করে জানা যায়নি। ওই ঘটনায় অন্তত ১০ জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। গুলিবিদ্ধ হয়ে মৃত্যুর সঙ্গে লড়াই করছেন আরও ১৬ জন। স্থানীয় পুলিশ সূত্রে জানা গিয়েছে, শনিবার রাত ১০টা নাগাদ ওই পার্কে হামলা চালায় বন্দুকবাজ। হামলাকারীরা সংখ্যায় কতজন ছিলেন, তা অবশ্য স্পষ্ট নয়। চিনের চন্দ্র নববর্ষ পালন উৎসব উপলক্ষ্যে ক্যালিফোর্নিয়ার পার্কে বহু মানুষ জমায়েত করেছিলেন। পার্কে ঢুকে আচমকা গুলি চালানোয় সকলের মধ্যে হুড়োহুড়ি পড়ে যায়। পালানোর সময় অনেকে পড়ে গিয়ে আহত হন বলেও জানা গিয়েছে।

অন্যদিকে শনিবারই সোমালিয়ায়  জঙ্গি দমনে বড় সাফল্য পেয়েছে মার্কিন সেনা। এরই পাশাপাশি, গত শুক্রবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের  বাড়িতে চলে ম্যারাথন তল্লাশি। বাজেয়াপ্ত হয় আধ ডজনের বেশি গুরুত্বপূর্ণ নথি। এর মধ্যে রয়েছে ক্লাসিফায়েড ডকুমেন্টও। প্রায় ১৩ ঘণ্টার বেশি সময় ধরে তল্লাশি চলে বলে জানিয়েছেন প্রেসিডেন্টের অ্যাটর্নি। মার্কিন প্রেসিডেন্টের বাড়িতে এহেন তল্লাশিকে নজরবিহীন বলেই উল্লেখ করেছেন রাজনৈতিক বিশ্লেষকরা। তাঁদের দাবি, পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনে এই ঘটনাকে সামনে রেখে প্রচার ঝড় তুলবে প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দল রিপাবলিকান পার্টি। বিরোধীদের সেই প্রচার সামলে ভোটে জেতা যথেষ্ট কঠিন হবে ক্ষমতাসীন ডেমোক্রেটিক দলের।

আগামী বছরের নভেম্বরে হবে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন। সেখানে বিরোধী দল রিপাবলিকান পার্টির হয়ে মনোনয়ন দিতে পারেন ভারতীয় বংশোদ্ভূত নিকি হ্যালি । সম্প্রতি একটি সাক্ষাৎকারে নিজেই সেই ইঙ্গিত দিয়েছেন তিনি।

 

spot_img

Related articles

আদালতের রায়ে বহাল ৩২ হাজার প্রাথমিক নিয়োগ, হাইকোর্ট চত্বরে অকাল হোলিতে মাতলেন শিক্ষকরা

দীর্ঘ দু’ বছর ধরে লড়াই, অনিশ্চয়তা আর সামাজিক উপহাস—সবকিছু কাটিয়ে অবশেষে স্বস্তির নিঃশ্বাস ফেললেন ৩২ হাজার প্রাথমিক শিক্ষক-শিক্ষিকা।...

ছত্তিশগড়ে মাওবাদী বিরোধী অভিযান: নিহত ১২ জঙ্গি, প্রাণ গেল ৩ জওয়ানের

মাওবাদী দমনে বড়সড় সংঘর্ষ ছত্তিশগড়ে। সংঘর্ষে মাওবাদীদের মৃত্যু হলেও এবার প্রাণ গেল জওয়ানদের। বিজাপুরে (Bijapur) সংঘর্ষে প্রাণ হারালো...

হিসাবে কমছে দেশের বেকারত্ব! অভিষেকের প্রশ্নের জবাবে সংখ্যাতত্ত্ব পেশ কেন্দ্রের

জিডিপি-র অঙ্কে ভারত ক্রমশ উন্নতি করছে। জিডিপি বৃদ্ধির হারে রেকর্ড করে গত তিন মাসে প্রভূত উন্নতি হয়েছে দেশের,...

সত্যের জয়: শিক্ষকদের শুভেচ্ছা শিক্ষামন্ত্রীর, রায়কে স্বাগত কল্যাণের, বিরোধীদের বিঁধলেন কুণাল

সত্যের জয় হল। বহাল প্রাথমিকে ৩২ হাজার চাকরি। বুধবার কলকাতা হাই কোর্টের (Calcutta High Court) ডিভিশন বেঞ্চের রায়ের...