Thursday, December 18, 2025

হলদিয়ার দুই গ্রাম ও নন্দীগ্রামের এক মহল্লার সব বাড়িতে একসাথে আলো জ্বলল

Date:

Share post:

ঘরে ঘরে বিদ্যুৎ চালু হল। সোমবার ২৩ জানুয়ারি নেতাজির জন্মদিনে  হলদিয়ার বিষ্ণুরামচক ও সৌতনচক গ্রামে বাড়ি বাড়ি বিদ্যুতের আলো জ্বলল। স্বাধীনতার পর এই প্রথম সেখানে বিদ্যুৎ এলো।এদিন এই উপলক্ষে গ্রামে ঘুরলেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ।বিদ্যুৎ আসায় গ্রাম জুড়ে উৎসবের পরিবেশ।

বহু বাড়িতে গিয়ে খোঁজ নেন কুণাল।এমনকী, গত পুরভোটে বিজেপির প্রার্থী জোৎস্না মল্লিকের বাড়িতেও গেলেন কুণাল।জানতে চাইলেন, কেমন লাগছে।ঘরে আলো জ্বলায় সেই দিদিও রীতিমতো উচ্ছ্বসিত।

এদিন নন্দীগ্রামেও ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছল। প্রত্যন্ত নাকচিরাচকের একটি মহল্লা এতদিন বিদ্যুৎ থেকে বঞ্চিত ছিল। আজ সেখানে বিদ্যুৎ এল। আলো জ্বলায় সন্ধের নন্দীগ্রাম জমজমাট। বিদ্যুৎমন্ত্রী অরূপ বিশ্বাস শিলিগুড়ি থেকে ফোনে ভাষণ দিলেন। পরের মাসে এখানে আসবেন বলে তিনি জানিয়েছেন। কুণাল বলেন, কিছু কিছু প্রত্যন্ত এলাকায় সমস্যা থেকে যায়। কিছুদিন আগে আমি জানতে পারি যে নন্দীগ্রামের একটি মহল্লায় বিদ্যুৎ আসিনি।তখনি আমি বিদ্যুৎমন্ত্রী অরূপ বিশ্বাসের সঙ্গে যোগাযোগ করি এবং তিনি কথা রেখেছেন। আজ হলদিয়ার দুটি গ্রামের সঙ্গে নন্দীগ্রামের এই মহল্লাতেও বিদ্যুৎ এল। বিদ্যুৎ দফতরের অফিসার ও কর্মীদেরও তিনি অভিনন্দন জানান।

মাসকয়েক আগে দলীয় কর্মসূচিতে গিয়ে কুণাল জানতে পারেন, হলদিয়া বন্দর থেকে ঢিলছোঁড়া দূরত্বের ২৭ নম্বর ওয়ার্ডের দুটি গ্রাম বিষ্ণুরামচক এবং সৌতনচকে বিদ্যুতের খুঁটি ঢোকেনি। স্বাধীনতার এতবছর পরেও অন্ধকারে ডুবে গ্রামবাসীরা। জেনে অবাকই হন কুণাল। গ্রামে দাঁড়িয়েই কুণাল বিদ্যুৎমন্ত্রী অরূপ বিশ্বাসের কাছে বিষয়টি তুলে ধরেন। ব্যাস, ম্যাজিকের মতো কাজ। আর আজ স্বাধীনতার পর এই প্রথম দুটি গ্রামে বিদ্যুৎ আসায় খুশির জোয়ার।

 

spot_img

Related articles

নিউটাউনের ঝুপড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর

উত্তর ২৪ পরগনার নিউটাউনে বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্তের নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বুধবার সন্ধ্যার পর...

বিজনেস অ্যান্ড ইন্ডাস্ট্রি কনক্লেভ: বিনিয়োগের বার্তা নিয়ে শিল্পপতিদের সামনে মুখ্যমন্ত্রী

রাজ্যে শিল্প ও বিনিয়োগের সম্ভাবনাকে আরও বিস্তৃত করতে বৃহস্পতিবার অনুষ্ঠিত হতে চলেছে ‘বিজনেস অ্যান্ড ইন্ডাস্ট্রি কনক্লেভ’। ধনধান্য প্রেক্ষাগৃহে...

২২ জানুয়ারি থেকে শুরু ৪৯তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা, ভার্চুয়ালেও মিলবে মেলার স্বাদ

আর দেড় মাসের অপেক্ষা। আগামী ২২ জানুয়ারি থেকে শুরু হতে চলেছে ৪৯তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা। বইপ্রেমীদের জন্য এ...

যুবভারতীর বিশৃঙ্খলা-কাণ্ডে শোকজের জবাব জমা তিন শীর্ষ কর্তার

যুবভারতী ক্রীড়াঙ্গনে মেসির অনুষ্ঠান ঘিরে সৃষ্ট বিশৃঙ্খলার ঘটনায় শোকজের জবাব জমা দিলেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার, ক্রীড়া...