বজবজ জুটমিলে বিধ্বংসী অগ্নি*কাণ্ড: নিয়ন্ত্রণের চেষ্টা দমকলের, এলাকায় আতঙ্ক

বিধ্বংসী আগুনে ভস্মীভূত বজবজ (Budgebudge) জুটমিল। দমকলের ১০টি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালাচ্ছে। কিন্তু শেষ পাওয়া খবর পর্যন্ত এখনও পরিস্থিতি নিয়ন্ত্রণে আসেনি। সোমবার, বিকেল সাড়ে চারটে নাগাদ জুটমিলে (Jute Mill) আগুন (Fire) লাগে বলে স্থানীয় সূত্রে খবর। প্রথমে দমকলের তিনটি ইঞ্জিন যায়। পরে আরও ৭টি ইঞ্জিন পৌঁছয়। বিধ্বংসী আগুনের ফলে এলাকায় আতঙ্ক ছড়ায়। এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর নেই। শর্টসার্কিট থেকেই আগুন বলে প্রাথমিকভাবে অনুমান। যুদ্ধকালীন তৎপরতায় আগুন নেভানোর চেষ্টা চালাচ্ছেন দমকলকর্মীরা।

নেতাজি জন্মদিবস উপলক্ষ্যে এদিন বজবজ জুটমিল বন্ধ ছিল। বিকাল সাড়ে চারটে নাগাদ হঠাৎ করেই জুটমিলের ভিতর থেকে কালো ধোঁয়া বেরোতে দেখা যায়। তারপর লেলিহান শিখা দেখা যায়। দমকলকে খবর দেন স্থানীয়রা। খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ৩টি ইঞ্জিন। ভিতরে দাহ্য পদার্থ, পাটের স্তূপ থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। এক ঘণ্টা পেরিয়ে গেলেও আগুন নিয়ন্ত্রণে না আসায়, পরে দফায় দফায় আরও ৭টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছেছে আগুন নেভানোর কাজ চলছে। ঘটনাস্থলে মোতায়েন রয়েছে পুলিশ বাহিনীও। এদিন ছুটির দিন হওয়ায় এবং বজবজ জুটমিল বন্ধ থাকায় ভিতরে কেউ ছিলেন না।

আরও পড়ুন- সাগরদিঘি উপনির্বাচনে তৃণমূল প্রার্থী দেবাশিস বন্দ্যোপাধ্যায়

 

Previous articleসাগরদিঘি উপনির্বাচনে তৃণমূল প্রার্থী দেবাশিস বন্দ্যোপাধ্যায়
Next articleহলদিয়ার দুই গ্রাম ও নন্দীগ্রামের এক মহল্লার সব বাড়িতে একসাথে আলো জ্বলল