Wednesday, May 21, 2025

রাজ্যের প্রকল্পে আগ্রহী বিহার! শোভনদেবের সঙ্গে সাক্ষাৎ প্রতিবেশী রাজ্যের কৃষিমন্ত্রীর

Date:

Share post:

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের(Mamata Banerjee) মস্তিস্কপ্রসুত একের পর এক জনমুখী প্রকল্প কুড়িয়েছে বিশ্বসেরার সম্মান। এরাজ্যের প্রকল্পে আগ্রহ দেখিয়েছে দেশের অন্যান্য একাধিক রাজ্য। বাংলার প্রকল্পে আগ্রহ দেখিয়ে রাজ্যের কৃষিমন্ত্রী শোভনদেবের সঙ্গে সাক্ষাৎ করতে নবান্নে এলেন বিহারের কৃষিমন্ত্রী কুমার সরবজিৎ(Kumar Sabarjit)। সূত্রের খবর, কৃষিক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রকল্পগুলি নিয়ে বিস্তারিত জানতে এদিন নবান্নে(Nabanna) শোভনদেব চট্টোপাধ্যায়ের (Sovandeb Chattopadhyay) সঙ্গে সাক্ষাৎ করেন বিহারের কৃষিমন্ত্রী(Agriculture Minister)।

‘বাংলা শস‌্য বিমা যোজনা’য় চাষিদের ২২৮৬ কোটি টাকার ক্ষতিপূরণ দিয়ে সদ্যই নজির গড়েছে নবান্ন। কেন্দ্রের এক টাকাও সাহায‌্য না নিয়ে এত বড় শস‌্য বিমা প্রকল্প পূর্ব ভারত তো বটেই গোটা দেশেই বিরল। যেখানে চাষিকে এক পয়সাও দিতে হয়না। প্রিমিয়ামের সবটাই বহন করে রাজ‌্য। আবহাওয়ার খামখেয়ালিপনা হোক বা প্রাকৃতিক বিপর্যয়, চাষের ক্ষতি হলেই মেলে ক্ষতিপূরণ। বাংলার নিজস্ব এই শস‌্য বিমা যোজনা এতটাই মানবিক ও বিজ্ঞানসম্মত যে ওড়িশার (Odisha) মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক সরকারও এই প্রকল্পকে নিজ রাজ্যে লাগু করার সিদ্ধান্ত নিয়েছে। গত সপ্তাহেই ওড়িশার যুগ্মসচিব ও উপ সচিব পদমর্যাদার দুই আধিকারিক নবান্নে এসে কৃষি দপ্তরের সচিব ওঙ্কার সিং মিনা-সহ রাজ্যের একাধিক কৃষি আধিকারিকের সঙ্গে বৈঠক করেন। অনুমান করা হচ্ছে বিহার সরকারও বাংলার এই প্রকল্পকে নিজ রাজ্যে লাগু করতে আগ্রহী। যার জেরেই শোভনদেব চট্টোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাৎ করেন বিহারের কৃষিমন্ত্রী।

উল্লেখ্য, বাংলার শস্য বিমা যোজনা ও কৃষকবন্ধুর প্রকল্পের সমতুল্য কেন্দ্রের দুটি প্রকল্প রয়েছে যেগুলি হল প্রধানমন্ত্রী কিষাণ নিধি যোজনা ও কৃষি বিমা যোজনা। তবে কেন্দ্রের প্রকল্পের চেয়ে সুযোগ সুবিধার দিক থেকে অনেক বেশি এগিয়ে রাজ্যের এই প্রকল্প। সংশ্লিষ্ট মহলের দাবি, রাজ্যের আধুনিক এই প্রকল্পই আগ্রহী করে তুলেছে বিহারকে। যার জেরেই সোমবার নবান্নে রাজ্যের কৃষিমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন বিহারের কৃষিমন্ত্রী সরবজিৎ।

spot_img

Related articles

উত্তরের জেলা নিয়ে আজ রিভিউ বৈঠকে মুখ্যমন্ত্রী

উত্তরবঙ্গের জন্য ঢালাও প্রকল্প ঘোষণার পর আজ উত্তরকন্যায় পর্যালোচনা বৈঠক করতে চলেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।...

বাতিল জিনিসপত্রে ভবিষ্যৎ বিজ্ঞানের খোঁজ, ‘হুলুস্থুল’ কাণ্ড অ্যাকাডেমি অফ ফাইন আর্টসের মঞ্চে!

অংশুমান চক্রবর্তীনাটক (Theatre) বলে জীবনের কথা। আবার বাস্তবের মাটিতে দাঁড়িয়ে কিছু কল্পনার সমাহারে বিন্যাস হয় নাট্য ভাবনার। বার্তা...

যোগী রাজ্যে ফের ধর্ষণ, ভুট্টার ক্ষেত থেকে উদ্ধার মহিলার অর্ধনগ্ন দেহ!

বিজেপি শাসিত ডবল ইঞ্জিন রাজ্যে ফের নারী হেনস্থা। উত্তরপ্রদেশের আল্লাপুর (Allapur, UP) এলাকায় ভুট্টার ক্ষেত্রীকে মহিলার অর্ধনগ্ন দেহ...

বুধে উত্তরকন্যায় মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠক, উত্তরবঙ্গ উন্নয়নে জোর রাজ্যের

বুধবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর তিন দিনের উত্তরবঙ্গ সফরের শেষ দিনে উত্তরকন্যায় একটি গুরুত্বপূর্ণ প্রশাসনিক বৈঠকে অংশগ্রহণ করবেন।...