Monday, August 25, 2025

‘নেতাজির দেখানো পথে চলছে না দেশ’! বিজেপিকে ‘সংখ্যালঘু’ খোঁচা ফিরহাদের

Date:

আজকের দিনের গুরুত্ব অনেক। নেতাজি সুভাষ চন্দ্র বসু (Netaji Subhas Chanda Bose) মেয়রের (Mayor) পদে বসে কলকাতা পুরসভার (KMC) ইতিহাসকে গৌরবময় করেছেন। আমরা কখনোই সুভাষ চন্দ্র বসু হওয়ার স্পর্ধা দেখাতে পারি না কিন্তু কোনওদিন যদি তাঁর নখের যোগ্য হতে পারি তাহলে জীবন ধন্য হয়ে যাবে বলে মনে করি। সোমবার নেতাজি সুভাষ চন্দ্র বসুর ১২৬ তম জন্মবার্ষিকীতে এমনই মন্তব্য করলেন মেয়র ফিরহাদ হাকিম (Firhad Hakim)। এদিন সকালে চেতলায় শান্তি সংঘের উদ্যোগে আয়োজিত এক পদযাত্রায় অংশ নেন ফিরহাদ। সঙ্গে ছিলেন মেয়ে প্রিয়দর্শিনীও (Priyadarshini Hakim)। নেতাজির জন্মদিন পালনে কলকাতাতে রয়েছে একাধিক অনুষ্ঠান-কর্মসূচি। তার মধ্যে এদিন সকালে প্রভাত ফেরিতে সামিল হলেন ফিরহাদ।

ফিরহাদ হাকিমের অভিযোগ, নেতাজির দেখানো পথে দেশ চলছে না। এরপরই আজান্দ হিন্দ ফৌজের (Azad Hind Fauj) উদাহরণ তুলে ধরে মেয়র তথা রাজ্যের মন্ত্রীর অভিযোগ, নরেন্দ্র মোদির মন্ত্রীসভায়, সাংসদদের মধ্যে একজনও সংখ্যালঘু নেই। নেতাজি সবাইকে নিয়ে দেশ চালানোর রাস্তা দেখিয়েছিলেন কিন্তু বিজেপি দেশকে বিপদে, সর্বনাশের মুখে ঠেলে দিচ্ছে। এমনকি নেতাজির মস্তিষ্কপ্রসূত প্ল্যানিং কমিশনও (Planning Commission) বিজেপি (BJP) ভেঙে দিয়েছে। এরপরই ফিরহাদের প্রশ্ন, নেতাজির আদর্শে দেশ না চললে দেশ কীভাবে উদ্ধার হবে? শুধুই কী পুঁজিপতিদের দেশ তৈরি হবে? আদানি আম্বানিদের পুঁজি ফুলেফেঁপে উঠবে আর দেশের মানুষ না খেতে পেয়ে মারা যাবেন।

পাশাপাশি এদিন নেতাজির জন্মজয়ন্তী পালন ইস্যুতে বিজেপিকে কটাক্ষ করতে ছাড়েননি মেয়র। তিনি সাফ জানান, এরা নেতাজিকে ঘৃণা করে তাও মালা দিচ্ছে। বাংলায় এরা অস্তিত্ব হারিয়েছে। তাই কোনওরকমে ভেসে থাকতে এসব করছে। এসব করে কিছুই হবে না। বাংলায় কখনওই আরএসএস-এর আদর্শ চলবে না। উল্লেখ্য, চেতলার পদযাত্রার পর কলকাতা পুরসভায় গিয়ে যেখানে এক সময় নেতাজি বসতেন সেখানে এক বিশেষ ছবি উদ্বোধন করবেন মেয়র ফিরহাদ হাকিম।

 

 

Related articles

একগুচ্ছ প্রকল্পের শিলান্যাস! মঙ্গলে জেলা সফরে বর্ধমানে মুখ্যমন্ত্রী

আগামিকাল, মঙ্গলবার বর্ধমানে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জেলা সফর ঘিরে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। ইতিমধ্যেই সাজিয়ে তোলা হয়েছে...

বিদ্যাপতি সেতুর সংস্কার শুরু, ধাপে ধাপে সরানো হবে দোকান

শিয়ালদহ ফ্লাইওভার বা বিদ্যাপতি সেতুর সংস্কার কাজ শুরু করতে চলেছে কেএমডিএ। তার আগে সেতুর নীচে গড়ে ওঠা দোকানগুলিকে...

দার্জিলিংয়ে প্রথম ইঞ্জিনিয়ারিং কলেজ, তাকদায় সূচনা নতুন দিগন্তের

চলতি সপ্তাহেই নতুন দিগন্ত খুলতে চলেছে দার্জিলিং পাহাড়ে। প্রথমবারের জন্য পাহাড় পাচ্ছে একটি ইঞ্জিনিয়ারিং কলেজ। সরকারি-বেসরকারি যৌথ উদ্যোগে...

ঘোষণা ছাড়াই টালিগঞ্জ থেকেই ঘুরছে মেট্রো! স্বস্তি উড়েছে যাত্রীদের

কথা দিয়ে কথা রাখছে না মেট্রো! কোনও ঘোষণা ছাড়াই নিজেদের ইচ্ছেমতো ট্রেন চালাচ্ছে মেট্রো কর্তৃপক্ষ। আর তাতেই ক্ষোভ...
Exit mobile version