আজ ম‍্যাচ জিতে কিউইদের হোয়াইটওয়াশ করতে মরিয়া টিম ইন্ডিয়া

তবে নিয়মরক্ষার ম্যাচ হলেও কিউইদের হালকাভাবে নেওয়ার ব্যাপার নেই। এখন সব ম্যাচই মিশন ২০২৩ বিশ্বকাপের অংশ।

আজ নিউজিল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় একদিনের ম‍্যাচ। ইতিমধ্যে মধ‍্যে সিরিজ পকেটে পুরেছে ভারতীয় দল। ভারত আপাতত ২-০-তে এগিয়ে। শুধু শেষ ম্যাচ জিতলে ৩-০ হয়ে যাবে। হয়ে যাবে হোয়াইটওয়াশও।

তবে নিয়মরক্ষার ম্যাচ হলেও কিউইদের হালকাভাবে নেওয়ার ব্যাপার নেই। এখন সব ম্যাচই মিশন ২০২৩ বিশ্বকাপের অংশ। ফলে রোহিত ও রাহুল দ্রাবিড়ের সামনে ঘর গুছিয়ে নেওয়ার ব্যাপার রয়েছে। উমরান মালিককে ইন্দোরে ফেরানো হতে পারে। তাহলে বসবেন শার্দূল ঠাকুর। যুজবেন্দ্র চ‍্যাহাল এই সিরিজে এখনও খেলেননি। তাঁকে একটা সুযোগ দেওয়া হতে পারে। তবে খুব বেশি পরিবর্তনের রাস্তায় হাঁটবেন না রোহিত-দ্রাবিড়রা।

রায়পুরে লো-স্কোরিং ম্যাচে রোহিত হাফ সেঞ্চুরি করেছেন। শুভমন গিল তার আগের ম্যাচে বিধ্বংসী ডাবল সেঞ্চুরি করেছেন। বিরাট কোহলি রায়পুরে রান না পেলেও ভাল ফর্মে আছেন। তবে সূর্য বা ঈশান এখনও সেভাবে জ্বলে উঠতে পারেননি। বোলিংয়ে মহম্মদ সিরাজ ও মহম্মদ শামি উইকেটের মধ্যে রয়েছেন। কুলদীপও তাই। রোহিত তাঁর বোলিং লাইন আপে বেশি পরিবর্তন করেন কিনা সেটাই দেখার।

নিউজিল্যান্ডের কাছেও এটা বিশ্বকাপের স্টেজ রিহার্সাল। যেহেতু বিশ্বকাপ এবার ভারতেই হবে। কিন্তু দল হিসাবে তারা খেলতে পারছে না। ব্রেসওয়েল বা স্যান্টনার ভাল খেলছেন। তবে অধিনায়ক লাথাম, ওপেনার ডেভিড কনওয়ের ব্যাটে রান নেই। এই সিরিজে  উইলিয়ামস, সাউদি ও বোল্ট নেই। নিউজিল্যান্ডকে এখানে এসে তারই খেসারত দিতে হচ্ছে। অন্তত পরিস্থিতি সেটাই বলছে।

আরও পড়ুন:Breakfast Sports: ব্রেকফাস্ট স্পোর্টস


 

Previous articleমঙ্গলে অভিষেকের মেঘালয় সফরে ইস্তেহার প্রকাশ করবে তৃণমূল !
Next articleJNU ক্যাম্পাসে মোদিকে নিয়ে তৈরি বিতর্কিত তথ্যচিত্রের উপর কর্তৃপক্ষের নিষেধাজ্ঞা