Thursday, August 28, 2025

কিউইদের হোয়াইটওয়াশ করে উচ্ছসিত রোহিত, শুরু অজিদের বিরুদ্ধে পরিকল্পনা

Date:

নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজ জিতে অস্ট্রেলিয়া সিরিজের পরিকল্পনা শুরু ভারত অধিনায়ক রোহিত শর্মার। মঙ্গলবারই কিউইদের হোয়াইটওয়াশ করেছে টিম ইন্ডিয়া। সেই ম‍্যাচের পর সাংবাদিক সম্মেলনে অস্ট্রেলিয়া সিরিজ নিয়ে পরিকল্পনা শোনা গেল রোহিতের গলায়।

নিউজিল্যান্ডকে হারিয়ে সাংবাদিক সম্মেলনে রোহিত বলেন,” অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজ সহজ হবে না। তবে আমরা পরিকল্পনা মতন এগোবো। ” এরপরই নিউজিল্যান্ড সিরিজে ফিরে আসেন রোহিত। সিরিজ জয় নিয়ে হিটম‍্যান বলেন,” ব্যাটিং এবং বোলিংয়ে আমরা ধারাবাহিক ভাবে পারফর্ম করতে পারছি। আমাদের বেশির ভাগ জিনিসই ঠিকঠাক হচ্ছে। এটাই গুরুত্বপূর্ণ। এই ম্যাচে আমরা মহম্মদ শামি এবং মহম্মদ সিরাজকে বিশ্রাম দিয়েছিলাম। সাজঘরে বসে থাকা ক্রিকেটারদের সুযোগ দিতে চেয়েছিলাম। ওরা সকলেই দুর্দান্ত ক্রিকেটার। যুজবেন্দ্র চ‍্যাহাল এবং উমরান মালিককে দু’প্রান্ত থেকে বল করানোর পরিকল্পনা ছিল আমাদের। ওদের চাপের মুখে ফেলতে চেয়েছিলাম। কারণ আমাদের হাতে যথেষ্ট রান ছিল। শুভমন গিলের কথাও বলব। এই সিরিজে দারুণ খেলল। তরুণ ক্রিকেটার। অথচ কী সহজ ভাবে ইনিংস শুরু করছে। আমরা নিজেদের পরিকল্পনায় স্থির থাকতে চেয়েছিলাম। স্নায়ুর চাপ সামলাতে পারা গুরুত্বপূর্ণ হয় কখনও কখনও। শার্দুল ঠাকুর অনেক সময়ই সেটা করে দেখিয়েছে। তাই অনেকেই ওকে জাদুকর বলে।”

তিনবছর পর একদিনের ক্রিকেটে শতরান এসেছে রোহিতের ব‍্যাট থেকে। সেই নিয়ে হিটম‍্যান বলেন,” ৩০ তম শতরান আমার কাছে অনেক কিছু। যদিও আমি চাই যতটা সম্ভব বেশি সময় উইকেটে কাটাতে। যাতে দলকে বড় রানের পথে নিয়ে যেতে পারি।”

নিউজিল্যান্ডকে হারিয়ে আইসিসির একদিনের ক্রমতালিকার শীর্ষে উঠে এল ভারত। টি-২০ ক্রমতালিকায় আগেই এক নম্বরে উঠে এসেছেন রোহিতরা। আসন্ন টেস্ট সিরিজে অস্ট্রেলিয়াকে হারাতে পারলে ক্রিকেটের তিন ফর্ম‍্যাটেই আইসিসি ক্রমতালিকার শীর্ষে উঠে আসার সুযোগ রয়েছে ভারতের সামনে।

আরও পড়ুন:অস্ট্রেলিয়া সিরিজে বুমরাহ-এর দলে ফেরা নিয়ে মুখ খুললেন রোহিত

Related articles

সাত লুকের ‘বহুরূপ’ সোহমের, চ্যালেঞ্জ নিয়ে চমকে দিলেন অভিনেতা

যা কখনও হয়নি তা এখন হবে, এবার হবে। সেলিব্রেটিদের রিল - রিয়েলের আলাদা রূপ আর লুক নিয়ে কম...

উন্মুক্ত শৌচমুক্ত ৯৪ পুরসভা, স্বচ্ছতার শংসাপত্র বাংলাকে

শহরাঞ্চলে আর খোলা শৌচের দৃশ্য নেই। পুরসভাগুলির উদ্যোগ এবং পুর দফতরের তদারকিতে উন্মুক্ত শৌচমুক্ত হয়েছে কলকাতা সহ রাজ্যের...

ফাঁকা কেন্দ্রগুলিতে দ্রুত ইআরও–এইআরও নিয়োগের নির্দেশ কমিশনের 

ফাঁকা পড়ে থাকা একাধিক বিধানসভা কেন্দ্রে দ্রুত ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (ইআরও) এবং অ্যাসিসটেন্ট ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (এইআরও) নিয়োগের...

নথিভুক্ত অথচ নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে তলব করল কমিশন 

নির্বাচন কমিশনের নির্দেশে ফের সক্রিয় হল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। নথিভুক্ত হলেও কার্যত নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে...
Exit mobile version