Tuesday, May 13, 2025

যৌ*নশিক্ষার ক্লাসে শিক্ষিকার কাছে ‘হাতেকলমে শেখা’র আর্জি জানিয়েছিলেন শেহনাজ গিল !

Date:

সময় বদলেছে। যৌ*নশিক্ষা নিয়ে এখন বহু স্কুলেই ক্লাস হচ্ছে। পড়ুয়া এবং শিক্ষক-শিক্ষিকারাও বিষয়টি নিয়ে অনেক বেশি সাবলীল। অথচ কয়েক বছর আগেও বয়ঃসন্ধিতে পা রাখা পড়ুয়াদের নানা প্রশ্ন সামলাতে গিয়ে নাজেহাল হতেন বহু শিক্ষক-শিক্ষিকা। বলিউডের শেহনাজ গিলকেও সেই পড়ুয়াদের দলে অনায়াসে রাখা যায়।স্কুলের যৌ*নশিক্ষার ক্লাসে নিজের অভিজ্ঞতার কথাই সম্প্রতি শুনিয়েছেন শেহনাজ। রিয়্যালিটি শোয়ের এই তারকার শীঘ্রই বলিউডে অভিষেক হবে। তবে তার আগেই নিজের চ্যাট শো শুরু করে দিয়েছেন।

সব ঠিকঠাক থাকলে ২১ এপ্রিল সলমন খানের সঙ্গে শেহনাজের ছবি মুক্তি পাবে। এর মাঝেই নিজের চ্যাট শোয়ে একের পর এক বলিউড তারকার সঙ্গে খুনসুটি করেছেন তিনি। ‘দেশি ভাইব্‌স’ নামের সেই চ্যাট শোয়ে ‘ছত্রীওয়ালি’-র অভিনেত্রী রকুলপ্রীত সিং ছিলেন শেহনাজ়ের অতিথি। তাঁর কাছেই স্কুলজীবনের কিছু কথা খোলসা করেছেন শেহনাজ। তাতে উঠে এসেছে যৌনশিক্ষার ক্লাসের কথাও।ফারহাদ সামজির ‘কিসি কা ভাই কিসি কা জান’ ছবিতে সলমন ছাড়াও পূজা হেগড়ে, বেঙ্কটেশের মতো তারকারা আছেন। ২৫ জানুয়ারি সিনেমা হলে আসছে শাহরুখ খান এবং দীপিকা পাড়ুকোনের ‘পাঠান’। আর সে দিনই শেহনাজ-সলমনের ছবির ঝলক প্রকাশ্যে আসবে। ফলে বলিউডের দুই সুপারস্টারকে যে তুলনায় টানা হবে এবং সমালোচক থেকে শুরু করে ভক্তেরা যে শেহনাজকেও ‘দাঁড়িপাল্লায় মাপবেন’ তার বলাবাহুল্য।যদিও শেহনাজের জনপ্রিয়তা বহু আগে থেকেই। পাঞ্জাবি ছবির দর্শকদের কাছে তিনি ‘পাঞ্জাবের ক্যাটরিনা’। তবে ‘বিগ বস্‌’-এর ১৩তম মরসুমে ওই রিয়্যালিটি শোয়ে ঢোকার পর থেকে মূলধারার বিনোদন জগতে তাঁর পরিচিতি আরও বেড়েছে।‘বিগ বস্‌’-এর ঘরে থাকার সময় তাঁর সঙ্গে সিদ্ধার্থ শুক্লের রসায়নে অনেকেই বুঁদ হয়েছিলেন। সিদ্ধার্থের অকালপ্রয়াণে শেহনাজ়ের দুঃখে শরিক হয়েছিলেন অনেকেই।আদতে পাঞ্জাবের বাসিন্দা হলেও হিমাচলের একটি নামী আবাসিক স্কুলে পড়াশোনা করেছেন। সেখানে যৌনশিক্ষার ক্লাস নেওয়া হত বলে জানিয়েছেন শেহনাজ। তিনি বলেন, ‘‘বিজ্ঞানের বিষয়গুলির মধ্যে একমাত্র এই ক্লাসটিই আমার পছন্দের ছিল। যত বারই প্রজনন নিয়ে আলোচনা করতেন টিচার, কান খাড়া করে রাখতাম।’’এমনই একটি যৌনশিক্ষার ক্লাসে শিক্ষিকাকে একটি প্রশ্ন করেছিলেন শেহনাজ। তিনি বলেছেন, ‘‘এক দিন প্রজনন নিয়ে পড়াচ্ছিলেন টিচার। সে সময় আমি বলে উঠেছিলাম, ‘ম্যাম, আমরা এটা হাতেকলেম শিখতে পারি না?’ টিচ়ারের জবাব ছিল, ‘চুপ কর।’ ’’শেহনাজ জানিয়েছেন, স্কুলে ওই ক্লাসগুলি দারুণ লাগত তাঁর। সেই সঙ্গে রকুলপ্রীতকে সে দিনের কথা বলতে গিয়ে গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন তিনি। তাঁর কথায়, ‘‘সে দিন টিচার যদি আমাকে চুপ না করিয়ে বলতেন, ‘এগুলো তোমার শেখানোর জন্যই বলা হচ্ছে’, তবে ভাল হত। আমার মনে হয়, যৌনশিক্ষা নিয়ে শিক্ষক-শিক্ষিকাদের দৃষ্টিভঙ্গিতে বদল ঘটলে সমাজেও সে পরিবর্তন দেখা যাবে।’’শেহনাজের কথায় সহমত রকুলপ্রীতও।

 

Related articles

সন্ত্রাসবাদ রোখার সময় শান্তি চেয়ে পথে! বাম মিছিলে ইন্দিরা-স্তূতি

গোটা দেশ একজোট হয়ে সন্ত্রাসবাদের মোকাবিলায় সেনাবাহিনীর পাশে দাঁড়িয়েছে। কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তকে সমর্থনের পথে গিয়েছে সিপিআইএম (CPIM) কেন্দ্রীয়...

আন্টি ও মনে হয় আর নেই: আকুল হয়ে রিঙ্কুকে ফোন করেন প্রীতমের বান্ধবী

যে ফোনটি পেয়ে উদভ্রান্তের মতো ছুটে গিয়েছিলেন সৃঞ্জয় দাশগুপ্তর মা রিঙ্কু মজুমদার, সেটি করেছিলেন তাঁর বান্ধবী। ফোনে তিনি...

রাজ্যের পরিবহনে নতুন দিশা! à§§ কোটিরও বেশি যাত্রা সম্পূর্ণ ‘যাত্রী সাথী’র  

রাজ্য সরকারের উদ্যোগে তৈরি হওয়া অ্যাপ-নির্ভর ক্যাব পরিষেবা ‘যাত্রী সাথী’ ইতিমধ্যেই ১ কোটিরও বেশি সফল যাত্রা সম্পূর্ণ করেছে।...

রেকর্ড রূপান্তরকামীদের! সিবিএসই দশম-দ্বাদশের ফল প্রকাশ, এগিয়ে মেয়েরাই 

একইসঙ্গে প্রকাশিত হল সিবিএসই দশম ও দ্বাদশের ফল। পরীক্ষা শেষ হওয়ার ৩৯ দিনের মাথায় প্রকাশিত হল সেন্ট্রাল বোর্ড...
Exit mobile version