Kolkata: সরস্বতী পুজোর বিকেলে আনন্দপুরের প্লাস্টিক গোডাউনে বিধবং*সী আগু*ন!

ফের ভয়াবহ অগ্নিকাণ্ড শহরে। বৃহস্পতিবার বিকেলে দক্ষিণ কলকাতার আনন্দপুরে (Anandpur) প্লাস্টিকের একটি গোডাউনে (Plastic Godown) ভয়াবহ আগুন লাগে। যদিও গোডাউনটি বন্ধ থাকায় কিছুটা হলেও রক্ষা পাওয়া গিয়েছে। তবে ঘটনার জেরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। পরে দমকলের (Fire Brigade) ৫টি ইঞ্জিনের প্রায় ঘণ্টা খানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন বিকেল ৪টে নাগাদ আনন্দপুরের প্লাস্টিক গোডাউনে বিধ্বংসী আগুন লেগে যায়। গোডাউনের ভিতর দাহ্য পদার্থ থাকায় দ্রুত আগুন আশপাশে ছড়িয়ে পড়ে। তারপর স্থানীয়ারাই দমকলে খবর দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকল ও পুলিশ বাহিনী।

পুলিশ সূত্রে খবর, প্লাস্টিকের গোডাউনটি বন্ধ থাকায় হতাহতের কোনও খবর নেই। তবে বন্ধ গোডাউনের ভিতর কী ভাবে আগুন লাগল তা স্পষ্ট নয়। ঘটনাটি খতিয়ে দেখছে দমকলবাহিনী।

 

 

Previous articleআমি বাংলাকে ভালোবাসি: বাংলায় ‘হাতেখড়ি’ রাজ্যপালের, মালায়ালামে অভিনন্দন মুখ্যমন্ত্রীর
Next articleরাজ্যপালের “হাতেখড়ি” নিয়ে রাজনীতি শুভেন্দুর, কুণাল বললেন “অসভ্য-ঈর্ষাপরায়ণ-নিচ মন-বিশ্বাসঘাতক