Wednesday, November 12, 2025

আমি বাংলাকে ভালোবাসি: বাংলায় ‘হাতেখড়ি’ রাজ্যপালের, মালায়ালামে অভিনন্দন মুখ্যমন্ত্রীর

Date:

কথা মতো সরস্বতী পুজোয় (Sataswati Puja) রাজভবনে আনুষ্ঠানিকভাবে বাংলা (Bengali) শেখা শুরু করলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস (CV Ananda Bose)। সাধারণতন্ত্র দিবসের (Republic Day) বিকেলে রাজভবনের চা চক্রেই বাংলায় হাতেখড়ি হল রাজ্যের সাংবিধানিক প্রধানের। উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। রাজ্যপালকে ‘বর্ণপরিচয়’ উপহার দেন মুখ্যমন্ত্রী। এছাড়াও উপস্থিত ছিলেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু (Biman Bose), বিজেপি নেতা তথাগত রায় (Tathagata Ray)-সহ বিশিষ্টরা।

এদিন বিকেল পাঁচটা নাগাদ রাজভবনের লনের মঞ্চের লালপাড় হলুদ শাড়ি পরা খুদে ‘গুরু’ রাজ্যপালকে বাংলায় হাতেখড়ি দেওয়ায়। আনন্দ বোসের হাতে ধরে স্লেটে অ-আ লেখা শেখায় খুদে ছাত্রী। রীতি মেনে স্বরবর্ণ উচ্চারণ করেন রাজ্যপাল। গুরুদক্ষিণা হাতে তুলে দেন ছোট বালিকার হাতে। এছাড়াও বেতনের একাংশ কৃতি ছাত্র-ছাত্রীদের পুরস্কার হিসেবে দেবেন রাজ্যপাল।

এরপর বক্তব্য রাখতে উঠে রাজ্যপাল বলেন, তিনি বাংলা শিখতে চান। বলেন, “আমি বাংলাকে ভালোবাসি। বাংলার মানুষকে ভালোবাসি। সুভাষচন্দ্র বোস আমার দেশ নেতা”। রাজ্যপাল বক্তৃতা শেষ করেন, “জয় বাংলা, জয় হিন্দ” বলে।

বক্তৃতা দিতে উঠে রাজ্যপালের মাতৃভাষা মালায়ালামে তাঁকে অভিনন্দন জানান মুখ্যমন্ত্রী। বলেন, “বাংলা বলতে উৎসাহী রাজ্যপাল। আমাদের কাছে এটা গর্বের বিষয়।” মুখ্যমন্ত্রী বলেন, স্থানীয় ভাষা শেখা অত্যন্ত জরুরি। তিনি নিজেও মালায়ালাম স্লেটে লিখেছেন। একটি ছাত্রী রাজ্যপালকে হাতেখড়ি দেওয়ানোয় অত্যন্ত খুশি মুখ্যমন্ত্রী। তিনি জানান, ছোটদের শিক্ষার বিষয় গুরুত্ব দেওয়াটা তাঁদের কর্তব্য।

কর্মজীবনের শুরুতে দীর্ঘদিন কলকাতায় কাটিয়েছেন সিভি আনন্দ বোস। কবিগুরুর কবিতাও মুখস্থ আওড়াতে দেখা গিয়েছিল তাঁকে। ২৩ জানুয়ারি শ্যামবাজারে নেতাজির মূর্তিতে মাল্যদানের পরে নিজের পূর্ব কর্মস্থল এসবিআই-এর শাখাতেও যান রাজ্যপাল। কিছুক্ষণ সময় কাটান নিজের প্রাক্তন কর্মস্থলে। রাজ্যে আসার পর থেকেই বাংলা ভাষা শিক্ষার বিষয় আগ্রহ প্রকাশ করেছিলেন সিভি আনন্দ বোস। সরস্বতী পুজোর দিন থেকেই আনুষ্ঠানিকভাবে সেই প্রক্রিয়া শুরু হল।

Related articles

দেশে প্রথমবার সেমিস্টার পদ্ধতিতে ফাজিল! ফলপ্রকাশের পরে সফল পরীক্ষার্থীদের শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

দেশের মধ্যে পশ্চিমবঙ্গে প্রথম মাদ্রাসার দ্বাদশ শ্রেণির পরীক্ষা হয়েছে সেমেস্টার পদ্ধতিতে। উচ্চ মাধ্যমিকের মতো মাদ্রাসার ফাজিল ২০২৬-এর পরীক্ষা...

অর্পিতার সঙ্গে সম্পর্ক কী, কাদের নিয়ে পরিবার? খোলাখুলি উত্তর পার্থর

শিক্ষক নিয়োগ মামলায় তাঁর গ্রেফতার হওয়ার পরেই গ্রেফতার হন তাঁর বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায় (Arpita Mukharjee)। জামিন পেয়ে বাড়ি...

ডবল ইঞ্জিনের গোয়ায় কোটি টাকার চাকরি কেলেঙ্কারি! জড়িত বিজেপি মন্ত্রিসভার সদস্য ও উচ্চপদস্থ আমলা

ফের ডবল ইঞ্জিন সরকারের দুর্নীতি ফাঁস। কোটি কোটি টাকার 'চাকরির বিনিময়ে নগদ' কেলেঙ্কারির এক মূল অভিযুক্ত গোয়ার (Goa)...

এখনও গুটখা-তামাকযুক্ত পান মশলা বিক্রি নিষিদ্ধ বাংলায়, মেয়াদ চলবে কতদিন

আরও এক বছর গুটখা ও তামাকযুক্ত পান মশলা (Pan Masala) বিক্রির নিষেধাজ্ঞা পশ্চিমবঙ্গে (West Banegal)। গত ৭ নভেম্বর...
Exit mobile version