Monday, August 25, 2025

দুই গোলপোস্টের মাঝে একাধিক পাসের খেলা চলছে মোহনবাগানের (ATK Mohun Bagan) প্লেয়ারদের মধ্যে, কিন্তু বল জাল ছিঁড়তে পারছে না। স্টেডিয়াম ভরাচ্ছেন সবুজ মেরুন অনুরাগীরা, কিন্তু ফিরতে হচ্ছে হতাশ মুখে। কখনও ম্যাচ ড্র আবার কখনও অপ্রত্যাশিত পরাজয়, টানা পয়েন্ট হারাচ্ছে মোহনবাগান। এর জেরেই কোচ হুয়ান ফেরান্ডোর (Juan Ferrando) স্ট্রাটেজি নিয়ে বিরক্তি বাড়ছে। আগামী দুই ম্যাচে ঘরের মাঠে খেলতে চলেছে এটিকে মোহনবাগান। শনিবার সবুজ-মেরুন ব্রিগেডের প্রতিপক্ষ ওড়িশা এফসি(Odisha FC)। পরের খেলা ৫ ফেব্রুয়ারি বেঙ্গালুরু এফসি’র বিরুদ্ধে। কিন্তু এই মুহূর্তে স্ট্র্যাটেজের যে নমুনা দেখছেন দর্শক তাতে ফেরান্দো-ব্রিগেডের (Juan Ferrando)প্রতি আস্থা রাখতে পারছেন না কেউই।

সামনের দুটি ম্যাচ জিততে পারলে ছয় পয়েন্ট পকেটে ভরবে মোহনবাগান। সেই মতো ঘাম ঝরিয়ে চলছে প্রশিক্ষণ। কিন্তু স্প্যানিশ কোচের পরামর্শে আদৌ কাজ হচ্ছে কি? বুধবার সেটপিস মুভমেন্ট কাজে লাগানোর ব্যাপারে ফুটবলারদের সঙ্গে আলোচনা করেন ফেরান্দো। ধারাবাহিকভাবে গোল না করতে পারার কারণে মোহনবাগান লিগ তালিকার কাঙ্ক্ষিত জায়গায় নেই। দলের সাইড ব্যাক শুভাশিস বসু (Subhasish Basu) থেকে শুরু করে মিড ফিল্ডার হুগো বোমাসের বক্তব্যে পরিষ্কার দলের রক্ষন জোরদার হলেও জালে বল জড়ানো যাচ্ছে না। যদিও আপফ্রন্টের ব্যর্থতার কথা স্বীকার করতে নারাজ কোচ হুয়ান ফেরান্দো। অনেকেই মনে করছেন মোহনবাগানকে বার্সেলোনা বানাতে গিয়ে উল্টে দলের ক্ষতি করছেন স্প্যানিশ কোচ (Spanish Coach)। শনিবার মরিয়া লড়াই করতে হবে এটিকে মোহনবাগানকে, ম্যাচ হারলে কোচের বিদায় কার্যত নিশ্চিত বলেই ধারণা সমর্থকদের একাংশের।

Related articles

জাতীয় দলে ব্রাত্য সুনীল, পাকাপাকিভাবে শেষ আন্তর্জাতিক কেরিয়ার!

কাফা নেশনস কাপের জন্য ঘোষিত হল ভারতীয় ফুটবল দল (Nation Football Team)। গত ১৫ অগাস্ট থেকে নতুন কোচ...

ব্যক্তিগত অ্যাকাউন্টে টাকা লেনদেন, তাই দেখে গ্রেফতার বিধায়ক জীবনকৃষ্ণ

নিয়োগ মামলায় বেআইনিভাবে চাকরি পাওয়া শিক্ষকরা বড়ঞার বিধায়ক জীবনকৃষ্ণ সাহার (Jibankrishna Saha) অ্যাকাউন্টে টাকার লেনদেন করেছেন। সেই অভিযোগে...

জীবন মরণ-এর সীমানা পেরিয়ে প্রয়াত প্রাক্তন বিজেপি নেতা-অভিনেতা জয় বন্দ্যোপাধ্যায়

একসময়ের বাংলা হিট ছবির হিরো তথা প্রাক্তন বিজেপি (BJP) নেতা জয় বন্দ্যোপাধ্যায় (Joy Banerjee) প্রয়াত। সোমবার সকালে কলকাতার...

ভারতীয় দলে নেই বাঙালি ফুটবলার, বাংলাকে বঞ্চনার কথা প্রাক্তনদের মুখে

কাফা নেশনস কাপের জন্য ২৩ সদস্যের দল ঘোষণা করেছেন ভারতীয় দলের নতুন কোচ খালিদ জামিল(Khalid Jamil)। কিন্তু সেখানেই...
Exit mobile version