74th Republic Day : সাধারণতন্ত্র দিবসের শুভেচ্ছা জানিয়ে টুইট মোদি-শাহের

এবছর ৭৪তম সাধারণতন্ত্র দিবস পালন করছে দেশবাসী ৷ ১৯৫০ সালের ২৬ জানুয়ারি ভারতের সংবিধান কার্যকর হওয়ার দিনটিকে প্রতিবছরই পালন করা হয় মর্যাদার সঙ্গে ৷ রাজধানী দিল্লির রাজপথ কুচকাওয়াজ ও বর্ণাঢ্য উৎসবে মুখর হয়ে ওঠে ৷ সেই উপলক্ষেই আজ সারা দেশে সাজ সাজ রব ৷ ইতিমধ্যেই টুইট করে দেশবাসীকে সাধারণতন্ত্র দিবসের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

টুইটারে নরেন্দ্র মোদি লিখেছেন, ‘‘দেশবাসীকে সাধারণতন্ত্র দিবসের শুভেচ্ছা। এই বছর সাধারণতন্ত্র দিবস বিশেষভাবে গুরুত্বপূর্ণ, কারণ চলতি বছর আমরা স্বাধীনতার অমৃত মহোৎসব পালন করছি। দেশের মহান স্বাধীনতা সংগ্রামীদের স্বপ্ন সফল করতে আমাদের এক জোট হয়ে এগিয়ে যেতে হবে।”

স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ লিখেছেন, ‘‘সবাইকে ৭৪তম সাধারণতন্ত্র দিবসের শুভেচ্ছা । আজ এই বিশেষ দিনে আমি দেশের সকল স্বাধীনতা সংগ্রামী সংবিধান নির্মাতা এবং বীর জওয়ানদের প্রধান জানাই। যারা দেশকে স্বাধীনতা এনে দিয়েছেন, গণতন্ত্রের মাধ্যমে বিশ্বের সামনে দেশকে প্রতিষ্ঠিত করেছেন এবং যারা শত্রুদের থেকে দেশকে রক্ষা করতে নিজেদের বলিদান দিয়েছেন সকলকে প্রণাম।

Previous articleজামিয়া মিলিয়ায় মোদিকে নিয়ে তৈরি বিবিসি’র তথ্যচিত্র প্রদর্শন বন্ধ করতে পুলিশের দাদাগিরি
Next articleকংগ্রেসকে ১৩টি ছেড়ে ত্রিপুরায় ৪৭ আসনে লড়বে বামেরা, লড়াইয়ের ময়দানে নেই মানিক